সল্টের বিধ্বংসী শতকে উড়ে গেল উইন্ডিজ
১০ নভেম্বর ২০২৪, ০৭:১৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম
সাকিব মাহমুদ ও আদিল রশিদের বোলিং তোপে পড়া ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের পুঁজি পেল গুড়াকেশ মোটির শেষের ঝড়ে। কিন্তু ফিল সল্টের অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে তা হয়ে গেল মামুলি। স্বাগতিকদের উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ডও।
বার্বাডোসের কেনসিংটন ওভালে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের লক্ষ্য তারা পূরণ করে ১৯ বল হাতে রেখে।
৫৪ বলে হার না মানা ১০৩ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের নায়ক সল্ট। ৩৬ বলে অপরাজিত ৫৮ রান এসেছে জ্যাকোব বেথেলের ব্যাট থেকে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তারা করেছেন ৬১ বলে ১০৭ রান।
২১ বছর ১৭ দিন বয়সে ফিফটি করে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কনিষ্ঠতম হাফ সেঞ্চুরিয়ান বনে গেছেন জ্যাকোব বেথেল।
৩৪ রানে ৪ উইকেট নেন সাকিব। ৩২ রানে ৩টি শিকার ধরেন আদিল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাকিবের তোপে পড়ে উইন্ডিজ। ১৮ রানে তারা হারায় ৩ উইকেট। তিনটিই নেন সাকিব। এরপর নিকোলাস পুরানের ব্যাটে ধাক্কা কাটিয়ে না উঠতেই জোড়া আঘাত হানেন আদিল।
এরপর আবার ৪ ছক্কায় কিছুটা খেলায় প্রাণ দেন দলে ফেরা আন্দ্রে রাসেল। কিন্তু তাকেসহ টানা ৩ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের স্কোরবোর্ড হয়ে যায় ৮ উইকেটে ১১৭ রান। সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড ও মোটি। নবম উইকেটে তারা যোগ করেন ইনিংস সর্বোচ্চ ২৬ বলে ৪৯ রানের জুটি। ১৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৩ রানের ক্যামিও উপহার দেন মোটি। ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শেফার্ড। ৯ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় ইংল্যান্ড। পাওয়ার প্লের শেষ বলে উইল জ্যাকোব আউট হন ১০ বলে ১৭ রান করে দলীয় ৭৩ রানে। পরের ওভারে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক জস বাটলার আউট হন মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই। এরপর সেই সল্ট-জ্যাকোব জুটি।
৫৩ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক স্পর্শ করেন সল্ট। তিনটি সেঞ্চুরিই তিনি করলেন ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে। ৫৪ বলে ১০৩ রানের ইনিংসটি সাজার ৯ চার ও ৬ ছক্কায়।
রোমারিও ফেফার্ডের সেই ওভারেই ছক্কা ও ডাবল নিয়ে জয় নিশ্চিত করেন জ্যাকোব। এই তরুণ ৩৬ বলে ৫৮ রানের ইনিংসটি সাজান ৫ চার ও ২ ছক্কায়।
উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন মোটি ও শেফার্ড।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার রাত ২টায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়