বিপিএল ‘ডানা ৩৬’-এ উড়ল ‘তারুণ্যের উৎসব’
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের পরই দেশে আসে পট পরিবর্তন। এই পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের হাত থেকে রেহাই পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে দেশের জনগণ। সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই এবার নির্মিত হলো ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট। যার নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’। গতকাল সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কটটি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন মাস্কট ‘ডানা ৩৬’ এর। একই দিনে সূচিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক পথচলা। ৩০ ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে যাত্রা করে তারুণ্যের উৎসবের শেষটা হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ তারুণ্যের উৎসবেরই একটা অংশ ছিল বিপিএল ২০২৫ আসরের মাস্কট উন্মোচন। তার আগে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় পুরুষ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দেশসেরা উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তারকা ক্রিকেটার জাহানারা আলম ছাড়াও ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে। তাঁদের মধ্যে অন্যতম বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ফুটবলার তপু বর্মন ও ফয়সাল আহমেদ, ভারোত্তোলক মাবিয়া আক্তার, বিদ্যুৎ কুমার সাহা, সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান, সাবেক শুটার আসিফ হোসেন খান ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া ছিলেন কয়েকটি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
‘ডানা ৩৬’ এর গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘ডানা’ শব্দটি ‘পাখা’ অর্থে ব্যবহার করা হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ‘ডানা ৩৬’ মাসকটটি ডানা বা পাখা প্রসারিত করা একটি ‘সাদা পায়রা’, যা শান্তির প্রতীক এবং দু’পাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।
বিপিএলের মাস্কট উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের বিপিএলের থিম সংয়ের পটভূমিকা ব্যাখ্যা করে বলেন, ‘প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ সামনে রেখে এবারের বিপিএলের থিম সং তৈরি করা হয়েছে।’ পাশাপাশি বিপিএলের এবারের আসরে আর কী কী থাকবে, তাও জানান ফারুক আহমেদ। বিবিসি প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, স্টেডিয়ামে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ কর্ণার’ নামে একটি কর্ণার থাকবে। যেখানে বিনামূল্যে পানি পাওয়া যাবে। সেখানে কিউআর কোডের মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে ডোনেট করা যাবে। এছাড়া ‘জিরো ওয়েস্ট জোন’ থাকবে, পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তা থাকবে। এবারের বিপিএলে ই-টিকেটিংয়েরও চেষ্টা করা হচ্ছে। দর্শক-ভক্তদের সম্পৃক্ততা বাড়ানো ও সবার মাঝে তারুণ্যের উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মিউজিক ফেস্ট নামে তিন ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর তিনটি কনসার্ট আয়োজনের কথাও জানান বিসিবি সভাপতি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এর সঙ্গে থাকবে আরও নানা আয়োজন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু