জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
প্রথম দিনের সঙ্গে দ্বিতীয় দিনের শেষ দুই সেশন যেন এদকম মেলে না। প্রথম দিন উইকেট থেকে পেসাররা পেয়েছেন দারুণ মুভমেন্ট। সবুজ হতে থাকা উইকেটে মুভমেন্ট আছে এখনও। তবে চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ভোগাচ্ছেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। দেড়শোর্ধো রানের অবিচ্ছিন্ন জুটির পথে দারুণ এক রেকর্ডও গড়েছেন জয়সোয়াল।
পার্থে প্রথম ইনিংসে স্রেফ ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত এরই মধ্যে ৫৭ ওভারে তুলে ফেলেছে বিনা উইকেটে ১৭২ রান। লিড ২১৮ রানের। হাতে এখনও তিন দিন ও ১০ উইকেট। জয়সোয়াল ৯০, রাহুল ৬২ রানে অপরাজিত।
১৯৩ বলে অপরাজিত ৯০ রানের পথে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন জয়সোয়াল। এই ইনিংসের পথে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান এই ওপেনারই।
ইনিংসের ৪৭তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। আর ৫২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে ১০০ মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে।
ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন আগের রেকর্ড।
ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সোয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।
দুই ওপেনারই সব হিসাব পাল্টে দিয়েছেন। প্রথম দিন যেখানে পড়েছিল ১৭ উইকেট, সেখানে দ্বিতীয় দিন উইকেট পড়েছে স্রেফ তিনটি। তিনটিই প্রথম সেশনে। তবে প্রথম দিনের (২১৭) মতো খুব বেশি রান হয়নি এদিনও (২০৯)।
সাতজন বোলার ব্যবহার করেও কোনো ফল পাননি অস্ট্রেলিয়া অধিনায়ক। দারুণ লাইন লেন্থে বল করে গেছেন জশ হেইজেলউড, নাথান লায়ন, ফ্যাট কামিন্সরা। তবে জয়সোয়াল আর রাহুল ছিলেন দৃড়প্রতিজ্ঞ।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজের শেষ দুই টেস্টে দলে ছিলেন না রাহুল। পার্থে তিনি দলে সুযোগ পেলেন বটে বতে তা ওপেনিংয়ের মতো কঠিন পরীক্ষিত জায়গায়, নিয়মিত ওপেনার রোহিত শর্মা না থাকায়।
সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন রাহুল। প্রথম ইনিংসে ২৬ রান করা এই ব্যাটার এবার অপরাজিত আছেন ১৫৩ বলে ৪ বাউন্ডারিতে ৬২ রানে।
এদিন অস্ট্রেলিয়া সফলতার কিছুটা দেখা মিলতেও পারে প্রথম সেশনে। যেখানে নিজেদের প্রথম ইনিংসের শেষ উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন মিচেল স্টার্ক আর জশ হেইজেলউড।
মূলত তারা দুজন কঠিন ধৈর্যের পরীক্ষা নেন জাসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজদের।
৭ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের সপ্তম ও বুমরাহর প্রথম বলেই কট বিহাইন্ড হন ১৯ রান নিয়ে দিন শুরু করা অ্যালেক্স কেয়ারি। এদিন তিন যোগ করতে পারেন স্রেফ ২ রান।
কেয়ারির উইকেট দিয়েই ম্যাচে ৫ উইকেট পূরণ করেন বুমরাহ। ৭৭ ইনিংসের ক্যারিয়ারে এটি তার একাদশ ৫ উইকেট শিকার।
নাথান লায়নকে আউট করেন হার্ষিত। তার মানে দুই ইনিংসে সবকটি উইকেটই গেল পেসারদের দখলে।
ম্যাচে অভিষিক্ত হার্ষিতের শিকার তিনটি।
হাতে তিন উইকেট নিয়েও অস্ট্রেলিয়া প্রথম সেশনের পুরোটা কাটিয়ে দিতে পারে মূলত শেষ জুটির কল্যাণে। এই জুটি থেকে ১১০ বলে আসে ইনিংস সর্বোচ্চ ২৫ রান।
১০৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারত লিড পায় ৪৬ রানের।
স্টার্ক-হেইজেলউড জুটি ছাড়া আর কোনো জুটি ৩৫ বল খেলা কিংবা ১৫ রানও করতে পারেনি। ভারতের গলার কাটা হয়ে থাকা এই জুটি ভাঙেন অভিষিক্ত হার্ষিত রানা। তাকে খেলতে গিয়ে বল আকাশে তুলে নেন স্টার্ক। দস্তানায় জমা করতে ভুল করেননি ঋশাব পান্ত।
১১২ বল খেলে ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন নয়ে ব্যাটিংয়ে নামা স্টার্ক। ব্যাটসম্যান হয়ে ওঠা স্টার্কের কল্যাণে অনেক লজ্জার রেকর্ডের হাত থেকে বেঁচেছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৩ রান। সেটাও ৪৩ বছর আগের, মেলবোর্নে। আজ আরও আগে অলআউট হতে পারত অস্ট্রেলিয়া, যদি না দলীয় ৮২ রানে বুমরার বলে শেষ ব্যাটসম্যান হ্যাজলউডের ক্যাচ ছাড়তেন পান্ত। একুশ শতকে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৫ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা: জোনায়েদ সাকি
নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার চায় - মাওলানা এবিএম জাকারিয়া
বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয় -প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না
অপরিকল্পিত বাধ-রাস্তা নির্মাণে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
নির্বাচনব্যবস্থা আমূল পুনর্গঠনের তাগিদ রাষ্ট্রচিন্তাবিদদের
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬
রাজশাহীর বাঘায় আম বাগানে যুবকের লাশ
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন
ওরেশনিক সমগ্র ইউরোপে হামলা করতে পারে: রুশ কমান্ডার
দানে পাওয়া কাপড়ের মনোরম ডিজাইনে ভাইরাল ভারতীয় একদল ডিজাইনার
কেমন হল ভিভো ভি৪০ লাইটের অভিজ্ঞতা!
তাদের রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে: জামায়াতে সেক্রেটারি
উত্তরায় হাসপাতালে সন্ত্রাসী হামলাও লুটপাটের ঘটনায় থানায় মামলা
পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩২
আল্লাহকে পেতে হলে রাসুলের পথ অনুসরণ অপরিহার্য: মাওলানা রুহুল আমিন খান