অলরাউন্ডারদের শীর্ষ তিনে মিরাজ
৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে খাবি খাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দেয়া ৬ উইকেটে ৫৭৫ রানের জবাবে ৩৮ রান তুলতেই ৪ উইকেট খুইয়েছে বাংলাদেশ। তবে তার আগে মিরপুরে প্রথম টেস্টে দলের চরম বিপর্যয়ে ব্যাট হাতে একলা লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। তার সেই লড়াকু ইনিংসের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। গতকাল পুরুষ ক্রিকেটারদের ঘোষিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় মিরাজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তার ওপরে আছেন দুই ভারতীয়- রবীন্দ্রা জাদেজা (৪৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংস ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ২৬ নম্বরে।
তবে প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। যদিও চলতি চট্টগ্রাম টেস্টেও ৫ উইকেটের কীর্তিটা যোগ হয়নি এই হালনাগাদে। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।
এদিকে, মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন কাগিসো রাবাদা। বাংলাদেশকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় অবদান রেখে অভিজ্ঞ এই পেসার টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন। টেস্ট বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন রাবাদা। ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে চমৎকার পারফরম্যান্স করে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠেছিলেন রাবাদা। পরের এক বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন তিনি। এবার পাঁচ বছর পর হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন ২৯ বছর বয়সী রাবাদা। রাবাদার চমৎকার বোলিংয়ের ম্যাচটি ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শীর্ষে ফেরার পথে তিনি পেছনে ফেলেন অশ্বিন, বুমরাহ ও জশ হেজেলউডকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ