পার্থে প্রথম দিনেই ১৭ উইকেটের পতন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়
২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
পার্থ টেস্টে প্রথম দিনেই ছড়ি ঘোরালেন পেসাররা। প্রথমে মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, প্যাট কামিন্স, মিচেল মার্শদের তোপে পড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম দুই সেশনে মনে হচ্ছিল তিনটা অস্ট্রেলিয়ারই। কিন্তু শেষ সেশনে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের আগুনে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ল স্বাগতিকরা। দিন শেষে তাই এগিয়ে ভারতই।
২৭ ওভারে ৭ উইকেটে ৬৭ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে হাতে ৩ উইকেট নিয়ে তারা পিছিয়ে ৮৩ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে ১৫০ রানে।
সব মিলিয়ে পার্থে শুক্রবার পড়েছে ১৭ উইকেট। সবকটিই গেছে পেসারদের ঝুলিতে। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের নজির এটিই।
দিনের শেষ আধা ঘণ্টা অস্ট্রেলিয়ার কেটেছে কখন আম্পায়ার বেলস ফেলে দিনের ইতি ঘোষণা করবেন সেই অপেক্ষায়। উইকেট পতনের ঝড় যে থামছিলই না।
শুরুটা করেছিলেন ভারত ধরপতি বুমরাহই। অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। খানিক পর টানা দুই বলে ফেরান উসমান খাজা ও স্টিভেন স্মিথকে।
অস্ট্রেলিয়ার উইকেট পতনের এই ধারা অব্যহত থাকে। দুর্দান্ত ডেলিভারিতে ট্রাভিস হেডকে বোল্ড করে দেন অভিষিক্ত হার্ষিত রানা। ভারতের উইকেট শিকারের উৎসবে যোগ দেন সিরাজও।
১০ ওভারে স্রেফ ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। একই রান খরচায় ২টি শিকার ধরেছেন সিরজ। অন্যটি রানার।
২৮ বলে ১৯ রানে অপরাজিত আছেন অ্যালেক্স কেয়ারি। তার সঙ্গী মিচেল স্টার্ক ব্যাট করছেন ১৪ বলে ৬ রানে।
এর আগে টসজয়ী ভারত প্রথম সেশনে করে ৪ উইকেটে ৫১ রান। চা বিরতির ঠিক আগে গুটিয়ে যায় তারা। হেইজেলউড ২৯ রানে নেন ৪ উইকেট। ২টি করে নেন স্টার্ক, কামিন্স ও মিচেল মার্শ।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি, দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ বলে ৩৭ রান ঋশাব পান্তের। ৭৩ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে তাদের ৮৫ বলে ৪৮ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৫০ (জয়সয়াল ০, রাহুল ২৬, পাডিক্কাল ০, কোহলি ৫, পান্ত ৩৭, জুরেল ১১, ওয়াশিংটন ৪, নিতিশ ৪১, হার্শিত ৭, বুমরাহ ৮, সিরাজ ০*; স্টার্ক ১১-৩-১৪-২, হেইজেলউড ১৩-৫-২৯-৪, কামিন্স ১৫.৪-২-৬৭-২, লায়ন ৫-১-২৩-০, মার্শ ৫-১-১২-২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭ ওভারে ৬৭/৭ (খাজা ৮, ম্যাকসুয়েনি ১০, লাবুশেন ২, স্মিথ ০, হেড ১১, মার্শ ৬, কেয়ারি ১৯*, কামিন্স ৩, স্টার্ক ৬*; বুমরাহ ১০-৩-১৭-৪, সিরাজ ৯-৬-১৭-২, হার্ষিত ৮-১-৩৩-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভাইরাল ভিডিওতে কটাক্ষের শিকার সামান্থা