ঢাকা   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১
দাপুটে অভিষেক অনীকের

অশান্ত হয়েও পারলেন না শান্ত

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

সিরিজের প্রথম ম্যাচে হারের পর বলেছিলেন, ‘আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’ সেই দায় ঘোচাতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দায়িত্ব নিয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। আগের দিন তিন রান আগে কাটা পড়ায় এদিন ফিফটি করার পর সেভাবে উদযাপনও করলেন না। ধারাভাষ্যকার বললেন, ‘খুবই দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে তাকে দেখে, বড় কিছু করতে চান তিনি...।’ তার ব্যাটিংয়েও ছিল সেই ছাপ। বেশ গতিময়তায় শুরুর পর নিজেকে অনেকটাই দমিয়ে রেখে লম্বা ইনিংস খেলায় মনোযোগ দেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত যদিও ইনিংসটিকে পূর্ণতা দিতে পারেননি তিনি। ছক্কার চেষ্টায় যখন আউট হয়ে যান, তখনও প্রায় ১০ ওভার বাকি ইনিংসের।
গতকাল শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ বলে ৭৬ রান করেন শান্ত। দলের সর্বোচ্চ রান অবশ্য অধিনায়কের ব্যাট থেকেই এসেছে। ৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ৭ উইকেটে ২৫২। তবে সেখানে বড় অবদান আছে সাতে নামা অভিষিক্ত জাকের আলি অনীক (২৭ বলে ৩৭*) ও আটে নামা নাসুম আহমেদের (২৪ বলে ২৫) দুটি ক্যামিও ইনিংসের। উইকেট পতনের দারা শুরু হয়ে যাওয়ায় মাঝে মেহেদী হাসান মিরাজের ৩৩ বলে ২২ রানের ইনিংসটিকেও খাটো করে দেখার সুযোগ নেই।
শান্তর ইনিংসটাকে পরিষ্কার দুটি ভাগে আলাদা করা যায়। প্রথম ৩০ রান করেন তিনি ৩৫ বলে। বাউন্ডারি তখন তার তিনটি, ছক্কা একটি। পরের ৪৬ রান আসে ৮৪ বলে। রান-বলের সমীকরণ যেমনটি বলছে, তার ব্যাটিংয়ের ধরনও ছিল তেমনই। উইকেটে যান তিনি ম্যাচের শুরুর দিকেই। উদ্বোধনী জুটি বড় না হলেও ততক্ষণে বেশ ইতিবাচক শুরু পেয়ে গেছে দল। তানজিদ হাসানের ১৭ বলে ২২ রানের সৌজন্যে চতুর্থ ওভারে রান তখন ২৮। শান্ত উইকেটে গিয়েও সেই ধারাটা ধরে রাখার চেষ্টা করেন। ক্রিজে যাওয়ার পরপরই ফজলহক ফারুকির বলে পুল করে চার মারেন তিনি। একটু পরে আরেকটি চার মারেন মোহাম্মদ নাবিকে, গুলবাদিন নাইবের প্রথম ওভারেও পুল করে আদায় করেন বাউন্ডারি। নাবির একটি ডেলিভারি একটু খাটো লেংথের পেয়ে উড়িয়ে দেন ছক্কায়।
সৌম্য সরকার মন্থর শুরুর পর তখন ছন্দ পেতে শুরু করেছেন। দুজনের জুটিও জমে উঠেছিল ভালোই। কিন্তু সৌম্যর পথচলা থামে ৩৫ রানে। জুটি শেষ হয় ৭১ রানে। ওই ছক্কার পর থেকেই একটু গুটিয়ে গিয়েছিলেন শান্ত। সৌম্যর বিদায়ের পর আরও সাবধানী হয়ে ওঠেন তিনি। গত ম্যাচের অভিজ্ঞতা থেকেই হয়তো অনুভব করতে পারছিলে, এই উইকেটে টিকে থাকা এবং দলের ইনিংসের হাল ধরা জরুরি। সেভাবেই আর কোনো ঝুঁকি তিনি নেননি। পঞ্চাশে পা রাখেন ৭৫ বলে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন আরেকটি অর্ধশত রানের জুটি। এই জুটির ৫৩ রান আসে ৮৩ বলে। রাশিদ খানের দুর্দান্ত গুগলিতে মিরাজ ২২ রানে বোল্ড হলেও শান্ত ফিফটি পেরিয়ে একইরকম সতর্ক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন শান্ত।
রান-বলের ব্যবধান কমিয়ে দেওয়ার সুযোগ ছিল শেষ দিকে। কিন্তু ৪০ ওভার শেষ হতেই হুট করে ধৈর্য হারিয়ে বসেন তিনি। বাঁহাতি স্পিনার নানগেলিয়া খারোটেকে আক্রমণে দেখেই হয়তা বড় শট খেলার সুযোগ দেখেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারেন। কিন্তু বেশি জোরে শট খেলার চেষ্টাতেই হয়তো টাইমিংয়ে একটু গড়বড় হয়ে যায়। লং অফ সীমানায় ধরা পড়েন নাবির হাতে। আউট হয়ে ফেরার পর নিজের ওপরই প্রচ- বিরক্তি দেখা যায় তার শরীরী ভাষায়।
শান্তর পর ওই ওভারেই মাহমুদউল্লাহর বিদায়ে হঠাৎ বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে দলকে সেখান থেকে উদ্ধার করেন নাসুম আহমেদ ও জাকের আলি। গত বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন নাসুম। ২৭ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে জাকের ছক্কা মারেন তিনটি। বাংলাদেশের হয়ে অভিষেকে ওয়ানডেতে তিনটি ছক্কা মারতে পেরেছেন আর কেবল সাব্বির রহমান।
আগের ম্যাচে ২৩৫ রান করেই বড় ব্যবধানে জিতেছে আফগানিস্তান। খেলা হচ্ছে একই পিচে। ২৫২ রানের পুঁজি নিয়ে সিরিজে সমতা ফেরানোর আশা তাই বাংলাদেশ করতেই পারে। শেষ পর্যন্ত বাংলাদেশ সত্যিই জিতে গেলে, শান্তর ইনিংসটিই হবে জয়ের ভিত্তি। তবে দলের এই পুঁজি যদি যথেষ্ট না হয়, মন্থর ব্যাটিংয়ের জন্য তখন আঙ্লু উঠবে অধিনায়কের দিকেই!

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশ
পাকিস্তান টেস্ট দলেরও দায়িত্বে আকিব
মেসির মতে- ইয়ামালই ফুটবলের বর্তমান, ভবিষ্যৎও উজ্জ্বল
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ,চীনা কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও থাকবে ক্রিকেট?
আরও

আরও পড়ুন

চবিতে গুপ্ত হামলার বিচারের দাবিতে মূল ফটক অবরোধ

চবিতে গুপ্ত হামলার বিচারের দাবিতে মূল ফটক অবরোধ

ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ সফলভাবে সম্পন্ন

ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ সফলভাবে সম্পন্ন

সাবেক আইনমন্ত্রীর বিশেষ বার্তা!

সাবেক আইনমন্ত্রীর বিশেষ বার্তা!

ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের

ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

দ্রুত রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

দ্রুত রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

শেখ পরিবারের সিনেমায় ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়

শেখ পরিবারের সিনেমায় ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়

বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে  : ড. জালাল উদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে : ড. জালাল উদ্দিন

তৃতীয়বার রয়েল ক্লাব লিঃ এর সভাপতি হলেন জহির রায়হান

তৃতীয়বার রয়েল ক্লাব লিঃ এর সভাপতি হলেন জহির রায়হান

ভৈরবে ২৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

ভৈরবে ২৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য হামিদুর রহমান হামিদের এলাকাবাসীর সাথে মতবিনিময়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের এলাকাবাসীর সাথে মতবিনিময়

সিলেটে আ'লীগের সাবেক এক কেন্দ্রিয় নেতাকে অপহরণ ও হামলা : সত্যতা নিয়ে ধূম্রজাল !

সিলেটে আ'লীগের সাবেক এক কেন্দ্রিয় নেতাকে অপহরণ ও হামলা : সত্যতা নিয়ে ধূম্রজাল !

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপরও ভারতের মাথায় হাত!

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপরও ভারতের মাথায় হাত!

'হাউ সুইটের শুটিং সেটে আহত অপূর্ব-ফারিন-পাভেল, যা বললেন ফারিণ'

'হাউ সুইটের শুটিং সেটে আহত অপূর্ব-ফারিন-পাভেল, যা বললেন ফারিণ'

ছাতকে কর্মী সভায় সাবেক এমপি কলিম উদ্দিন মিলন-প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিন

ছাতকে কর্মী সভায় সাবেক এমপি কলিম উদ্দিন মিলন-প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিন

নতুন বাংলাদেশ গঠনে কাজ করছেন তারেক রহমান: ওয়াহাব আকন্দ

নতুন বাংলাদেশ গঠনে কাজ করছেন তারেক রহমান: ওয়াহাব আকন্দ

বাঘায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কালাম

বাঘায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কালাম

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদামুক্ত -এডভোকেট এসএম কামাল উদ্দিন

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদামুক্ত -এডভোকেট এসএম কামাল উদ্দিন

আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে - সাঈদ সোহরাব

আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে - সাঈদ সোহরাব

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে রাষ্টীয় মর্দাযাদায় দাফন

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে রাষ্টীয় মর্দাযাদায় দাফন