বিদায়ের ঘোষণা দিলেন সাউদি
১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে না তার পক্ষে। বয়সও হয়ে গেছে ৩৬ ছুঁইছুঁই। সবকিছুতেই যেন ভাটার টান। বাস্তবতা মেনে টেস্ট ক্রিকেটকেও তাই বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজ খেলে সাদা পোষাককে বিদায় জানাবেন এই ডানহাতি পেসার। আর নিউজিল্যান্ড যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে আরেকটি ম্যাচ দীর্ঘায়িত হবে তার ক্যারিয়ার।
সীমিত ওভারের ক্রিকেট নিয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি সাউদি। খেলবেন ঘরোয়া ও ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটও।
বিদায়ের ঘোষণায় স্বপ্নপূরণের গল্প বলেছেন সাউদি।
“বেড়ে ওঠার সময় আমার কেবল একটিই স্বপ্ন ছিল, নিউ জিল্যান্ডের হয়ে খেলা। ব্ল্যাক ক্যাপদের হয়ে ১৮ বছর খেলতে পারা আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও প্রাপ্তি। তবে যে খেলাটা আমাকে এত কিছু দিয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় মনে হচ্ছে এখনই।”
“টেস্ট ক্রিকেট সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। এত বছর আগে যে দলের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই একই দলের বিপক্ষে এত বড় সিরিজ দিয়ে এবং যে তিনটি মাঠ আমার কাছে অবিশ্বাস্যরকমের স্পেশাল, সেখানে খেলে বিদায় নিতে পারাটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে উপযুক্ত।”
২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসেই শিকার করেন ৫ উইকেট। দল হারলেও চতুর্থ ইনিংসে খেলেন ৯ ছক্কায় ৪৮ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর আর ফিরে তাকাতে হয়নি সেদিনের ১৯ বছর বয়সী তরুণ। দ্রুতই তিন ফরম্যাটেই হয়ে ওঠেন নিউজিল্যান্ডের আস্থার প্রতীক।
নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট থেকে ১৫ উইকেট দূরে সাউদি। ইংল্যান্ড সিরিজে তাই থাকবে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য তার পক্ষে নয়। সবশেষ ১০ টেস্টে উইকেট নিতে পেরেছেন কেবল ১৫টি। অবশ্য ঘরের মাঠে সবসময়ই তিনি কার্যকর। তাই আশা করতেই পারেন তিনি।
সেটা সম্ভব না হলেও দেশটির কিংবদন্তি বোলার হিসেবেই থাকবেন তিনি। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ উইকেট তার, ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২২১টি আর টি-টোয়েন্টিতে ১৬৪ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৭৭০টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৭০০ উইকেট নেই আর কারও।
ব্যাট হাতেও তিনি অবদান রেখেছেন ক্যারিয়ারজুড়ে। টেস্টে ৭ ফিফটিতে রান করেছেন ২ হাজারের বেশি। টেস্টে ৯৩টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন কেবল আর পাঁচ জন। অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসপ্রতি ছক্কার হারে তিনিই সবার ওপরে।
সবশেষ ভারত সফরের আগে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন সাউদি। ১৪ টেস্ট, ১ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হানিমুন পিরিয়ড শেষ, রোডম্যাপ চাই : রাশেদ প্রধান
এলসি পাথর এনে মোদীর ব্যবসা বৃদ্ধির কোনো মানে হয় না - সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে শ্রমিক জমিয়তের মানববন্ধন
রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক
রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ'র গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সবার জন্য খাদ্য নিশ্চিত করতে ওএমএস’র চালু রাখবে সরকার
"পৃথিবীকে বিদায় জানালেন কিংবদন্তি সরোদবাদক আশীষ খাঁ"
মোদি সরকারের আগ্রাসনে কানাডায় ক্ষতিগ্রস্থ ভারতীয় শিক্ষার্থীরা
না.গঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ছাড়ালো
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে যা বললেন দলের আমির
ওয়াশিংটনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক মাস্কের
ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেটে গ্রেফতার হলেন যুবলীগের দুই নেতা
ইসলামী সংবিধানই এ জাতির মুক্তির পথ- ইসলামী ঐক্য আন্দোলন
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হবে কাল
ইসরাইল ও হামাসের মধ্যে কেন মধ্যস্থতা করতে পারলো না কাতার?
মোদীকে বহনকারী প্লেনে যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বেনাপোল -সেনা সদস্যরা চিহ্নিত ৩ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও ধারালো ছোরাসহ গ্রেফতার করেছে
কোম্পানীগঞ্জে জলদস্যুদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, গ্রেফতার-৫
সুন্দরবনের দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষে ৩ জন আহত
একাই ১০ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে কাম্বোজ