অলরাউন্ডারদের শীর্ষ তিনে মিরাজ
৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে খাবি খাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দেয়া ৬ উইকেটে ৫৭৫ রানের জবাবে ৩৮ রান তুলতেই ৪ উইকেট খুইয়েছে বাংলাদেশ। তবে তার আগে মিরপুরে প্রথম টেস্টে দলের চরম বিপর্যয়ে ব্যাট হাতে একলা লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। তার সেই লড়াকু ইনিংসের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। গতকাল পুরুষ ক্রিকেটারদের ঘোষিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় মিরাজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তার ওপরে আছেন দুই ভারতীয়- রবীন্দ্রা জাদেজা (৪৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংস ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ২৬ নম্বরে।
তবে প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। যদিও চলতি চট্টগ্রাম টেস্টেও ৫ উইকেটের কীর্তিটা যোগ হয়নি এই হালনাগাদে। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।
এদিকে, মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন কাগিসো রাবাদা। বাংলাদেশকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় অবদান রেখে অভিজ্ঞ এই পেসার টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন। টেস্ট বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন রাবাদা। ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে চমৎকার পারফরম্যান্স করে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠেছিলেন রাবাদা। পরের এক বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন তিনি। এবার পাঁচ বছর পর হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন ২৯ বছর বয়সী রাবাদা। রাবাদার চমৎকার বোলিংয়ের ম্যাচটি ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শীর্ষে ফেরার পথে তিনি পেছনে ফেলেন অশ্বিন, বুমরাহ ও জশ হেজেলউডকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়