রেকর্ডের মালায় হোয়াইটওয়াশের গল্পগাঁথা
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
নবজাগরণের গল্প লেখার সিরিজে আরেকটি চমৎকার ইনিংস খেললেন শারমিন আক্তার। দায়িত্বশীল ব্যাটিংয়ে টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশ ছাড়ালেন ফারজানা আক্তার। তাদের রেকর্ডগড়া জুটিতে অনায়াস জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্য ৭৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশর জন্য। তিন ম্যাচেই দাপুটে জয়ে নেই লক্ষ্য পূরণ করেছে তারা। এ নিয়ে তৃতীয়বার কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তবে ঘরের মাঠে তিন ওয়ানডের সিরিজে প্রতিপক্ষকে বাংলাদেশ নারী দল এর আগে একবারই ধবলধোলাই করেছিল। ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে এসেছিল সেই জয়।
এই সাফল্যের বড় কারিগর প্রায় দেড় বছর পর দলে ফেরা শারমিন। প্রায় দেড় বছর পর দলে ফিরে প্রথম ম্যাচে ৯৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সোমবার ৮৮ বলে ৭২ রানের ইনিংস খেলে আবার তিনি ম্যাচের সেরার স্বীকৃতি পান। নিজেকে নতুনভাবে মেলে ধরার এই সিরিজে তিন ম্যাচে শারমিনের সংগ্রহ ৭০.৩৩ গড়ে ২১১ রান। এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে দুইশর বেশি রান করলেন।
গত বছর ভারতের বিপক্ষে ১৮১ রান করে রেকর্ডটি এতদিন ছিল ফারজানা হকের। অভিজ্ঞ ব্যাটার এই সিরিজেও যথারীতি উজ্জ্বল। তিন ম্যাচেই ফিফটি করা ওপেনারের রান এই সিরিজে মোট ১৭২। এই প্রথম এক সিরিজে তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন বাংলাদেশের কোনো ব্যাটার। তিন ম্যাচে দ্বিতীয় পঞ্চাশছোঁয়া ইনিংসে ১১টি চার মারেন শারমিন। সব মিলিয়ে সিরিজে তার বাউন্ডারি ২৯টি। বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ বাউন্ডারির আগের রেকর্ড ছিল ফারজানার, গত বছর ভারতের বিপক্ষে ১৭টি।
প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়া ফারজানা ও শারমিন এবার যোগ করেন ১৪৩ রান। যে কোনো উইকেটেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ এটি। শারমিনের বিদায়ে ভাঙে ১৪৩ রানের জুটি। চলতি সিরিজের প্রথম ম্যাচেও শতরানের জুটি গড়েছিলেন শারমিন ও ফারজানা। এই প্রথম এক সিরিজে একাধিক শতরানের জুটি পেল বাংলাদেশ। সব মিলিয়ে এই সিরিজে মোট ৬টি পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। এটিও রেকর্ড। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৫টি পঞ্চাশছোঁয়া জুটি গড়েছিল তারা।
সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের মেয়েদের বড় প্রাপ্তি ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখা। এমনিতে ব্যাটিংটাই এই দলের সবচেয়ে বড় দুর্বলতা। বড় শট খেলার সামর্থ্যই বলুন বা এক-দুই করে রান বাড়ানো, কোনোটাই খুব একটা সুবিধার নয়। তার ওপর গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের তিন ম্যাচে একবারও তিন অঙ্ক দেখেনি বাংলাদেশের মেয়েদের ইনিংস। ৯৫, ৯৭, ৮৯- এই ছিল অবস্থা।
এরপর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই বাংলাদেশ করে ফেলল ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ স্কোর ২৫২ রান। ম্যাচ জিতল ১৫৪ রানে, যা কিনা নিজেদের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও। দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ১৯৩ তাড়া করে ৬.১ ওভার বাকি থাকতে ৫ উইকেটের জয়ে নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়ই। গতকাল ৭ উইকেটের জয়ে হলো ৩-০।
দুই দল এখন খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেটে ম্যাচ তিনটি হবে আগামী বৃহস্পতিবার, শনিবার ও সোমবার।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ৫০ ওভারে ১৮৫ (লুইস ৫২, প্রেন্ডারগাস্ট ২৭, হান্টার ২৩; ফাহিমা ৩/৪৩, সুলতানা ২/২৯, নাহিদা ২/৫৫)। বাংলাদেশ : ৩৭.৩ ওভারে ১৮৬/৩ (শারমিন ৭২, ফারজানা ৬১, নিগার ১৮*; ম্যাগুইর ২/৩৮)। ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ : শারমিন আক্তার। সিরিজ : ৩ ম্যাচে ৩-০ ববধানে জয়ী বাংলাদেশ। প্লেয়ার অব দ্য সিরিজ : ফারজানা হক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক