পাকিস্তান টেস্ট দলে ফিরলেন বাবর-নাসিম, বাদ সাজিদ
০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
নিজেদের সবশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হয়েছিলেন সাজিদ খান। এই স্পিনারকে বাদ দিয়েই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান। দলে ফিরেছেন ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে বাদ পড়া বাবর আজম ও নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিন ফরম্যাটের জন্যই বুধবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টের মতো অন্য দুই সংস্করণের দলেও আছেন তাদের সেরা ব্যাটার বাবর।
বাবর দলে ফিরলেও ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে বাদ পড়া শাহিন শাহ আফ্রিদি নেই টেস্ট দলে। আছেন সীমিত ওভারের দুই সংস্করণে। টেস্ট দলে আফ্রিদিকে না রাখার ব্যাখ্যায় তাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা জানিয়েছে পিসিবি।
বাবর ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণেই আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আগা। নাসিম শাহকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দলে। ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস।
তবে টেস্ট দলে সাজিদের না থাকাটা চমকই বটে। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল সাজিদের। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাঁর হাতেই উঠেছিল। শেষ দুই টেস্টে নেন ১৯ উইকেট।
টেস্ট দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলী। ইংল্যান্ড সিরিজে এই নোমান ও সাজিদ মিলে শেষ দুই টেস্টে নিয়েছিলেন প্রতিপক্ষের ৪০ উইকেটের ৩৯টিই। টানা বোলিং করেছিলেন ৮৯.৫ ওভার!
সাজিদ বাদ পড়েছেন মূলত কন্ডিশনের কারণে। বরাবরই দক্ষিণ আফ্রিকার উইকেট কথা বলে পেসারদের সুরে। সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে। যেখানে শীর্ষ দশ বোলারের মধ্যে নেই কোনো স্পিনারের নাম। দ্বিতীয় টেস্টের ভেন্যু কেপটাউনের রেকর্ডও অনেকটা একই রকম।
গত অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে হোয়াইটওয়াশড হওয়ার পরের মাসে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে হেরে বসে পাকিস্তান। মুলতানে ওই হারের পর দলে ব্যাপক পরিবর্তন আনে পিসিবি; বাদ পড়েন সাবেক অধিনায়ক বাবর, তারকা পেসার আফ্রিদি ও আরেক পেসার নাসিম।
২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পাওয়া চোট কাটিয়ে ফেরার পর থেকে ছয়টি টেস্ট খেলেছেন আফ্রিদি। এই ম্যাচগুলোয় তেমন কার্যকর হতে পারেননি তিনি; ৪৫.৪৭ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর। ১০ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু, শেষ হবে ৩ জানুয়ারি শুরু হওয়া কেপটাউন টেস্ট দিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবব আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত