সেঞ্চুরি করা গুরবাজের পরপরই ফিরলেন নাইবও
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা গুরবাজকে ফেরালেন মিরাজ। ৯ বলের মাথায় গুলবাদিন নাইবকে শিকারে পরিণত করলেন নাহিদ। তবু সুবিধাজনক অবস্থানে আছে আফগানিস্তান।
মিরাজ পুল করার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে জাকির হাসানের হাতে ধরা পড়েন গুরবাজ। ৫ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১০১ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ১০০ রানের চতুর্থ উইকেট জুটি।
এই সেঞ্চুরি দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন গুরবাজ। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি। এই কীর্তি গড়তে ৪৬ ইনিংস খেলতে হয়েছে ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
গুরবাজের চেয়ে কম ইনিংসে ৮টি ওয়ানডে সেঞ্চুরি করতে পেরেছেন শুধু হাশিম আমলা (৪৩) ও বাবর আজম (৪৪)। এছাড়া ২৩ বছর হওয়ার আগে ৮ সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান গুরবাজ। আগের দুজন সাচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক।
নতুন স্পেলে এসে নাইবকে (১) ক্যাচ বানান নাহিদ। ৪১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান।
সবশেষ: জয়ের জন্য আফগানদের প্রয়োজন ৪৪ বলে ৪৮ রান।
ওমরজাই-গুরবাজ জুটির ৫০
গুরবাজ ও ওমরজাইয়ের জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ। চতুর্থ উইকেটে এই জুটি ইতোমধ্যে ৫০ পেরিয়েছে।
সেঞ্চুরির পথে ছুটছেন গুরবাজ (৯৩ বলে ৮১*), রান তুলছেন গুরবাজও (২৬ বলে ১৯*)। তাদের জুটি অবিচ্ছিন্ন আছেন ৫৯ বলে ৫৪ রান তুলে।
সবশেষ: আফগানিস্তান ২৪৫ রানের লক্ষ্যে ৩০.১ ওভারে ১৩৮/৩
মুস্তাফিজের দ্বিতীয় আঘাত
আফগান ইনিংসে তৃতীয় আঘাতও মুস্তাফিজের। তার বলে ওয়াইড স্লিপে হাশমতউল্লাহ শাহিদির দারুণ ক্যাচ নিলেন সৌম্য।
২১তম ওভারের প্রথম বলে ৮৪ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান। মুস্তাফিজের দ্বিতীয় শিকার এটি।
২১ বলে ৬ রান করে ফিরলেন শাহিদি। দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার গুরবাজের (৫০*) সাথে যোগ দিলেন আজমতউল্লাহ ওমরজাই।
সবশেষ: আফগানিস্তান ২৪৫ রানের লক্ষ্যে ২০.৩ ওভারে ৮৫/৩
রহমতকে ফেরালেন মুস্তাফিজ
আফগানিস্তানের দ্বিতীয় উইকেট জুটি বড় হতে দিলেন না মুস্তাফিজুর রহমান। লিডিং এজ হয়ে মুস্তাফিজকেই ক্যাচ দিয়ে ফিরলেন রহমত শাহ।
৬৩ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানরা। ২২ বলে ৮ রান রহমতের।
বড় ইনিংসের পথে থাকা রহমানউল্লাহর (৫১ বলে ৪৮*)সাথে যোগ দিয়েছেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
সবশেষ: আফগানিস্তান ২৪৫ রানের লক্ষ্যে ১৬.৩ ওভারে ৭৭/২
গতির ঝড় তুলে প্রথম উইকেট নাহিদের
সুইং আর গতির ঝড় তুলে শুরু থেকে দুর্দান্ত বোলিং করছিলেন অভিষিক্ত নাহিদ রানা। কিন্তু মিলছিল না উইকেটের দেখা। অবশেষে দারুণ ডেলিভারিতে সেদিকুল্লাহ আতালকে বোল্ড করে দিলেন তরুণ পেসার। বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা।
অষ্টম ওভারে প্রথম উইকেট পেল বাংলাদেশ। আফগানিস্তানের রান তখন ৪১। সেদিকুল্লাহ ফেরেন ১৮ বলে ১৪ রান করে।
রহমানউল্লাহ গুরবাজের (২১*) সঙ্গে যোগ দিলেন রহমত শাহ।
সবশেষ: আফগানিস্তান ২৪৫ রানের লক্ষ্যে ৮.৩ ওভারে ৪৪/১
২ রানের জন্য সেঞ্চুরি হলো না মাহমুদউল্লাহর, তবে বাংলাদেশ পেল বড় সংগ্রহ
বাংলাদেশের দলীয় সংগ্রহ নয়, শেষ দিকে আগ্রহের বিষয় হয়ে দাঁড়াল মাহমুদউল্লাহ সেঞ্চুরি পান কিনা। না, শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখা পাননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে তার অনবদ্য ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধরণী ম্যাচে বাংলাদেশ পেয়েছে লড়াই করার মতো বড় পুঁজি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজ নির্ধরণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ইনিংসের শেষ বলে সেঞ্চুরির জন্য ৩ রান দরকার ছিল মাহমুদউল্লাহর। ডাবল নিতে গিয়ে রান আউট হন তিনি। তার আগে খেলেন ৯৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৮ রানের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। বাংলাদেশ করতে পারে ৮ উইকেটে ২৪৪ রান।
মাহমুদউল্লাহ যখন ব্যাটে আসেন দল তখন অল্প সময়ে চার উইকেট হারিয়ে প্রবল চাপে। সেখান থেকে অভিজ্ঞতা আর দারুণ ব্যাটিং শৈলীতে দলকে কেবল টেনেই তুললেন না, মিরাজকে সাথে নিয়ে গড়লেন এই মাঠে বাংলাদেশের ১৮৮ বলে ১৪৫ রানের রেকর্ড জুটি।
ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে মিরাজ খেললেন ১১৯ বলে ৪ চারে ৬৬ রানের ইনিংস।
মিরাজ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। তানজিদ-সৌম্যের ওপেনিং জুটি থেকে ৫৩ রান আসার পর ৭২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সেই মাহমুদউল্লাহ-মিরাজ জুটির গল্প।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমাতউল্লাহ ওমারজাই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ