মাসসেরার দৌড়ে রাবাদা-স্যান্টনার-নোমান
০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসের সেরা হবার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদসহ দুই স্পিনার নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও পাকিস্তানের নোমান আলি।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারীদের সেরার লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিন।
গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন রাবাদা।
তার বোলিং নৈপুন্যে ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। ২০১৪ সালের পর এশিয়ার মাঠে প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দীর্ঘ সাড়ে ছয় বছর পর আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন রাবাদা।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন রাবাদা। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি তিনি। তবে পুরো সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন রাবাদা।
তাই আইসিসি মাস সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী রাবাদা।
অক্টোবরে মাত্র একটি টেস্ট খেলেই মাস সেরার দৌড়ে নাম লিখিয়েছেন স্যান্টনার। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫৭ রানে ১৩ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেন তিনি।
প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। ঐ ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রানও করেন এই বাঁ-হাতি খেলোয়াড়।
দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার জিতে মাস সেরার তালিকায় আছেন স্যান্টনার। ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি স্যান্টনার। তারপরও ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে নিউজিল্যান্ড। প্রথমবারের মত ভারতের টেস্ট জয়ের স্বাদ পায় কিউইরা।
দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানের অসাধারণ বোলিং নৈপুন্যে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম টেস্টে দলে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচে নোমান ও সাজিদ মিলে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই শিকার করেন।
সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। চার ইনিংসে ১৩.৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরা দৌড়ে আছেন এই বাঁ-হাতি স্পিনার।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাস্তব জীবনে ভালো রেসপন্স পাচ্ছে অলংকারের 'চেয়ারম্যান'
পর্যটক-অনাহারে থাকা কলকাতার ‘মিনি বাংলাদেশে' যে হাহাকার চলছে
জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ
জর্জিয়ায় রাজনীতিতে উত্তেজনা, প্রতিবাদে হাজারো মানুষ
এবার ৬৮ সদস্যের ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি’ করল নাগরিক কমিটি
হাওয়াই আগ্নেয়গিরিতে অল্পের জন্য শিশুর জীবন বিপদমুক্ত , পর্যটদের সতর্কতা
বায়ুদূষণে আজ বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে ঢাকা
৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে: আসিফ মাহমুদ
মাওয়া টোলপ্লাজায় ৭ জন নিহত: সেই বাসমালিক গ্রেপ্তার
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
দখলমুক্ত হচ্ছে ঢাকার ৫৮ পুকুর
রাশিয়া মলদোভায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে
হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহিদ পরিবারের
অস্ট্রেলিয়ার সন্তানকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
প্রতিশোধ নিয়েছে তালেবান, পাক-আফগান সীমান্ত উত্তেজনা চরমে
ব্রাজিলে সন্দেহজনক বড়দিনের কেক বিষক্রিয়া, ৩ জনের মৃত্যু
আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
আজ ৪৭তম বিসিএসের আবেদন শুরু
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬২