ভারতে ভারত হোয়াইটওয়াশ, নিউজিল্যান্ডের ইতিহাস
০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্ত। প্রথম দল হিসেবে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে নিউজিল্যান্ড ধবলধোলাই করতে পারবে, নাকি পন্ত ভারতকে বাঁচিয়ে দেবেন, আলোচনা চলছিল তা নিয়ে। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একটা পর্যায়ে গিয়ে তো লড়াইটা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড বনাম পন্ত। ‘১১ বনাম ১ জনের’ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। কোনো রান যোগ না করেই শেষ তিন উইকেট হারায় ভারত। ভারতকে ২৫ রানে হারিয়ে করেছে ধবলধোলাই।
গতকাল মুম্বাইতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের আগেই জেতার পরিস্থিতি তৈরি করে কিউইরা। তবে তাদের একমাত্র বাধা ছিলেন রিশভ পান্ত। পান্ত ফিরে যাওয়া খানিক পর দ্রুত বাকি উইকেট হারিয়ে শেষ হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ২৬ রানে। ১৪৭ রানের লক্ষ্যে নেমে তারকায় ভরা ভারত গুটিয়ে গেছে ১২১ রানে। ৫৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে বড় হন্তারক বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ৪২ রানে ৩ উইকেট নিয়ে অবদান রেখেছেন গ্লেন ফিলিপস। প্রথম ইনিংসেও ১০৩ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ তো অবধারিতভাবেই এজাজ প্যাটেল। এই ম্যাচে জোড়া ফিফটি করা উইল ইয়াং জেতেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। অথচ কেন উইলিয়ামসন থাকলে হয়তো তিনি খেলার সুযোগই পেতেন না।
আগের দিন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনদের দাপটে ম্যাচে ফিরেছিল ভারত। তবে দেড়শোর নিচে থাকা লক্ষ্য তাড়াতেও রিশভ পান্ত ছাড়া তাদের ব্যাটাররা দেখাতে পারলেন না নিবেদন। আগের দিনের ৯ উইকেটে ১৭১ রান নিয়ে নেমে আর ৩ রান যোগ করেই অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম।
এবারের আগে প্রায় ৭০ বছরে ১২ বারের ভারত সফরে কোনো সিরিজ জয় ছিল না নিউজিল্যান্ডের। আগের ৩৬ টেস্টে জয় ছিল মোটে দুটি। এই সফরে তারা পায়নি দলের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে। কদিন আগে তারা বাজেভাবে হেরে এসেছে শ্রীলঙ্কায় গিয়ে। সেই দলটিই এবার চমকে দিল গোটা ক্রিকেট বিশ্বকে। পুনে টেস্টে হেরে দেশের মাঠে ১২ বছর পর প্রথম সিরিজ হারল ভারত। পুনেতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক মিচেল স্যান্টনার মুম্বাইয়ে খেলতে পারেননি চোটের কারণে। তার পরও ভারত হেরে গেল আবার, প্রথমবার তিন ম্যাচের সিরিজে হোয়াইওয়াশড হলো তারা দেশের মাঠে। নিয়মিত অধিনায়ক হিসেবে টম ল্যাথামের যাত্রা শুরু হলো অভাবনীয় সাফল্যে। সাবেক পেসার সাইমন ডুল ধারাভাষ্যকক্ষে যথার্থই বললেন, ‘নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সেরা সিরিজ জয়।’
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৩৫ ও ২য় ইনিংস : ১৭৪।
ভারত : ২৬৩ ও ২য় ইনিংস : (লক্ষ্য ১৪৭) ২৯.১ ওভার ১২১ (জয়সওয়াল ৫, রোহিত ১১, গিল ১, কোহলি ১, পান্ত ৬৪, সারফারাজ ১, জাদেজা ৬, ওয়াশিংটন ১২, অশ্বিন ৮, আকাশ ০, সিরাজ ০*; হেনরি ৩-০-১০-১, এজাজ ১৪.১-১-৫৭-৬ , ফিলিপস ১২-০-৪২-৩)।
ফল : নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা : এজাজ প্যাটেল (নিউজিল্যান্ড)।
সিরিজসেরা : উইল ইয়াং (নিউজিল্যান্ড)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা