এক যুগ পর কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়
১৮ নভেম্বর ২০২৪, ০৫:১২ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:১২ এএম
পাল্লেকেলের বোলিং সহায়ক উইকেটে যেন ব্যাটিংটাই ভুলতে বসেছিল দুই দলের ব্যাটসম্যানরা।আগে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের সম্মান রক্ষা হয় মার্ক চাপম্যান ও মিচেল হের ব্যাটে।তবে মামুলি টার্গেটে তাড়ায় নেমেও খেই হারিয়ে ফেল শ্রীলঙ্কা।তবে বাকি আসা-যাওয়ার মাঝে অনবদ্য ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের নায়ক বনে যান কুশল মেন্ডিস।
পাল্লেকেলের বোলিং সহায়ক উইকেটে যেন ব্যাটিংটাই ভুলতে বসেছিল দুই দলের ব্যাটসম্যানরা।আগে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের সম্মান রক্ষা হয় মার্ক চাপম্যান ও মিচেল হের ব্যাটে।তবে মামুলি টার্গেটে তাড়ায় নেমেও খেই হারিয়ে ফেল শ্রীলঙ্কা।তবে বাকি আসা-যাওয়ার মাঝে অনবদ্য ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের নায়ক বনে যান কুশল মেন্ডিস।
পাল্লেকেলেতে রোববার বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ড অলআউট হয় ২০৯ রানে।জবাবে কুশল মেন্ডিসের হার না মানা ১৪৩ রানের ইনিংসে এক ওভার আগেই জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩ উইকেটের জয়ে ২-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ একটি হাতে রেখে জিতে নিলো শ্রীলঙ্কা।
১২ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল লঙ্কানরা। এই সংস্করণে চলতি বছরে তাদের পঞ্চম সিরিজ জয় এটি।
একদিনের ক্রিকেটে ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করলো তারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলেরই ইনিংস কমে দাঁড়ায় ৪৭ ওভারের। তাও পুরো ইনিংস শেষ করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট তারা। অথচ একশ রানের আগেই চার উইকেট হারালেও তারা হে ও চাপম্যানের জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল। ৩৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে।
৯৮ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রাথমিক বিপর্যয় সামলে নিয়ে তাদেরকে ম্যাচে ফেরান চাপম্যান ও হে। দুজনের ৭৫ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু আনেন আসিথা ফার্নান্ডো। ৮১ বলে ৭ চার ও ৩ ছয়ে সাজানো চাপম্যানের ৭৬ রানের ইনিংস শেষ হতেই ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। হে কোনোরকমে দলকে দুইশ পার করেন। ৬২ বলে চার চারে ৪৯ রান করে তিনি শ্রীলঙ্কার শেষ শিকার হন।
এই সময়ে আসিথা ও জেফ্রি ভ্যান্ডারসে একই ওভারে দুটি করে উইকেট নেন। মাহিশ ঠিকশানা পরপর দুই ওভারে উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন। ৯.১ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়ে সেরা বোলিং করেন তিনি। ভ্যান্ডারসে সমান উইকেট নেন ৪৬ রান খরচায়।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে চাপে পড়ে। দলীয় ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। তার ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও এনে দেয়। শেষ দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস মেন্ডিসের কাজকে সহজ করেছেন।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন স্যান্টনার, স্মিথ এবং ফিলিপ্স। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ
স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা আজ স্বাবলম্বি
মনোহরগঞ্জে দারুল উলূম বান্দুয়াইন মাদরাসার বার্ষিক মাহফিললে-আল্লামা মামুনুল হক
ঈশ্বরগঞ্জে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
আ'লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে- মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দেওয়া কনস্টাসের দিন
সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালু করার নির্দেশনা উপদেষ্টার
ঐশ্বরিয়ার লেহেঙ্গা অস্কারের জাদুঘরে
কক্সবাজারে ছাত্রদল নেতা রাফির মুক্তির দাবীতে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর ও রাস্তা ব্লক
কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নতুন বছরে চোখধাঁধানো সিনেমায় হলিউডের সাজ
সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ নম্বর ভবনের চারটি তলা পুড়ে ছাই