সুযোগ কাজে লাগাতে প্রত্যয়ী জাকির
০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫৬ এএম
বাংলাদেশ জাতীয় দলে কেবল লাল বলের জন্যই বিবেচিত হন জাকির হাসান। তবে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের চোটে সাদা বলেও সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে তাকে। সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে দলের ওপেনিং সমস্যা দূর করার ব্যাপারে দারুণ প্রত্যয়ী এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানে দারুণ সময় কাটানোর পর পুরোপুরি ইউ-টার্ন নিয়েছে টাইগারদের পারফরম্যান্স। ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও বেহাল দশা। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তার মূল দায় ব্যাটারই। বিশেষকরে টপ অর্ডার ব্যাটারদের। কোনো ম্যাচেই ভালো সূচনা এনে দিতে পারছেন না তারা।
এরমধ্যেই আরও একটি সিরিজের সামনে বাংলাদেশ। যদিও বদলেছে সংস্করণ। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ের দুঃস্মৃতি ভুলে যাওয়ার চ্যালেঞ্জও থাকবে টাইগারদের। এই চ্যালেঞ্জটা নিতে চান জাকির। যদিও এর আগে কেবল একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলার স্মৃতি খুব একটা ভালো নয় তার। গতকাল আফগানিস্তান সিরিজের জন্য দেশ ত্যাগ করার আগে সাংবাদিকদের জাকির বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারি নাই।
এজন্য আমরা ভুগেছি। অ্যাট দ্য সেইম টাইম ওটা নিয়ে পরে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে।’ ঠিক কোথায় সমস্যা হচ্ছে সে সকল বিষয় খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানান এই ব্যাটার, ‘পরের সিরিজে আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে ওপেনিংয়ে বা টপঅর্ডার থেকে একটু জুটি দলকে দেওয়ার চেষ্টা থাকবে যেন মিডলঅর্ডারদের জন্য আরও সহজ হয়।’
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হুট করেই কোচ পরিবর্তন হয় বাংলাদেশের। চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয় ফিল সিমন্সকে। এখনও দলের সঙ্গে সেভাবে কাজ করতে পারেননি এই ক্যারিবিয়ান। খেলোয়াড়দের ঠিকভাবে চিনেও উঠতে পারেননি। তবে দ্রুতই তার অধীনে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন জাকির, ‘উনি খুব কম সময় নিয়ে এসেছেন। এখনও ক্রিকেটারদের দেখছেন। ম্যাচের মধ্যে খুব ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আশাকরি সামনে আরও বিস্তারিত উনার কাছ থেকে জানতে পারব। যেহেতু আরেকটি সিরিজ সামনে এসেছে। এখন অনেকটা সময় পাচ্ছি, উনিও আমাদের অনেকটা চিনেছেন। তো আমাদের জন্য আরও সহজ হবে সামনে।’ সবমিলিয়ে একটি ভালো সিরিজের আশা করছেন তিনি, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশাকরি খুব ভালো একটা ম্যাচ হবে। ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো যে ম্যাচেই খেলি ভালো করার। আর দল হিসেবে বললে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ধরে ভালো করার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে