তাসকিনের অনন্য কীর্তির ম্যাচে রাজশাহীর অনায়াস জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

ছবি: দুর্বার রাজশাহী/ফেসবুক

বল হাতে তাসকিন আহমেদের অবিশ্বাস্য কীর্তির পর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক ও রায়ান বার্ল। ঢাকা ক্যাপিটালকে অনায়াসে হারিয়ে বিপিএলের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। ১৭৫ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পূরণ করে এনামুলের নেতৃত্বাধীন দলটি।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিলো ঢাকা।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ম্যাচে একাই সাত উইকেট নেন তাসকিন। তার বোলিং ফিগার ৪-০-১৯-৭।

পরে ব্যাট হাতে এনামুল খেলেন ৪৬ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস। ৩৩ বলে অপরাজিত ৫৫ রান করেন বার্ল। চতুর্থ উইকেটে তারা ৫৬ বলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি গড়ে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন সাজঘরে।

চ্যালেঞ্জিং রান তাড়ায় রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না। ছক্কা-চারে শুরু করলেও প্রথম ওভারেই ফেরেন মোহাম্মদ হারিস। পাকিস্তানি ওপেনারকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারে জিসান আলম ফেরেন মুকিদুল ইসলামের শিকার হয়ে। ৮ বলেও রানের খাতা কুলতে পারেননি জিসান।

এরপর ইয়াসির আলিকে নিয়ে ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন এনামুল। ২০ বলে ২২ রান করে ইয়াসির ফিরলেও বার্লকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন এনামুল।

ঢাকার ইনিংসে ছিল তাসকিন শো। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন তাসকিন। বিপিএলেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটেই ম্যাচে ৭ উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল দুটি। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নেওয়ার অবিশ্বাস্য নজির গড়েন মালেয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। আর ২০১৯ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান।

পাওয়ার প্লেতে নিজের প্রথম স্পেলে টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান তাসকিন। প্রথম ওভারে লিটন দাসকে রানের খাতা খুলতে দেননি। ওই ওভারে দেন ৪ রান। পরের ওভারে আরেক ওপেনার তানজিদকেও কিট বিহাইন্ড করেন এই ডানহাতি পেসার।

এরপর তাকে বোলিংয়ে আনা হয় ১৭তম ওভারে। এবার ৩ রান দিয়ে তুলে নেন খুনে মেজাজে থাকা হাবিবুর রহমানের (৪১ বলে ৫০) উইকেট। ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন হাবিবুর। ওভারের সেটি প্রথম বল। পঞ্চম বলে নতুন ব্যাটার চাতুরাঙ্গা ডি সিলভাকে কট বিহাইন্ড করে চতুর্থ শিকার ধরেন তাসকিন।

বাকি তিন উইকেট পেয়েছেন শেষ ওভারে। দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। কিন্তু তা না হলেও এক বল পর শুভাম রঞ্জনেকেও শিকারে পরিণত করেন তাসকিন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পেয়েছিলেন তিনি আগে একবারই। ২০১৬ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেই ৫ উইকেট ছিল ৩১ রানে।

বিপিএলে এর আগে সেরা বোলিং ছিল মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার।

বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিং ছিল গত আসরে রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দারের ১২ রানে ৫ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

তাসকিন এমন বিধ্বংসী বোলিং উপহার দিলেও বাকিরা ছিলেন খরুচে। যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের ভালো সংগ্রহ পায় ঢাকা।

হাবিবুরের ৪১ বলে ৫০ রানের পাশাপাশি ইংলিশ কিপার-ব্যাটার স্টেফেন এস্কিনাজি করেন ২৯ বলে ৪৬ রান। এছাড়া থিসারা পেরেরার ৯ বলে ২১ ও শুভামের ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসও দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। কিন্তু বোলাররা এই রানকে যথেষ্ঠ প্রমাণ করতে পারেননি। দলও পায় টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ।

১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে রাজশাহীর জয় নিশ্চিত করেন এনামুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। বার্ল ৩৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। মুস্তাফিজ-মুকিদুল ও বাবু ১টি করে উইকেট নেন।

 

বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
টিভিতে দেখুন
‘ইন শা আল্লাহ, বছরটা ভালো হতে যাচ্ছে’
ওয়ানডেতে ‘অপরাজিত’ ৫৪২!
চূড়ায় থেকে সিলেটে রংপুর
আরও

আরও পড়ুন

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

শীতে পশু-পাখিদের যত্ন

শীতে পশু-পাখিদের যত্ন

মানব পাচার রোধ করতে হবে

মানব পাচার রোধ করতে হবে

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০

কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক

কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক

পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা

মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা