ঢাকা   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
এভাবেই আউট হওয়া যায়?

এবার কী বলবেন ‘দোষী’ শান্ত!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

৫ উইকেটে ৭১ রান থেকে শেষ পর্যন্ত ২৩৫ রানের সংগ্রহ। অন্যদিকে ২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানে অলআউট। গতপরশু রাতে শারজায় দুই ইনিংসে এমন ভিন্ন দুটি চিত্রই দেখা গেছে আফগানিস্তান-বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে। শুরুর ব্যাটিং-বিপর্যয় কাটিয়ে আফগানিস্তান যেখানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেখানে জয়ের পথে থাকা বাংলাদেশ দেখেছে আকস্মিক ভরাডুবি। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে শেষ ৮ উইকেট, তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের ব্যবধান ৯২ রান। অবিশ্বাস্যই বলা যায়!
সেই অবিশ্বাসের ঘোর আরেকটু বাড়িয়ে দিতে পারে আরো কিছু পরিসংখ্যান। ২৩৫ রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। ১১.৩ ওভারে দলের রান যখন ১ উইকেটে ৬২, তখন নাজমুল হোসেন শান্তর ক্যাচ ছাড়েন বদলি উইকেটকিপার ইকরাম আলীখিল। টাইগার অধিনায়ক তখন ২১ রানে ব্যাট করছিলেন। মেহেদী হাসান মিরাজও ১ রান ও ৪ রানে দুটি ‘জীবন’ পান মোহাম্মদ নবী ও গুলবদিন নাইবের কাছে। রান তাড়ায় অর্ধেকের বেশি পথ পেরিয়ে, মানে বাংলাদেশের সংগ্রহ যখন ২ উইকেটে ১২০, ততক্ষণে আফগানিস্তানের দুটি রিভিউও শেষ। ওদিকে বাংলাদেশের হাতে ৮ উইকেট, দরকার ১১৬, ওভার সংখ্যাও ছিল পর্যাপ্ত। এমন জায়গা থেকেও যদিও বাংলাদেশের হার নতুন না। কিন্তু গতপরশু রাতে যেভাবে হুড়মুড়িয়ে সবকিছু ভেঙে পড়ল, যেভাবে আসা-যাওয়ার মিছিল দেখা গেল, তেমন কিছু এর আগে কখনো দেখা গিয়েছে কি না, তা সত্যিই গবেষণার বিষয়।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তারই ‘পোষাকী মহড়া’ হিসেবে আফগানিস্তান সিরিজটি বাংরাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষকরে সাম্প্রতিক সময়ে বাজে সময় পেরিয়ে নিজেদের প্রিয় সংস্করণে দাপট দেখানোর বড় সুযোগও বটে। সেটিও আবার আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে। মাঠও শারজাহ। এতগুলো মোমেন্টাম পেয়েও এগিয়ে থাক বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়লো তাসের ঘরের মতো! ৫৩ বলের মধ্যে ২৩ রানে পড়েছে শেষ ৮ উইকেট। এর মধ্যে শেষ ৭ উইকেট পড়েছে ২৫ বলের মধ্যে, যেখানে ১৮ বছর বয়সী এক স্পিনারের একার শিকারই ৫ উইকেট। হিসাবটা আরেকটু ছোট করে আনা যায়। ১৮ বলের মধ্যে পড়েছে শেষ ৬ উইকেট। ১০ বলের মধ্যে ভেঙেচুরে একাকার হয়েছে মিডল অর্ডার- ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বলতে পারেন, এটাও আর নতুন কী! সেটাও ঠিক, তবে তখন বাংলাদেশের ব্যাটিং দেখে থাকলে কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কী দরকার?
অথচ, বল হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্রুত ৫ উইকেট নিয়ে চাপেও ফেলেছিল আফগানদের। কিন্তু এরপরই দারুণ এক জুটিতে জবাব দিতে শুরু করেন হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবী। এই দুজনের ১২২ বলে ১০৪ রানের জুটিতেই লড়াইয়ের ভিত পায় আফগানরা। ম্যাচ শেষে আফগান ব্যাটসম্যানদের প্রশংসা করে নাজমুল বলেছেন, ‘প্রথম ১৫-২০ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারগুলোয় নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছে। আমাদের খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। উইকেট বোলারদের যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু শহীদি ও নবী খুবই ভালো ব্যাটিং করেছে।’
আফগানিস্তানের করা ২৩৫ রানের জবাব দিতে নেমে জয়ের ভিত ঠিকই পেয়ে গিয়েছিল বাংলাদেশ। টপঅর্ডারে সৌম্য সরকার, নাজমুল হোসেন ও মেহেদী হাসান মিরাজ ভালো শুরু এনে দেন। কিন্তু এরপরই গজনফরের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানকে কোনো চ্যালেঞ্জ না দিয়েই অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দায়টা নিজের কাঁধেই নিয়েছেন শান্ত। ৪৭ রান করে তার আউটের পরই পথ হারায় বাংলাদেশ বলে মনে করেন অধিনায়ক, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি থিতু ব্যাটসম্যান ছিলাম, আমার ইনিংস আরও লম্বা হওয়া উচিত ছিল। আফগানিস্তানের সব সময় রহস্য স্পিনার থাকে। আজ (গতপরশু) সে-ও (গজনফর) খুব ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
ম্যাচটি মাঠে বসে দেখেছেন আমিনুল ইসলাম বুলবুল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শারজাতে গিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অনেক দিন ধরেই আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত সাবেক এই ক্রিকেটার অবশ্য শান্ত সঙ্গে একমত নন। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব (শান্তর) আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল- শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে।’
ম্যাচটি যারা দেখেছেন, আমিনুলের সঙ্গে দ্বিমত করার লোক খুব কমই পাওয়া যাবে। এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে টিকে থাকতে আরেকটা দিন সময় পাচ্ছেন শান্তরা। আগামীকাল একই সময় একই ভেন্যুতে হবে সিরিজে দ্বিতীয় ম্যাচটি। কক্ষপথে ফিরতে পারবে কি বাংলাদেশ?

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলে গ্রেভস ও জঙ্গু
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং: জ্যামাইকায় চালকের আসনে বাংলাদেশ
রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
বিগ ব্যাশে খেলবেন না রিশাদ
ফুটবল মাঠে সংঘর্ষ, ৫৬ জন নিহত
আরও

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্প নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় উন্মোচনে অংশ নিবেন

ডোনাল্ড ট্রাম্প নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় উন্মোচনে অংশ নিবেন

কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

‘ভারত বয়কট হোক’

‘ভারত বয়কট হোক’

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি