পাকিস্তানকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অল্পতেই বেধে রেখেছিলেন হারিস রউফ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় পেরে ওঠেনি পাকিস্তান। স্পেন্সর জনসনের বোলিং তোপে তাদের হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অজিরা। ১৪৮ রানের লক্ষ্যে ২ বল বাকি থাকতে ১৩৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
২৬ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্পেন্সর জনসন। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করল স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ১৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর মোহাম্দ রিজওয়ান ও উসমান খানের ৩৯ বলের জুটিতে এসেছে ২৭ রান। জনসনের একই ওভারে রিজওয়ানের (১৬ বলে ১৬) পরের বলেই ফেরেন আগা সালমান।
এরপর উসমান ও ইরফান খানের ৩৫ বলে ৫৮ রানের জুটিতে স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু জনসন বোলিংয়ে এসে আবারও ম্যাচের গতিপথ পাল্টে দেন।
উসমান ফেরেন ৩৮ বলে সর্বোচ্চ ৫২ রান করে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৮ বলে ৩৭ রান করেন ইরফান।
উইকেট শিকারে জনসনকে দারুণ সঙ্গ দেন অ্যাডাম জাম্পা। এই লেগ স্পিনার দেনন ১৯ রানে ২ উইকেট।
এর আগে টসজয়ী অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। সাড়ে তিন ওভারে তারা তুলে ফেলে ৫২ রান। হারিস রউফ বোলিংয়ে এসে পাল্টে দেন ম্যাচের গতিপথ। একই ওভারে তুলে নেন দুই উইকেট।
জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে (৯ বলে ২০) আগা সালমানের ক্যাচে পরিণত করার পর রানের খাতা খুলতে দেননি জশ ইংলিশকে।
পরের ওভারে ম্যাথিউ শর্টকে (১৭ বলে ৩২) বোল্ড করে দেন আব্বাস। এরপর মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ১৪) শিকারে পরিনত করে ৩০ রানের জুটি ভাঙেন সুফিয়ান। গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২১) ঝড় তুলতে দেননি মুকিম।
মাঝের এই সময়টাকে দারুণ বোলিং করেন রউফ-আব্বাস ও মুকিম। টিম ডেভিডও (১৯ বলে ১৮) থিতু হয়েও বড় ইনিংস খেরতে পারেনি। তিনি রউফের শিকার। একটি করে ছক্কা চারে ২৩ বলে ২৮ রান করা অ্যারোন হার্ডিকে কট-বিহাইন্ড করেন আব্বাস।
জাভিয়ের বের্লেটকে বোল্ড করে চতুর্থ শিকার ধরেন রউফ।
অস্ট্রেলিয়া রান তুলেছে মূলত শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহয়ের ওভারে। নাসিম ৪ ওভারে ৪৪ ও আফ্রিদি ৪ ওভারে ৩৯ রানে উইকেটশূন্য ছিলেন।
২২ রানে একাই ৪ উইকেট নিয়েছেন রউফ। ১৭ রানে ৩টি নিয়েছেন আব্বাস। ২১ রানে ২ শিকার ধরেছেন সুফিয়ান মুকিম।
সিরিজের শেষ ম্যাচ সোমবার হোবার্টে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৭/৯ (শর্ট ৩২, ফ্রেজার-ম্যাকগার্ক ২০, ইংলিস ০, ম্যাক্সওয়েল ২১, স্টয়নিস ১৪, ডেভিড ১৮, হার্ডি ২৮, বার্টলেট ৫, এলিস ১*, জনসন ০, জ্যাম্পা ০*; শাহিন আফ্রিদি ৪-০-৩৯-০, নাসিম ৪-০-৪৪-০, রউফ ৪-০-২২-৪, আব্বাস আফ্রিদি ৪-০-১৭-৩, মুকিম ৪-০-২১-২)
পাকিস্তান: ১৯.৪ ওভারে ১৩৪ (রিজওয়ান ১৬, বাবর ৩, ফারহান ৫, উসমান ৫২, সালমান ০, ইরফান ৩৭*, আব্বাস আফ্রিদি ৪, শাহিন আফ্রিদি ০, নাসিম ০, মুকিম ০, রউফ ২; জনসন ৪-০-২৬-৫, বার্টলেট ৪-০-১৮-১, স্টয়নিস ৩-০-২৭-০, জ্যাম্পা ৪-০-১৯-২, এলিস ৩.৪-০-৩০-০, ম্যাক্সওয়েল ১-০-১১-০)
ফল: অস্ট্রেলিয়া ১৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথম দুটির পর ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: স্পেন্সার জনসন
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ