অনেক বদলেও ঠাঁই হলো না সাকিবের
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
গত কিছুদিনের ঘটনাপ্রবাহে যে ইঙ্গিত মিলছিল, সেটিই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার মধ্যে থাকলেও তাকে দেখা যাবে না আরেকটি সিরিজে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়াও এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেল। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে সিরিজটি মিস করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ পারফর্মার তাওহিদ হৃদয়। এছাড়া ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। শান্ত না থাকায় ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এক সিরিজ পর দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস। দলে এসেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ওয়ানডের চূড়ান্ত দলে আগ্রাসী ওপেনার ইমনের জায়গা হলো প্রথমবার। চোট কাটিয়ে ফিরেছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। শান্ত, মুশফিক, হৃদয় চোটের কারণে নেই, মুস্তাফিজ নেই ছুটি নেওয়ায়। এছাড়া সর্বশেষ সিরিজের দল থেকে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জাকির হাসান।
সাকিবের না থাকার আভাস অবশ্য আগেই মিলেছিল। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হওয়া ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আপাতত সেই আশাও মলিন। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে দলে দেখা গেল না। আফগানিস্তানের বিপক্ষে না থাকার কারণ হিসেবে অনুশীলন ঘাটতির কথা বলা হলেও বর্তমানে তিনি খেলার মধ্যেই আছেন। সাকিবকে নিয়ে বিসিবির অবস্থান পরিস্কার নয়। তবে তার না থাকার পেছনে দেশের ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক বিষয় জড়িত বলে আলোচনা আছে।
৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ।
উইন্ডিজ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনীক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।
চোট ও পারিবারিক কারণে নেই : নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়। বাদ : জাকির হাসান।
ফিরলেন : লিটন কুমার দাস, আফিফ হেসেন, তানজিম হোসেন, হাসান মাহমুদ। দলে প্রথমবার : পারভেজ হোসেন ইমন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম