ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
তিন ম্যাচের সিরিজ দিয়ে দীর্ঘ ছয় বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী বছর ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তান। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে।
বুলাওয়েতে বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
২০১৮ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিলো পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো তারা। এরপর ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।
এই সিরিজকে গুরুত্বসহকারে দেখছে পাকিস্তান। সদ্যই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ হওয়া আকিব জাভেদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ওয়ানডে দল নিয়েই আমাদের সব পরিকল্পনা। এই সংস্করণে ভালো দল হিসেবে গড়ে উঠতে চাই আমরা। জিম্বাবুয়ে সিরিজে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজটি ভালো মঞ্চ।’
পাকিস্তানের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। তবে ১৯৯৫ সালে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো জিম্বাবুয়ে। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় স্বাগতিকরা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘আমাদের এবারের দলটি সব দিক দিয়েই ভারসাম্যপূর্ণ। আমি মনে করি, এবার পাকিস্তানকে হারানোর ভালো সুযোগ রয়েছে। এবার সিরিজ জিতে ইতিহাস বদলাতে চাই আমরা।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ট্রেভর গুয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোতেন্ডা মাপোসা। ওয়ানডে দলে প্রথবারের মত সুযোগ পেলেও জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন পেসার গুয়ান্ডু ও ব্যাটার মুসেকিওয়া। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন সিন উইলিয়ামস।
সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এখন পর্যন্ত ওয়ানডেতে ৬২ ম্যাচ খেলেছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এরমধ্যে পাাকিস্তান ৫৪ ম্যাচে এবং জিম্বাবুয়ে ৫ ম্যাচে জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত ও ১টি টাই হয়।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আগা, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির।
জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গুয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া, টিনোতেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, সিন উইলিয়ামস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা।
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত