ঢাকা   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
রানপ্রসবা চট্টগ্রামে তাইজুল কীর্তি ছাপিয়ে ফলো অনের ফাঁদে বাংলাদেশ

তিন সেঞ্চুরির জবাবে ৪ উইকেটে ৩৮!

Daily Inqilab ইমরান মাহমুদ

৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

পিয়েতর উইলহেম আদ্রিয়ান মুল্ডার। ক্রিকেট বিশ্বে নামটি অপরিচিত হলেও ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ঠিকই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে ‘জায়গা’ করে নিয়েছেন। সেটি অবশ্যই নেতিবাচকভাবে! কিন্তু দক্ষিণ আফ্রিকানদের জন্য তার স্থান এখন হৃদয়ের মণিকোঠায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগে অবশ্য লাল-সবুজের জমিনেও দাগ বসাতে পারেননি তিনি। আগের ১৪ টেস্টে কোনো ফিফটিও যে ছিল না সাকুল্যে ৫০১ রান করা এই ব্যাটারের। সেই মুল্ডারই মিরপুরে নিজের ১৫তম টেস্টে পেলেন প্রথম ফিফটি, আর পরেরটিতে পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি! পরেরটি মানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চলতি ম্যাচের কথাই হচ্ছে।
শুধু মুল্ডারই নন, রানপ্রসবা সাগরিকায় প্রথম দিনে সেঞ্চুরি করেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। তিন জনেরই এটি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি! টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার দেখা গেল এমন ঘটনা। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে একই ইনিংসে নিজেদের প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজত্রয়ী গ্যারি গোমেজ, রবার্ট ক্রিশ্চিয়ানি ও ক্লাইড ওয়ালকট। তাইজুল ইসলামের বলে ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়ে ৭৬ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করেন মুল্ডার। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দেন এইডেন মার্করাম। সে সময় মুল্ডার ১০৫ ও সেনুরান মুথুসামি ৭০ রানে অপরাজিত ছিলেন। ৭৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তাদের অপরাজিত ১৪০ এই মাঠে সপ্তম উইকেট বা এর নিচে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল ১২৭, দশম উইকেট জুটিতে সেই রান তুলেছিলেন বিজে ওয়াটলিং ও ট্রেন্ট বোল্ট। তাতেই দিনের প্রায় আড়াই সেশন ব্যাটিং করে ছয়শ রানের কাছাকছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। সেই উইকেটেই বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রান করে। প্রায় দুই দিন সফরকারীদের ব্যাটিংয়েই চলে যাওয়ার পরও ৫৩৭ রান পিছিয়ে থাকা স্বাগতিকদের সামনে এখন ফলো অনের ফাঁদ, সঙ্গে তৃতীয় দিনেই হেরে যাওয়ার শঙ্কাও! ইনিংস হার এড়াতে নাজমুল হোসেন শান্তর দলের এখনও প্রয়োজন ৩৩৮ রান।
অথচ গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল মিরপুর টেস্টের পর তাইজুলের আরেকটি ৫ উইকেট পাওয়ার উদযাপন দিয়ে। আগের দিনের দুটির সঙ্গে এদিন প্রথম সেশনে নিজের পরপর ৩ ওভারে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ৫টি উইকেট একাই নিয়ে নেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। তবে দিন শেষে যা পরিস্থিতি তাতে টেস্টে তাইজুলের ১৪তম ৫ উইকেটের সাফল্য এখন ভুলে যাওয়ার মতোই অবস্থা। পুরো দিনের ‘হাইলাইটস’ বানালে বেশির ভাগ জুড়েই থাকবে দক্ষিণ আফ্রিকার প্রভাববিস্তারী ব্যাটিং। যার যোগফল- ৩ সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে রানপাহাড়। এরপরই আসবে বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা হুড়মুড় করে ভেঙে পড়ার ছবি।
চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে দক্ষিণ আফ্রিকার ওপরের ব্যাটসম্যানরা তো বটেই, সাত-আট নম্বরে নামা মুল্ডার, মুথুসামিও করলেন সাবলীল ব্যাটিং। কিন্তু ইনিংস বদলাতেই ভোজবাজির মতো বদলে গেল সব। দিনের শেষ ঘণ্টায় ধসে পড়ল স্বাগতিকদের টপ-অর্ডার! সাগরিকায় ম্যাচের প্রথম দুই দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এই সময়ে ৫৭৫ রান করে ঘোষণা করে প্রথম ইনিংস। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ ওভারের মধ্যে বাংলাদেশ হারায় ৪ উইকেট। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত স্বাগতিকরা করে ৩৮ রান। এর মধ্যে ১৩ রানই এসেছে অতিরিক্ত থেকে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৩৭ রানে পিছিয়ে থেকে নতুন দিনে খেলতে নামবেন মুমিনুল হক ও অধিনায়ক শান্ত।
এমন নয় যে, বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর বদলে গেছে উইকেটের আচরণ। বরং নিরীহ দর্শন ডেলিভারিতেই উইকেট বিলিয়ে এসেছেন সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়। পরে নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদও টিকতে পারেননি। দিনের শেষ দুই ওভারে কোনো বিপদ ঘটতে দেননি মুমিনুল ও শান্ত। আলোকস্বল্পতায় দিনটা আগেভাগে শেষ না হলে হয়তো আরও বড় বিপদে পড়তে পারতো টাইগাররা। আজ তৃতীয় দিন বিশাল রানের বোঝা মাথায় নিয়ে নামতে হবে তাদের। সেই বোঝা আরেকটু ভারী করেছে বিসিবির একটি নোটিশ। গতকালের ১৭ ওভার কম খেলা পুষিয়ে নিতে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। অর্থাৎ, সকাল ৯টা ৪৫ মিনিটে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : (আগের দিন ৩০৭/২) ১৪৪.২ ওভারে ৫৭৫/৬ ডিক্লে. (ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, মুল্ডার ১০৩*, মুথুসামি ৭০*; হাসান ০/৮৩, নাহিদ ১/৮৩, তাইজুল ৫/১৯৬, মিরাজ ০/১৭১)।
বাংলাদেশ ১ম ইনিংস : ৯ ওভারে ৩৮/৪ (সাদমান ০, জয় ১০, জাকির ২, মুমিনুল ৬*, হাসান ৩, শান্ত ৪; রাবাদা ২/৮, প্যাটারসন ১/১৫, মহারাজ ১/৪, মার্করাম ০/২)। দ্বিতীয় দিন শেষে


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল

সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়