রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
১০ নভেম্বর ২০২৪, ০২:২৯ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০২:২৯ এএম
টার্গেট ছিল মাত্র ১৩৬।ঘরের মাঠে যেই লক্ষ্য অনায়াসে টপকে যাওয়ার কথা ছিল লংকানদের।তবে কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই রান বিপদে পড়ে শ্রীলঙ্কা।তবে আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাড়ে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (৯ নভেম্বর) ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকদের ১৩৬ রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
১৩৬ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় সারির সফরকারী দলের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটারদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ষষ্ঠ উইকেটে আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে স্বাগতিকরা জয়ের বন্দরে নোঙর ফেলে। ১৯ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে স্বাগতিকরা।
কুশলের সঙ্গে পাথুম নিসাঙ্কা দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন। তারপর নিউজিল্যান্ড ৮৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে জয়ের ক্ষীণ স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু তাতে বাধ সাধে আসালাঙ্কা-হাসারাঙ্গার জুটি।
টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের তিন উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে মিড উইকেট দিয়ে জ্যাকব ডাফিকে ছক্কা মেরে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন। আসালাঙ্কা ২৮ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন।
নিউজিল্যান্ডের অল্প পুঁজির সুযোগ নিয়ে শ্রীলঙ্কা স্বস্তিতে থেকে ব্যাটিং শুরু করে। টপ অর্ডার ব্যাটার কুশল পেরেরা তার নাম রেকর্ড বইয়ে তোলেন। ১৭ বলে ২৩ রান করার পথে তিলকারত্নে দিলশানকে টপকে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক হন, তার রান ১৯০৪।
আসালাঙ্কা ম্যাচ শেষে বললেন, ‘সব মিলিয়ে এটা একটি ভালো জয়। ১১০ কিংবা ১২০ রানে তাদেরকে আটকে ফেলা উচিত ছিল। কিন্তু লোয়ার অর্ডারে তারা খুব ভালো করেছে।’
৯৬ রানে নিউজিল্যান্ডের আট উইকেট তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। ইশ সোধি ও জ্যাকারি ফোকেস নবম উইকেটে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড ৩৯ রানের জুটি গড়ে মান বাঁচান। আগের ৩৮ রানের রেকর্ডেও ভাগ ছিল সোধির, সঙ্গী ছিলেন মিচেল স্যান্টনার।
এই জুটি ভাঙেন হাসারাঙ্গা। বড় শট খেলতে গিয়ে মিড অনে কিউই অধিনায়ক স্যান্টনারের ক্যাচ হন ফোকেস।
ভারতে লাল বলের সিরিজে দাপট দেখিয়ে নিউজিল্যান্ড দ্বীপরাষ্ট্রে পা রাখে টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্রের মতো তারকাদের ছাড়া। অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল ২৪ বলে ২৭ রানের লড়াকু ইনিংস খেলেন। মূলত সোধি ও ফোকেসের জুটিতেই একশ ছাড়ায় তারা। ১৬ বলে যৌথভাবে ২৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ফোকেস। শেষ ওভারে ১০ রানে আউট হন সোধি।
নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেকের দিনে উইকেটকিপার ব্যাটার মিচেল হে নিজের দ্বিতীয় বলে মাথিশা পাথিরানার শিকার হন।
ডাম্বুলায় নিউজিল্যান্ড তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়। স্যান্টনার বললেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ। মাঝপথে আমাদের মনে হয়েছিল আমরা এই রান প্রতিহত করতে পারবো। কিন্তু কয়েকটি জুটি আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে নিলো।’
রবিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ