আসা-যাওয়ার মিছিলে মুশফিক-মিরাজও
৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম
মুশফিক এলেন আর গেলেন। মিরাজের লড়াই শেস হলো ১৯ বলে। ৭০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের অপেক্ষায় বাংলাদেশ।
দক্ষিণ অফ্রিকার বোলারদের কোনো জবাব যেন জানা নেই বাংলাদেশের। মুশফিক আউট হয়ছেন মুথুসামির বলে এলবিডিব্লউয়ের ফাঁদে পড়ে। খানিক বাদে মিরাজ আউট সুইপ করতে গিয়ে ৬ রানে।
বাংলাদেশের রান ৬ উইকেটে ৭০। দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামাতে হলে এখনো করতে হবে ৩৪৬ রান।
দিন পার করতে পারবে তো বাংলাদেশ
জীবন পেয়েছিলেন ১ রানে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না জাকির হোসেন। মুতুসামির স্পিনে পড়লেন স্টাম্পিংয়ের ফাঁদে।
১৫তম ওভারের শেষ বলে জাকির আউট হতেই আসে চা পানের বিরতি। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৪৩। যে হারে বাংলাদেশ উইকেট বিলোচ্ছে, পরাজয় মনে হচ্ছে সময়ের ব্যাপার। দিনের শেষ সেশন পার করাই এখন আসল চ্যালেঞ্জ।
প্রথম ইনিংসে ২ রান করা জাকের এবার করলেন ২৬ বলে ৭।
দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়া শুরু
দ্বিতীয় ইনিংসেও আসা-যাওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের। সাদমানের পর সাজঘরে ফিরলেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দেরি করেননি খানিক আগে ৮২ রানের ইনিংস খেলে যাওয়া মুমিনুল হকও।
৩ বল আর ১ রানের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ।
মুথুসামির স্পিনে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়। প্রথম ইনিংসে ১০ রান করা এই ওপেনার এবার আউট হলেন ৩১ বলে ১১ রান করে।
নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন মুথুসামি। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারাল ১১তম ওভারে, ২৮ রানে।
পরের ওভারের দ্বিতীয় বলে ফাঁদে পা দেন মুমিনুল। কেশব মহরাজের বলে হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন এই অভিজ্ঞ ব্যাটার।
১ রানে জীবন পাওয়া জাকির হাসানের (২৩ বলে ৬*) নতুন সঙ্গী দলপতি নাজমুল হোসেন শান্ত।
আবারও শুরুতেই ফিরলেন সাদমান
ফলো-অনে পড়ে বাটিংয়ে নেমে এবারও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন সাদমান ইসলাম। এবার প্যাটারসনকে খেলতে গিয়ে কট বিহাইন্ড হলেন এই ওপেনার ১৬ বলে ৬ রান করে।
ষষ্ঠ ওভারের প্রথম বলে ১৫ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটে আছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।
১৫৯ রানে গুটিয়ে ফলো-অনে বাংলাদেশ
নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক। সেই মুমিনুল আউটের পর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়াও ছিল সময়ের ব্যাপার। হলোও সেটা। ফলোঅন এড়াতে না পারায় আবারও ব্যাটিংয়ে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনীকে।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫.২ ওভারে অলআউট হয়েছে ১৫৯। দক্ষিণ আফ্রিকার চেয়ে স্বাগতিকরা পিছিয়ে ৪১৬ রানে।
৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম ও মুমিনুল ইসলাম যোগ করেন ১০৩ রান। মুমিনুল ৮২ রানে মুথুসামির বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। কেশব মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে তাইজুল ফিরলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ লড়াইয়ে ৯৫ বলে ৩০ রান করেন তাইজুল। বল হাতেও তিনি নেন ৫ উইকেট।
এই দুজন ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু মাহমুদুল, তিনি করেছেন ১০ রান।
দক্ষিণ আফ্রিকা ফলো–অন করানোয় দ্বিতীয় ইনিংসে এখন আবার ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে। ফলো–অন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান।
৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে শিকার ধরেন ডেন প্যাটারসন ও কেশব মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৫/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৮/৪) ৪৫.২ ওভারে ১৫৯ (মুমিনুল ৮২, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, তাইজুল ৩০, নাহিদ ০*; রাবাদা ৯-১-৩৭-৫, প্যাটারসন ১০-১-৩১-২, মহারাজ ১৬.২-৪-৫৭-২, মার্করাম ৫-১-৭-০, মুল্ডার ২-১-৫-০, মুথুসামি ৩-১-১০-১)।
মুমিনুল-তাইজুল জুটিতে বাংলাদেশের লড়াই
৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে কোনোমতে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। প্রিয় মাঠে ফিফটি তুলে নিয়ে ব্যাট করছেন এই মিডলঅর্ডার।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ সেই ৮ উইকেটে ১৩৭ রান। প্রথম ইনিংসে এখনও ৪৩৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
প্রথম ঘণ্টাতেই এলোমেলো হয় যায় বাংলাদেশের ব্যাটিং। ১১ বলের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দিন শুরু করে মুহূর্তেই হয়ে যায় ৪৮ রানে ৮ উইকেট। তখন দলের সামনে উঁকি দিচ্ছিল ঘরের মাঠে সর্বনিম্ন রানের (৮৭) লজ্জা। সেই লজ্জা থেকে বাংলাদেশকে রক্ষা করেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেটে ২২.৩ ওভারে ৮৯ রান তুলে অবিচ্ছিন্ন আছে এই জুটি।
৭৬ বলে ক্যারিয়ারে ২০তম ফিফটি তুলে নিয়ে ৯৭ বলে ৭৪ রানে ব্যাট করছেন মুমিনুল। তাকে দারুণ সঙ্গ দিয়ে ৬৭ বলে ১৮ রানে অপরাজিত আছেন তাইজুল। তবে ফলোঅন এড়াতে এখনও অনেক বাকি বাংলাদেশের।
নবম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জুটি এটি। এর আগে ফিফটি জুটি ছিল একটিই। ২০০৮ সালে ব্লুমফন্টেইনে ৬০ রান যোগ করেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।
সব মিলিয়ে এই সেশনে ২৮ ওভারে বাংলাদেশ তুলেছে ৯৯ রান, উইকেট হারিয়েছে ৪টি।
৪৮ রানে ৮ উইকেট নেই!
আগের দিন যেখানে শেষ, সেখান থেকেই যেন সকালটা শুরু করলে বাংলাদেশ। একের পর এর উইকেট বিলোতেই আছে স্বাগতিকরা। ১১ বলের ব্যবধানে ফিরলেন দলপতি নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ‘ক্রাইসিস ম্যান’ খ্যাত মেহেদি হাসান মিরাজ ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের স্কোর মুহূর্তেই হয়ে গেল ৮ উইকেটে ৪৮!
প্রথম ইনিংসে এখনও ৫২৮ রানে পিছিয়ে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুলের সঙ্গে যোগ দিলেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
দিনের চতুর্থ ওভারের পঞ্চম ওভারটি করেন কাগিসো রাবাদা। ওভারের পঞ্চম ডেলিভারিতে খোঁচা মেরে আউট হন শান্ত। ১৭ বলে ৯ রান করে ফিরলেন অধিনায়ক।
ডেন প্যাটারসনের বলে সোজা স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক (২ বলে ০)। পরের ওভারে জোড়া আঘাত হেনে ৫ উইকেট পূর্ণ করেন রাবাদা। মিরাজকে কট বিহাইন্ড করার এক বল পর মাহিদুলকে ফেলেন এলবিডব্লিউয়ে ফাঁদে।
ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৮৭। সেই রেকর্ড এখন হুমকির মুখে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার