মুস্তাফিজের বোলিংয়ে কাঁপছে আফগানিস্তান
০৬ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
নিজের প্রথম ওভারে উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারে দুটি শিকার ধরলেন মুস্তাফিজ। তার বোলিংয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আফগান ইনিংস।
১ উইকেটে ৩০ থেকে ৪ উইকেটে ৩৫ রান হয়ে গেছে আফগান স্কোরবোর্ড। নিজের দ্বিতীয় ওভারে সাদিকুল্লাহ আটালকে এলবিডব্লিউ করার ওভারেই আজমতউল্লাহ ওমরজাইকে কট বিহাইন্ড করেছেন মুস্তাফিজ।
অভিষিক্ত সাদিকুল্লাহ ৩০ বলে ২১ রান করেছেন।
সবশেষ স্কোর: ১৫ ওভারে ৫২/৪। ব্যাট করছেন গুলবাদিন (১০*) ও হাশমতউল্লাহ (১১*)।
এসেই উইকেট নিলেন মুস্তাফিজ
নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ পেল দ্বিতীয় সফলতা।
তিনে নামা রহমত শাহকে উইকেটের পিছনে ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। অষ্টম ওভারে দলীয় ৩০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান।
২৪ বলে ২০ রানে ব্যাট করছেন অভিষিক্ত সাদিকুল্লাহ আতাল।
আফগান শিবিরে প্রথম আঘাত তাসকিনের
বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম সফলতা পেল বাংলাদেশ।
দলীয় দ্বিতীয় ওভারে ৭ রানে রহমানউল্লাহ গুরবাজকে (৭ বলে ৫) কট বিহাইন্ড করেন তাসকিন। ডানে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম।
সবশেষ: আফগানিস্তান ৩.২ ওভারে ৯/১
বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল আফগানিস্তান
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টায়। প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাঠে।
ফ্লাডলাইটের আলোর নিচে উইকেটে কিছুটা মুভমেন্ট পাওয়ার আশায় পরে ফিল্ডিংয়ের কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি।
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ভিসা জটিলতায় নাসুম আহমেদ দলের সঙ্গে যোগ দিতে না পারায় প্রথম ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার পাচ্ছে না বাংলাদেশ। স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের জন্য সাচ্ছন্দ্যময় ফরম্যাট হলেও প্রতিপক্ষ হিসেবে টাইগারদের কাছে আফগানিস্তান সবসময়ই কঠিন। যদিও এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ। তারপরও নির্ভার হবার কোন উপায় নেই।
গত বছরের জুলাইয়ে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হেরেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার বরণ করেছিলো টাইগাররা।
এ বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো টাইগাররা।
এ বছর তিনটি দ্বিপাক্ষীক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দু’টিতে জয় পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। শ্রীলংকা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয় আফগানরা। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি
যুদ্ধ থামানোর বার্তা, মুসলমানদের ধন্যবাদ জানালেন ট্রাম্প
উইকেটের দেখা পেলেন শরীফুল
শতরানের জুটি ভাঙলেন মুস্তাফিজ
জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান
তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল
বিকেএসপির তামিমের স্বর্ণ জয়
নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে : ইবি ভিসি
জকিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মহিষ ছিনতাইয়ের অভিযোগ : থানায় মামলা
জাবির নবীন শিক্ষার্থীরা পেল ১৫০০ কপি কোরআন শরীফ
বিচারপতি মানিকের ৭ বহুতল ভবন, রহস্য উন্মোচনে দুদক
বেসরকারি হজ প্যাকেজ মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা নির্ধারণ
সিলেট গোয়াইঘাটের পাথর কোয়ারি সচল ও পাথর লুটপাটে জড়িতদের গ্রেপ্তারের দাবি
গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ্সহ আ’লীগের ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
'কমলার হালুয়া খাবেন? দেরী কেন! এখুনি বানিয়ে নিন কমলার হালুয়া'
যশোরে জামায়াতের কর্মী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন শাহবাজ শরিফ
আমু গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল
হত্যার অভিযোগে কারাগারে উবায়দুল মোকতাদির
চবি শিক্ষার্থীরা এখন থেকে ফি দিতে পারবে অনলাইনে