তাসকিনের দিন ম্লান ব্যাটসম্যানদের ব্যর্থতায়,বড় হারের পথে বাংলাদেশ
২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪২ এএম
এমন বোলিংয়ের পরেও দিনশেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় তাসকিন আহমেদের মন খারাপ হতেই পারে।সাদা পোশাকে ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের পর ব্যাটসম্যানদের কাছেও নিশ্চয় লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন এই পেসার।তবে সেটি পারলেন না মমিনুল-লিটনরা।ফলে বোলারদের কল্যাণে কিঞ্চিত জেগে উঠা জয়ের আশা হাওয়ায় মিলিয়ে গেল দ্রুতই।প্রত্যাশিতভাবেই তাই চতুর্থ দিনশেষে বড় হারের প্রহর গুনছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বিবর্ণতার পরেও তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩৪ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ সেশনের ব্যাটিংয়ে সফরকারীরা জয়ের কোনো আশা জাগাতে পারেনি। উল্টো বড় হারের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে।
আলোকস্বল্পতায় টানা চতুর্থ দিন আগেভাগে খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার মাত্র ৩ উইকেট,আর টাইগারদের প্রায় 'অসম্ভব' ২২৫ রান।
দিনের শুরটা চমক দিয়েই করেছিল টাইগাররা।১৮১ রানে পিছিয়ে থেকেও শেষ উইকেটে করতে না নেমে ইনিংস ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ! উদ্দেশ্য যদি হয় অপ্রস্তুত ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়া, তাহলে তাতে ভালোভাবেই সফল হয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
১৮১ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ম্যাচ একেবারে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেওয়ার। বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের পিছিয়ে থাকার পরেও কিছুটা হলেও আশা জেগেছে বাংলাদেশের। আর সেই আশা জাগানোর মূল কারিগর পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বিধ্বংসী বোলিং তোপে দুই সেশন শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা,স্কোরকার্ডে তুলতে পেরেছে কেবল ১৫২। এদিন টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফারসহ গুণে গুণে ৬টি উইকেট ঝুলিতে পুরেছেন টাইগার পেসার, ৬৪ রানের বিনিময়ে।
তাসকিন বাদে অধিনায়ক মিরাজ ২টি এবং শরিফুল ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন। তাতেই প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৩ রান।
এদিন নতুন বলে বাংলাদেশকে দ্রুত ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৯৭ রান করা মিকাইল লুইসকে এবার ৮ রানের বেশি করতে দেননি এই ডানহাতি পেসার। তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন লুইস। রিভিউ নিলেও সফল হননি।
মধ্যাহ্ন বিরতির আগে দ্রুত ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ খানিকটা আশা দেখছিল কেভম হজ আর আলিক অ্যাথানজের ব্যাটে। এই দুজন চতুর্থ উইকেটে যোগ করেন ৫০ রান। জুটিটা ভাঙ্গেন তাসকিন, হজকে বাধ্য করেন লিটনের হাতে ক্যাচ দিতে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করেন তাসকিন। জশুয়া ডি সিলভাও হাসান মুরাদের দারুণ ক্যাচের শিকার হয়েছেন তাইজুলের বলে। আগের ইনিংসে প্রতিরোধ গড়া কেমার রোচও ১২ রানে তাসকিনের শিকার। তাকে বোল্ড করেই ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসের ইতি টেনেছেন তাসকিন। এরপর ইনিংস বিরতি এবং চা বিরতি শেষে শুরু হয়েছে বাংলাদেশের ইনিংস। তাসকিন ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
বাংলাদেশের জন্য জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৩ রান।তবে রান তাড়ায় দ্রুত দুই ওপেনারকে হারিয়ে প্রথমেই পথচ্যুত বাংলাদেশ । বাকিদের দায়িতজ্ঞানহীন ব্যাটিংয়ে আর পথে ফিরেনি টাইগারদের জবাব।
দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান।
তার বিদায়ের পর পরই সাজঘরের পথে ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু।
তবে দলীয় ২৩ রানে মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন।
লিটন দাস চেষ্টা করেছিলেন থিতু হওয়ার। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান তিনি।স্কোরকার্ডে ৫৯ রান তুলতেই বাংলাদেশের নেই ৫ উইকেট।
এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মিরাজ। আগ্রাসী মেজাজে খেলতে থাকা মিরাজ অবশ্য শেষ বেলায় নিজের উইকেট দিয়ে আসেন। দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৪৫ ও তাইজুল ইসলাম ৯ বলে ৪ রানে সাজঘরে ফিরে যান।
দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৯ রান।৩৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন জাকের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম