আড়াই বছর পর শ্রীলঙ্কা দলে এম্বুলদেনিয়া
১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও টপ-অর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে দীর্ঘদিন পর ফিরিয়ে এনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে শুধুমাত্র টেস্টই খেলেন এম্বুলদেনিয়া। ১৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ এবং ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। তার সর্বমোট শিকার ৭১ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন এম্বুলদেনিয়া। দুই ম্যাচের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার।
গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ওশাদা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হয়েছিলো তার। ঐ সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩১ রান করেছিলেন। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৯১ রান করেছেন ওশাদা।
ওশাদা ও এম্বুলদেনিয়ার মতো দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা। গত মার্চে বাংলাদেশ সফরে সিলেটে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৯ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি ছিলেন রাজিথা।
রাজিথার সাথে পেস আক্রমনে আরও আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা। সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মিলান রাজাপাকসে।
দলে জায়গা ধরে রেখেছেন গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অফ-স্পিনার নিশান পেইরিস।
দল থেকে বাদ পড়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এ বছর মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গল’এ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন রমেশ।
ব্যাটিং বিভাগে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা।
আগামী ২৭ নভেম্বর থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা তৃতীয় ও দক্ষিণ আফ্রিকা পঞ্চমস্থানে আছে।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরের প্রধান ডাকঘরের পৌনে ২ কোটি টাকা আত্মসাতের মামলার চার্জশিট দাখিল
রিকশার বেপরোয়া গতিতে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর
২৪ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪
মাঠ প্রশাসনে বিতর্কিত ডিসিদের প্রত্যাহারের দাবি
যশোরে ঝটিকা মিছিল, যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
ইসলামিক ফাউন্ডেশনে ১১ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড অব গভর্নরস গঠিত
থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার প্রকাশ্যে কুবি শিবিরের সভাপতি- সেক্রেটারি
আশুলিয়ায় যুবলীগের ব্যানারে 'ছাত্রলীগের' মিছিল, গ্রেপ্তার ৫
ছাত্রলীগের তাণ্ডব ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তফাৎ কোথায়?
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
ইবিতে র্যাগিংকাণ্ডে ৫ জনকে জেল হাজতে প্রেরণ
উগ্রতা সৃষ্টিতে সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সমাবেশ
"বিশ্ব টয়লেট দিবসে যে বার্তা দিলেন মেগাস্টার শাকিব খান"
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম
মেজর জলিলের সমাধিতে জাগপা’র শ্রদ্ধা
বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ: নাজমুল হাসান
উত্তরা মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
বিদেশে পাঠানোর নামে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর প্রতারণা
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান