রোহিতকে পার্থ টেস্টে খেলতে বললেন সৌরভ
১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
অস্ট্রেলিয়া সফরে এখনও স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু হয়নি ভারতীয় ক্রিকেট দলের। এরই মাঝে সেখান থেকে আসছে একের পর দুঃসংবাদ। দলের এমন করুণ দশায় পাশে নেই অধিনায়ক রোহিত শর্মাও। সদ্য পুত্র সন্তানের বাবা হওয়ায় তিনি রয়েছেন পরিবারের পাশে।
সন্তান পৃথিবীর আলো দেখে ফেলায় এখন পরিবারের চেয়ে দলের পাশে থাকাটা রোহিতের জন্য বেশি জরুরি বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার সম্ভব্য তারিখ ছিল ২০ নভেম্বর। তবে দিনটি চলে আসে ১৫ নভেম্বরই। আগামী শুক্রবার শুরু পার্থ টেস্ট। এই ম্যাচে রোহিতের খেলার ব্যাপারটি এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, পার্থ টেস্টে খেলবেন না রোহিত। অধিনায়ক প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় টেস্ট থেকে খেলার। তবে সৌরভ বলছেন, রোহিতের জায়গায় তিনি থাকলে এখন আর দেরি করতেন না একটুও।
“আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।”
“ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের।
রোহিতের দলের সঙ্গে থাকার বিষয়টি জোরদার হয়েছে মূলত দলের বর্তমান দশার কারণে। লোকেশ রাহুল চোট পেয়েছেন অনুশীলনে ব্যাট করতে গিয়ে। অনুশীলন করতে গিয়ে চোট পান সরফরাজ খানও। অনুশীলনে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন শুবমান গিল। ভারতীয় গণমাধ্যমে কান পাতলে শোনা যাচ্ছে বিরাট কোহলির চোটের খবরও। রাহুলের কনুইয়ে স্ক্যান করার পাশাপাশি কোহলিকেও নাকি স্ক্যান করাতে হয়েছে।
ভারতের আরও একটি ভাবনার বিষয় কোহলির সাম্প্রতিক ফর্ম। বিরুদ্ধ কন্ডিশনে তরুণদের সঙ্গে তিনিও যদি ব্যর্থ হন তাহলে তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে পারে জোরেশোরে। এমন সময় রোহিতও যদি না থাকেন তাহলে আরও কোনঠাসা হয়ে পড়ার সম্ভাবনা দলের।
নিজেদের সবশেষ সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর সবকিছুই যেন বিপক্ষেই যাচ্ছে ভারতের। যা সফরকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে দলটির জন্য।
আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ৫ ম্যাচের এই সিরিজ। রোহিত না থাকলে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
সৌরভ বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন রোহিত। তখন এই ওপেনারকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছিল বলে স্মরণ করলেন সৌরভ।
“সে রাজি ছিল না, কারণ অন্যান্য সংস্করণে ভারতের অধিনায়ক ছিল সে। ‘ওয়ার্কলোড’ তাই অনেক বেশি হয়ে যায় বলে বলছিল। তবে আমি এটায় বিশ্বাস করি না। ভারতের অধিনায়ককে টেস্ট অধিনায়ক হতেই হবে। আমি বলেছিলাম, ‘টেস্ট অধিনায়ক না হয়ে নিজের ক্যারিয়ার শেষ করো না।’ অধিনায়ক হিসেবে সে যা অর্জন করেছে, তাতে আমি বিস্মিত নই একদমই।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ