শেষ বেলায় প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং!
০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
প্রায় ১৮ বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটই খেলছেন সাকিব আল হাসান। এরমধ্যেই দুটি সংস্করণ থেকে অবসরও নিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের এই লম্বা সময়ের পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়ালেও বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রæটি ধরা হয়েছে তার বোলিং অ্যাকশনে। একজন অলরাউন্ডার বলে স্বীকৃত হলেও বোলার হিসেবেই প্রতিপক্ষকে বেশি কাবু করেন সাকিব। বাঁহাতি স্পিনে এরমধ্যেই গড়েছেন নানা রেকর্ড। সেই সাকিবকে এবার অ্যাকশন পরীক্ষা দিতে হবে কোনো ল্যাবে। কিছুটা বিস্ময় জাগানিয়ে হলেও শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই অলরাউন্ডার। এরমধ্যেই বিষয়টি জানানো হয়েছে তাকে।
ভারত সফরের ঠিক আগে, কাউন্টিতে সামরসেটের বিপক্ষে সারের হয়ে ৬০ ওভার বল করে নয়টি উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস এবং স্টিভ ও’শাগনেসি। তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশনের রিপোর্ট করেছেন তা জানা যায়নি। বিষয়টি সাকিবকে জানানো হলেও, ইসিবি সরাসরি বিষয়টি জানায়নি বিসিবিকে। বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘কাউন্টি ম্যাচে, মাঠের একজন আম্পায়ার জানিয়েছেন যে তিনি অ্যাকশনটিকে সন্দেহজনক মনে করেছেন। সাকিব যদি ইংল্যান্ডে আরও ঘরোয়া ক্রিকেট খেলতে চান তবে তাকে একটি পরীক্ষায় উপস্থিত হতে হবে। যদি তাকে ছাড় দেওয়া হয়, তাহলে সে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য দেশের ঘরোয়া ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। বিষয়টি ইসিবি এখতিয়ারের অধীনে এবং আইসিসি বা অন্যান্য বোর্ডের সাথে সম্পর্কিত নয়।’ তবে সাকিব এই মুহ‚র্তে পরীক্ষায় অংশ নেবেন কিনা তা জানা যায়নি। তথ্যের জন্য অনুরোধ করার পরেও সারে ক্রিকেট ক্লাব বিষয়টি নিশ্চিত করেনি। বিষয়টি ‘অভ্যন্তরীণ’ বলে ধারণা করা হচ্ছে এবং সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার পর ইসিবি কোনো প্রেস রিলিজও দেয়নি।
দীর্ঘদিনের পেশাদার ক্রিকেটে এই প্রথম অবস্থার মুখোমুখি হতে হলো সাকিবকে। তবে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা থাকছে না তার। বিষয়টি কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো ধরণের ক্রিকেটে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে তাকে। তবে সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিবের। সা¤প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় বেশ কোণঠাসা অবস্থায় আছেন তিনি। আওয়ামী লিগ সরকারের সদস্য থাকায় টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মিরপুরে চেয়েও পারেননি। সরকারের তরফ থেকে দেশে ফিরতে না বলে দেওয়া হয় তাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া
মৃত্যুর আগে ৭২ ঘন্টা কিছুই খাননি হামাস নেতা সিনওয়ার
যানজটমুক্ত কক্সবাজার শহর গড়তে জেলা পুলিশ প্রশিক্ষণ দিচ্ছে ড্রাইভারদের
ইসিকে সরকারের ৯ সতর্কতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত
কী কারণে স্যোশাল ইসলামী ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য
মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!
সঞ্চয়পত্র থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, যা বলছেন নেটিজেনরা
'মিডিয়ায় মাফিয়া তাপসের উত্থান এবং হেরেমখান বৃত্তান্ত'
স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার
ট্রাম্পকে সমর্থন জানালেন মার্কিন পডকাস্টার জো রোগান