জুলাই অভ্যুত্থানের ছোঁয়া বিপিএলেও
০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই জন্ম দেয় নতুন নতুন বিতর্কের, সমালোচিত হয় নানান অপেশাদারী কর্মকান্ডে। এক যুগে আগে শুরু হয়ে ১০টি আসর আয়োজিত হলেও এখনও বৈশ্বিক আসর হিসেবে নিজেদের ‘ব্র্যান্ডভেল্যু’ দাঁড় করাতে পারেনি দেশের ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি। তবে পরিবর্তিত সময়ে বিপিএলের আসন্ন মৌসুম নিয়ে বর্তমান বোর্ডের পরিকল্পনা বেশ আশা জাগানিয়া। খেলা ছাড়িয়ে বিপিএলের মাধ্যমে সামাজিক ব্যবস্থা, রীতিনীতিসহ নানা ব্যাপারকে প্রভাবিত করতে চায় বিসিবি। সেই সাথে বৈশ্বিক তারকাদেরও আনার চেষ্টা চালানো হচ্ছে। আর এর সবই সম্ভব হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের পরিকল্পনা এবং দিকনির্দেশনার ছোঁয়ায়। সর্বশেষ প্যারিস অলিম্পিকেও ব্যবহার করা হয়েছিল শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সামাজিক ব্যবসার মডেল। এবার দেশের টুর্নামেন্টের ব্র্যান্ডিংয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা। তাতে মোটাদাগেই থাকবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের গল্পগাঁথা।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে ৭টি দল নিয়ে দেশের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের একাদশ আসর। হাতে কিছুটা সময় নিয়েই এবার তাই নতুন আঙ্গিকে আসন্ন আসরটিকে সাফল্যমন্ডিত করার চেষ্টায় নেমেছে বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক খানের নেতৃত্বাধীন বিপিএল গভর্নিং কাউন্সিল। এই কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও ক্রিকেটের চেনা মুখ নাজমুল আবেদীন ফাহিম (ফাহিম স্যার)। ড. ইউনূসের অন্তর্ভুক্তি বিপিএলকে কতটা আলোঝলমলে করবে তা মনে করিয়ে দিয়ে উচ্ছ¡সিত এই প্রবীণ ক্রিকেট কোচ বলেন, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা গত প্যারিস অলিম্পিকে তার অবদান ছিল। আগামী অলিম্পিকের জন্যও তাকে এক অর্থে বুক করা হয়েছে। যেন তিনি থাকেন। এই ধরনের ইভেন্টগুলোকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে কেমন করে সংযুক্ত করতে হয় মানুষকে কীভাবে একটা ঘটনার মধ্যে দিয়ে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকান্ডে জড়িত করা যায় এই ব্যাপারে বোধ হয় আমাদের প্রধান উপদেষ্টার চাইতে ভালো কেউ জানেন না।’
ক’দিন আগেই জানা গিয়েছিল ড. ইউনূস নিজের ইচ্ছাতেই বিপিএলের সাথে সম্পৃক্ত হয়েছেন। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়াও ড. ইউনূসকে বিপিএল নিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তিনি নিজেই কিন্তু আগ্রহী হয়ে এসেছেন। সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টাও এখানে আছে। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তার টিমও কাজ করছে এটা নিয়ে। কীভাবে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়। কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। বিশ্ব যেন দেখে বাংলাদেশের এই দিকটা কেমন, খেলা, সমাজ, খাওয়া কেমন, দেখতে কেমন। আশা করি সবাই এটা দেখবে। বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত পাবে।’ প্রধান উপদেষ্টার কাছ থেকে কি কি পেতে পারে বিপিএল তার একটি ধারণা দিলেন নাজমুল আবেদিন, ‘আমরা যদি দেখি বিদেশি কোনো হলিউড থেকে অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার এখানে এসেছে এটার সাথে সংযুক্ত হচ্ছে এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে। বর্তমান বাংলাদেশে তার চাইতে বড় বৈশ্বিক তারকা আর কে আছে? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যদি মাঠে আসেন, উনি যদি বক্তব্য দেন তার ইমেজ কতটা বড় হবে সেটি আমরা এরই মধ্যে টের পেয়েছি। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে বিশ্বজুড়ে তা প্রচার করার। আমার ধারণা এতদিন যা করতে পেরেছি তার চেয়ে অনেক বেশি এবার করতে পারব।’
দল পেলেও হত্যা মামলায় নাম থাকায় দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ব্যাপারে ফাহিম বলেন, ‘আমরা এতদিনে সুপারস্টার তৈরি করতে পারিনি এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি তো আশা করব এখান থেকে নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। মাশরাফি-সাকিব থাকলে ভালো হত অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে কোনো সন্দেহ নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে এই উপলক্ষটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, সেই নিয়ে অনেক কাজ হচ্ছে। বিভিন্ন সামাজিক ব্যাপারে সচেতনতা নিয়ে আসার ব্যাপারে বিপিএলকে ব্যবহার করা হবে। খেলার মাঠেই শুধু দেখব না, সারা দেশেই ছড়িয়ে পড়বে কোনো না কোনোভাবে। সা¤প্রতিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের যে স্পিরিট সেটাকেও আমরা দেখতে পারবো বিপিএলের বিভিন্ন পর্যায়ে। আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’
বৈশ্বিক কোনো তারকাকে বিপিএলে আনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে প্রসঙ্গে ফাহিম বলেন, ‘অবশ্যই আছে। ক্রিকেট হতে পারে ক্রিকেটের বাইরে অন্য খেলার মানুষ হতে পারে। খেলার বাইরে অন্য কেউ হতে পারে। অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকবে। অনেক বড় করে করা হচ্ছে এবার। আশা করছি তারাও এখানে ইনভেস্ট করবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব