আড়াই বছর পর শ্রীলঙ্কা দলে এম্বুলদেনিয়া
১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও টপ-অর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে দীর্ঘদিন পর ফিরিয়ে এনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে শুধুমাত্র টেস্টই খেলেন এম্বুলদেনিয়া। ১৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ এবং ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। তার সর্বমোট শিকার ৭১ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন এম্বুলদেনিয়া। দুই ম্যাচের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার।
গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ওশাদা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হয়েছিলো তার। ঐ সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩১ রান করেছিলেন। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৯১ রান করেছেন ওশাদা।
ওশাদা ও এম্বুলদেনিয়ার মতো দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা। গত মার্চে বাংলাদেশ সফরে সিলেটে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৯ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি ছিলেন রাজিথা।
রাজিথার সাথে পেস আক্রমনে আরও আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা। সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মিলান রাজাপাকসে।
দলে জায়গা ধরে রেখেছেন গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অফ-স্পিনার নিশান পেইরিস।
দল থেকে বাদ পড়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এ বছর মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গল’এ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন রমেশ।
ব্যাটিং বিভাগে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা।
আগামী ২৭ নভেম্বর থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা তৃতীয় ও দক্ষিণ আফ্রিকা পঞ্চমস্থানে আছে।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ
স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা আজ স্বাবলম্বি
মনোহরগঞ্জে দারুল উলূম বান্দুয়াইন মাদরাসার বার্ষিক মাহফিললে-আল্লামা মামুনুল হক
ঈশ্বরগঞ্জে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
আ'লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে- মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দেওয়া কনস্টাসের দিন
সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালু করার নির্দেশনা উপদেষ্টার
ঐশ্বরিয়ার লেহেঙ্গা অস্কারের জাদুঘরে
কক্সবাজারে ছাত্রদল নেতা রাফির মুক্তির দাবীতে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর ও রাস্তা ব্লক
কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নতুন বছরে চোখধাঁধানো সিনেমায় হলিউডের সাজ
সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ নম্বর ভবনের চারটি তলা পুড়ে ছাই