জিম্বাবুয়ের অপেক্ষা দীর্ঘ করে দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের
২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৭ এএম
প্রথম ওয়ানডেতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধসিয়ে স্মরণীয় এক জয় তুল নিয়েছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের সামনে এরপর সুযোগ ছিল আরও বড় কিছু অর্জনের। পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেই৩১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেত তারা।তবে চাপের মুখে আরও একবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রমাণ করে সেটি আর হতে দেয়নি পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটর জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া সফরকারীরা সিরিজের শেষ ওয়ানডেতে ও পেয়েছে দাপুটে জয়। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের জয় ৯৯ রানে। হারে শুরুর পর তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল তারা।ফলে বাড়লো জিম্বাবুয়ের সিরিন জয়ের অপেক্ষা।
আগে ব্যাট করতে নেমে কামরান গুলামের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারে পাকিস্তান তুলে ৩০৩ রান। বড় লক্ষ্যে অধিনায়ক ক্রেইগ আরভিনের ফিফটির পরও জিম্বাবুয়ে ২০৪ রানে গুটিয়ে যায় ৪০.১ ওভারে।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করতে এসে ৫৮ রানেই উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের। ফারাজ আকরামের শিকার হয়ে ফেরেন ৩১ রান করা ওপেনার সাইম আইয়ুব। দলীয় ১১২ রানে ফেরেন আরেক ফিফটি করা ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনে নামা কামরান একপাশ আগলে দ্রুতই সেঞ্চুরি তোলেন। ৯৯ বলে ১০৩ রান করে ফেরেন তিনি।
তবে শেষ দিকে ব্যাটিং করা সালমান আগা ও তৈয়ব তাহিরের বিধ্বংসী ব্যাটে ৩০০ পেরোনো পুঁজি পায় তারা। ১৬ বলে চারটি বাউন্ডারিতে ২৯ রানে অপরাজিত ছিলেন তৈয়ব। তাতে নির্ধরিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ পায় রিজওয়ানরা।
৩০৪ রানের লক্ষ্যটা স্বাগতিকদের জন্য অনেক চাপের হয়, দুই দলের শক্তিমত্তার বিবেচনায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। দলীয় ১০ রানে ২ ব্যাটারকে হারিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া সাফল্য এনে দেন অফস্পিনার সাইম আইয়ুব। চারে নেমে এক প্রান্ত আগলে রেখে ইনিংস বাড়ানোর কাজ করেন ক্রেইগ আরভিন। কিন্তু অন্য পাশে নিয়মিত আউট হতে থাকেন সতীর্থরা।
নিজেও ফিফটি করার পর সতীর্থদের পথই অনুসরণ করেন। ১ ছয় ও ৫ চারে ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ৩৭ রান করে হারের ব্যবধান কমিয়েছেন অলরাউন্ডার ব্রায়ান বেনেট। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২০৪ রান করে জিম্বাবুয়ে। এতে ৯৯ রানের জয় পায় পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু