বিদায়ের ঘোষণা দিলেন সাউদি
১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে না তার পক্ষে। বয়সও হয়ে গেছে ৩৬ ছুঁইছুঁই। সবকিছুতেই যেন ভাটার টান। বাস্তবতা মেনে টেস্ট ক্রিকেটকেও তাই বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজ খেলে সাদা পোষাককে বিদায় জানাবেন এই ডানহাতি পেসার। আর নিউজিল্যান্ড যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে আরেকটি ম্যাচ দীর্ঘায়িত হবে তার ক্যারিয়ার।
সীমিত ওভারের ক্রিকেট নিয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি সাউদি। খেলবেন ঘরোয়া ও ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটও।
বিদায়ের ঘোষণায় স্বপ্নপূরণের গল্প বলেছেন সাউদি।
“বেড়ে ওঠার সময় আমার কেবল একটিই স্বপ্ন ছিল, নিউ জিল্যান্ডের হয়ে খেলা। ব্ল্যাক ক্যাপদের হয়ে ১৮ বছর খেলতে পারা আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও প্রাপ্তি। তবে যে খেলাটা আমাকে এত কিছু দিয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় মনে হচ্ছে এখনই।”
“টেস্ট ক্রিকেট সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। এত বছর আগে যে দলের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই একই দলের বিপক্ষে এত বড় সিরিজ দিয়ে এবং যে তিনটি মাঠ আমার কাছে অবিশ্বাস্যরকমের স্পেশাল, সেখানে খেলে বিদায় নিতে পারাটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে উপযুক্ত।”
২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসেই শিকার করেন ৫ উইকেট। দল হারলেও চতুর্থ ইনিংসে খেলেন ৯ ছক্কায় ৪৮ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর আর ফিরে তাকাতে হয়নি সেদিনের ১৯ বছর বয়সী তরুণ। দ্রুতই তিন ফরম্যাটেই হয়ে ওঠেন নিউজিল্যান্ডের আস্থার প্রতীক।
নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট থেকে ১৫ উইকেট দূরে সাউদি। ইংল্যান্ড সিরিজে তাই থাকবে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য তার পক্ষে নয়। সবশেষ ১০ টেস্টে উইকেট নিতে পেরেছেন কেবল ১৫টি। অবশ্য ঘরের মাঠে সবসময়ই তিনি কার্যকর। তাই আশা করতেই পারেন তিনি।
সেটা সম্ভব না হলেও দেশটির কিংবদন্তি বোলার হিসেবেই থাকবেন তিনি। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ উইকেট তার, ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২২১টি আর টি-টোয়েন্টিতে ১৬৪ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৭৭০টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৭০০ উইকেট নেই আর কারও।
ব্যাট হাতেও তিনি অবদান রেখেছেন ক্যারিয়ারজুড়ে। টেস্টে ৭ ফিফটিতে রান করেছেন ২ হাজারের বেশি। টেস্টে ৯৩টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন কেবল আর পাঁচ জন। অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসপ্রতি ছক্কার হারে তিনিই সবার ওপরে।
সবশেষ ভারত সফরের আগে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন সাউদি। ১৪ টেস্ট, ১ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু
ইসরায়েল নিশ্চিত করেছে, হামাস নেতা হানিয়া তেহরানে নিহত
হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, লাভার প্রবাহ শুরু
ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারির তথ্য প্রকাশ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন-নাকে খত দেওয়ার ভিডিও ভাইরাল
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন