নিউজিল্যান্ডের ক্যাচ ছাড়ার মহড়ার দিন ব্রুকের ১৩২*
২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
ডানে ঝাঁপিয়ে শূন্যে ভেসে গালি থেকে গ্লেন ফিলিপ্স যে ক্যাচটা নিলেন সেটাকে কেবল অসাধারণ বললে কমই বলা হবে। নিজেকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটার ওলি পোপ। অথচ ফিলিপ্সের এমন অবিশ্বাস্য ক্যাচের দিনে নিউজিল্যান্ডের ফিল্ডাররা গুনে গুনে ক্যাচ ছেড়েছেন ছয় ছয়টি! সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে ইংল্যান্ড, আরও স্পষ্ট করে বললে হ্যারি ব্রুক। এই ব্যাটার একাই ‘জীবন’ পেয়েছেন চারবার। সুযোগ কাজে লাগিয়ে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রুক। ক্রাইস্টচার্সে ইংলিশরাও রয়েছে লিড নেওয়ার পথে।
৫ উইকেটে ৩১৯ রান করে ক্রো-থর্প ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। হাতে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে স্রেফ ২৯ রানে পিছিয়ে সফরকারীরা।
সকালে ৮ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। ৮ ওভারে ২৯ রান যোগ করে ৩৪৮ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। ৪১ রানে দিন শুরু করা ফিলিপস অপরাজিত থেকে যান ৫৮ রানে।
দিন শেষে ১০ চার ও ২ ছক্কায় ১৬৩ বলে ১৩২ রানে অপরাজিত ব্রুক। ২২ টেস্টের ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি। এর মধ্যে দেশের বাইরেই সেঞ্চুরি হলো ছয়টি। নিউজিল্যান্ডে তিন টেস্টে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তার গড় ১১৫.২৫!
অথচ এদিন ব্রুককে অনেক আগেই ফেরানে পারত নিউজিল্যান্ড। সুযোগ দিয়েছেন তিনি মোট চারবার। বেঁচে গেছেন ১৮, ৪১, ৭০ ও ১০৬ রানে। ২৩ রানে জীবন পেয়ে ৪৬ রান করেছেন বেন ডাকেট। ৩০ রানে রক্ষা পেয়ে ৩৭ রানে অপরাজিত রয়ে গেছেন বেন স্টোকস।
সেই হিসেবে নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন অলিভার পোপ। কেবল তিনিই জীবন পাননি। উল্টো ফিরেছেন ফিলিপ্সের অবিশ্বাস্য এক ক্যাচ হয়ে। ছয়ে নেমে পোপ করেছেন ৯৮ বলে ৭৭।
মেঘলা আকাশে দিনটা হতে পারত কিউইদের। আরও স্পষ্ট করে বললে তাদের বোলারদের। কিন্তু ফিল্ডিংয়ে সবসময়ই যারা অসাধারণ সেই নিউজিল্যান্ডই এক দিনে ছাড়ল ছয়টি ক্যাচ। কিউই অধিনায়ক টম ল্যাথাম একাই ছেড়েছেন তিনটি ক্যাচ। একটি করে ক্যাচ ছেড়েছেন ফিলিপস, ডেভন কনওয়ে ও কিপার টম ব্লান্ডেল।
ওপেনার জ্যাক ক্রলি বিদায় নেন কোনো রান না করেই। ভালোর কিছুর আাস দিয়েও জ্যাকোব বেথেলের বিদায়ে জমেনি দ্বিতীয় উইকেট জুটিও। ১৫০তম টেস্ট খেলতে নামা জো রুটও ফেরেন রানের খাতা খোলার আগেই। বেন ডাকেটও খানিক পর বিদায় নিলে ইংল্যান্ডের স্কোরবোর্ড হয়ে যায় ৪ উইকেটে ৭১ রান!
এরপর ক্যাচগুলি না ছাড়লে বিপদ আরও বাড়ত ইংল্যান্ডের। সুযোগ ভালোমতই কাজে লাগান ব্রুক। দুই বছর পর ছয়ে নামা পোপও দারুণ খেলতে থাকেন।
ব্রুক ফিফটি করেন ৬৫ বলে। ৬৯ রান করে টেস্ট ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করেন তিনি।
ইনিংসের হিসেবে এই মাইলফলকে টেস্ট ইতিহাসের অষ্টম দ্রুততম তিনি (৩৬ ইনিংস)। তবে বলের হিসেবে তিনি দ্বিতীয় দ্রুততম। ২ হাজার ৩০০ বল খেলেই ২ হাজার রান হলো তার। সতীর্থ বেন ডাকেটের লেগেছিল ২ হাজার ২৯৩ বল।
তিন দফায় জীবন পেয়ে ব্রুকের শতরান আসে ১২৩ বলে। ফিলিপ্সের অসাধারণ সেই ক্যাচে বিচ্ছিন্ন হয় ১৮৮ বলে ১৫১ রানের পঞ্চম উইকেট জুটি। কিউইদের দিনের শেষ সাফল্য সেটিই।
জীবন পাওয়ার সুযোগে ব্রুক ও স্টোকস গড়ে তুলেছেন আরেকটি জুটি। দিন শেষে তারা অবিচ্ছিন্ন ৯৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯১ ওভারে ৩৪৮ (আগের দিন ৩১৯/৮) ( ফিলিপস ৫৮*, সাউদি ১৫, ও’রোক ০; ওকস ২০-৫-৭০-০, অ্যাটকিনসন ১৮-২-৬১-২, কার্স ১৯-১-৬৪-৪, স্টোকস ১৩-১-৫৯-০, বাশির ২০-১-৬৯-৪, বেথেল ১-০-৫-০)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৪ ওভারে ৩১৯/৫ (ক্রলি ০, ডাকেট ৪৬, বেথেল ১০, রুট ০, ব্রুক ১৩২*, পোপ ৭৭, স্টোকস ৩৭*; সাউদি ১৬-৪-৫৪-১, হেনরি ১৫-৪-৫০-১, স্মিথ ১৮-০-৮৬-০, ও’রোক ১৬-১-৮২-১, ফিলিপস ৯-০-৩৫-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়