গিলেস্পিকে সরিয়ে পাকিস্তানের কোচ হচ্ছেন আকিব জাভেদ
১৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ এএম
আবারও পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের কোচিং প্যানেলে। ছাঁটাই হচ্ছেন টেস্টের প্রধান ও অন্য দুই সংস্করণে সহকারীর ভূমিকায় থাকা জেসন গিলেস্পি। তিন সংস্করণেই প্রধান কোচ করা হচ্ছে দলটির সাবেক পেসার ও বর্তমান নির্বাচক কমিটির আহ্বায়ক আকিব জাভেদকে।
ইএসপিএনক্রিকইনফোর খবর, সোমবার কোচিং প্যানেলে পরিবর্তনের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত মাসে অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে সাদা বলের দুই সংস্করণের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কার্স্টেন। তাই টেস্ট কোচ গিলেস্পিকেই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিকল্পনা ছিল অন্য দুই সংস্করণেও গিলেস্পিকে স্থায়ীভাবে প্রধান কোচ করার। তবে পিসিবি নাকি লাল বলের কোচকে বাড়তি দায়িত্বের জন্য অতিরিক্ত কোনো খরচ করতে চায়নি। গিলেস্পি তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই সব সংস্করণের জন্য নতুন কোচ খুঁজতে শুরু করে পিসিবি।
তবে পিসিবির এক কর্মকর্তার দাবি, গিলেস্পি নাকি পাকিস্তানে যথেষ্ট সময় থাকেন না বলেই তাকে বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্স্টেনের বিদায়ের সময়ও একই কথা বলেছিল পিসিবি।
তবে গিলেস্পির দাবি, চুক্তি অনুযায়ী যত দিন তার পাকিস্তানে থাকার কথা, এর পুরোটাই তিনি ছিলেন। এছাড়া নিজের দায়িত্বের বাইরে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) অস্ট্রেলিয়া সফরের সময়ও ডারউইনে গিয়েছিলেন গিলেস্পি।
অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের জায়গায় নতুন কোচ হিসেবে শুরুতে আজহার মাহমুদ ও সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাকের কথা ভেবেছিল পিসিবি। কিন্তু বোর্ডের উপদেষ্টা পর্ষদের সমর্থন না পাওয়ায় আকিবকে এই পদের জন্য প্রস্তাব দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আকিব।
গত ২৮ এপ্রিল টেস্ট দলের জন্য গিলেস্পি ও সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে কার্স্টেনের নাম ঘোষণা করেছিল পিসিবি।
গিলেস্পির কোচিংয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিতে নেয় তারা। পরে অস্ট্রেলিয়ায় গিয়ে দীর্ঘ ২২ বছর পর ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। আর টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হারা দলটি সোমবার খেলবে শেষ ম্যাচ।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেনের কোচিংয়ে গত মে মাসে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ ও পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে পাকিস্তান। ইংল্যান্ডে তারা সিরিজ হারে, বিশ্বকাপেও চরম ব্যর্থ হয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘তুমি আমার রাজা নও’,বিতর্কিত প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিনেটরকে নিন্দা
চার ঘণ্টা পর সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলার আসামি বিএনপির আহ্বায়ক মুল্লুক চাঁদ একদিনের রিমান্ডে
পরিবেশ রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অ্যামাজন সফর
চলতি বছরে ১০০ জনেরও বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সউদী আরব
৮০ বছর পর সরিয়ে নেয়া হচ্ছে জাপানি সৈন্যদের দেহাবশেষ
কারফিউ জারির পরও জ্বলছে মণিপুর
‘রাশিয়ার ভূখণ্ডে মার্কিন মিসাইল দিয়ে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’
অস্ট্রেলিয়ার প্রখ্যাত উপস্থাপক অ্যালান জোন্স যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার
এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব
ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মিসাইল হামলার অনুমতি দিলেন বাইডেন
আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
গাজায় ইসরাইলের তাণ্ডব চলছেই, নিহত আরও ৯৬ ফিলিস্তিনি
ইজতেমা : প্রথম পর্বেই থাকছেন জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ
কমছে চাকরিতে আবেদন ফি, শিগগিরই আদেশ জারি
সউদী আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা
সাবেক হুইপ আতিকের দুর্নীতিসহ নানা অভিযোগ
গাজায় আবাসিক টাওয়ারে হামলা, ৭২ ফিলিস্তিনি নিহত
বাইডেনের কাছে ৪৬ কংগ্রেস ম্যানের চিঠি,ইমরান খানের মুক্তির দাবি
সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট