ঢাকা   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
বৈশ্বিকতা আনতে চায় বিসিবি

জুলাই অভ্যুত্থানের ছোঁয়া বিপিএলেও

Daily Inqilab ইমরান মাহমুদ

০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই জন্ম দেয় নতুন নতুন বিতর্কের, সমালোচিত হয় নানান অপেশাদারী কর্মকান্ডে। এক যুগে আগে শুরু হয়ে ১০টি আসর আয়োজিত হলেও এখনও বৈশ্বিক আসর হিসেবে নিজেদের ‘ব্র্যান্ডভেল্যু’ দাঁড় করাতে পারেনি দেশের ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি। তবে পরিবর্তিত সময়ে বিপিএলের আসন্ন মৌসুম নিয়ে বর্তমান বোর্ডের পরিকল্পনা বেশ আশা জাগানিয়া। খেলা ছাড়িয়ে বিপিএলের মাধ্যমে সামাজিক ব্যবস্থা, রীতিনীতিসহ নানা ব্যাপারকে প্রভাবিত করতে চায় বিসিবি। সেই সাথে বৈশ্বিক তারকাদেরও আনার চেষ্টা চালানো হচ্ছে। আর এর সবই সম্ভব হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের পরিকল্পনা এবং দিকনির্দেশনার ছোঁয়ায়। সর্বশেষ প্যারিস অলিম্পিকেও ব্যবহার করা হয়েছিল শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সামাজিক ব্যবসার মডেল। এবার দেশের টুর্নামেন্টের ব্র্যান্ডিংয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা। তাতে মোটাদাগেই থাকবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের গল্পগাঁথা।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে ৭টি দল নিয়ে দেশের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের একাদশ আসর। হাতে কিছুটা সময় নিয়েই এবার তাই নতুন আঙ্গিকে আসন্ন আসরটিকে সাফল্যমন্ডিত করার চেষ্টায় নেমেছে বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক খানের নেতৃত্বাধীন বিপিএল গভর্নিং কাউন্সিল। এই কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও ক্রিকেটের চেনা মুখ নাজমুল আবেদীন ফাহিম (ফাহিম স্যার)। ড. ইউনূসের অন্তর্ভুক্তি বিপিএলকে কতটা আলোঝলমলে করবে তা মনে করিয়ে দিয়ে উচ্ছ¡সিত এই প্রবীণ ক্রিকেট কোচ বলেন, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা গত প্যারিস অলিম্পিকে তার অবদান ছিল। আগামী অলিম্পিকের জন্যও তাকে এক অর্থে বুক করা হয়েছে। যেন তিনি থাকেন। এই ধরনের ইভেন্টগুলোকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে কেমন করে সংযুক্ত করতে হয় মানুষকে কীভাবে একটা ঘটনার মধ্যে দিয়ে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকান্ডে জড়িত করা যায় এই ব্যাপারে বোধ হয় আমাদের প্রধান উপদেষ্টার চাইতে ভালো কেউ জানেন না।’
ক’দিন আগেই জানা গিয়েছিল ড. ইউনূস নিজের ইচ্ছাতেই বিপিএলের সাথে সম্পৃক্ত হয়েছেন। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়াও ড. ইউনূসকে বিপিএল নিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তিনি নিজেই কিন্তু আগ্রহী হয়ে এসেছেন। সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টাও এখানে আছে। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তার টিমও কাজ করছে এটা নিয়ে। কীভাবে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়। কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। বিশ্ব যেন দেখে বাংলাদেশের এই দিকটা কেমন, খেলা, সমাজ, খাওয়া কেমন, দেখতে কেমন। আশা করি সবাই এটা দেখবে। বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত পাবে।’ প্রধান উপদেষ্টার কাছ থেকে কি কি পেতে পারে বিপিএল তার একটি ধারণা দিলেন নাজমুল আবেদিন, ‘আমরা যদি দেখি বিদেশি কোনো হলিউড থেকে অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার এখানে এসেছে এটার সাথে সংযুক্ত হচ্ছে এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে। বর্তমান বাংলাদেশে তার চাইতে বড় বৈশ্বিক তারকা আর কে আছে? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যদি মাঠে আসেন, উনি যদি বক্তব্য দেন তার ইমেজ কতটা বড় হবে সেটি আমরা এরই মধ্যে টের পেয়েছি। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে বিশ্বজুড়ে তা প্রচার করার। আমার ধারণা এতদিন যা করতে পেরেছি তার চেয়ে অনেক বেশি এবার করতে পারব।’
দল পেলেও হত্যা মামলায় নাম থাকায় দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ব্যাপারে ফাহিম বলেন, ‘আমরা এতদিনে সুপারস্টার তৈরি করতে পারিনি এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি তো আশা করব এখান থেকে নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। মাশরাফি-সাকিব থাকলে ভালো হত অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে কোনো সন্দেহ নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে এই উপলক্ষটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, সেই নিয়ে অনেক কাজ হচ্ছে। বিভিন্ন সামাজিক ব্যাপারে সচেতনতা নিয়ে আসার ব্যাপারে বিপিএলকে ব্যবহার করা হবে। খেলার মাঠেই শুধু দেখব না, সারা দেশেই ছড়িয়ে পড়বে কোনো না কোনোভাবে। সা¤প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের যে স্পিরিট সেটাকেও আমরা দেখতে পারবো বিপিএলের বিভিন্ন পর্যায়ে। আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’
বৈশ্বিক কোনো তারকাকে বিপিএলে আনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে প্রসঙ্গে ফাহিম বলেন, ‘অবশ্যই আছে। ক্রিকেট হতে পারে ক্রিকেটের বাইরে অন্য খেলার মানুষ হতে পারে। খেলার বাইরে অন্য কেউ হতে পারে। অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকবে। অনেক বড় করে করা হচ্ছে এবার। আশা করছি তারাও এখানে ইনভেস্ট করবেন।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মার্কিন নির্বাচন বুঝতে যে ১২টি বিষয় আপনাকে সাহায্য করতে পারে

মার্কিন নির্বাচন বুঝতে যে ১২টি বিষয় আপনাকে সাহায্য করতে পারে

বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী লড়ছেন মার্কিন নির্বাচনে

বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী লড়ছেন মার্কিন নির্বাচনে

নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল জানা যাবে কখন?

নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল জানা যাবে কখন?

রাজধানীতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

রাজধানীতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

নিরাপত্তা তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহু’র শীর্ষ চার কর্মকর্তা গ্রেফতার

নিরাপত্তা তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহু’র শীর্ষ চার কর্মকর্তা গ্রেফতার

ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

যশোরে স্কুল ছাত্রীর হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার

যশোরে স্কুল ছাত্রীর হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার

জাল ফেললেই ওঠছে প্রচুর ইলিশ

জাল ফেললেই ওঠছে প্রচুর ইলিশ

ট্রাম্প না কমলা, কে পাবেন মুসলিম ভোট?

ট্রাম্প না কমলা, কে পাবেন মুসলিম ভোট?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান মোতায়েন ‘অস্থিতিশীল উপস্থিতি’: ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান মোতায়েন ‘অস্থিতিশীল উপস্থিতি’: ইরান

‘গণপিটুনিতে’ সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত

‘গণপিটুনিতে’ সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত

বিকেলে সিদ্ধান্ত এলপি গ্যাসের দাম কমবে না বাড়বে

বিকেলে সিদ্ধান্ত এলপি গ্যাসের দাম কমবে না বাড়বে

ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

বেরোবিতে ফের ছয় যুগল আটক

বেরোবিতে ফের ছয় যুগল আটক

রাত পোহালে ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

রাত পোহালে ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

ফের গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

ফের গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ

যশোরে আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ ৪ জন আটক

যশোরে আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ ৪ জন আটক

শাকিব-পূজার প্রেমের গুঞ্জনে মুখ খুললো পূজা চেরি

শাকিব-পূজার প্রেমের গুঞ্জনে মুখ খুললো পূজা চেরি

নেইমার ছিটকে গেলেন আবারও

নেইমার ছিটকে গেলেন আবারও