টি-টোয়েন্টি ইনিংসে ৩৭ ছক্কা ও ৩৪৯ রানের বিশ্ব রেকর্ড

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

বিশ্বরেকর্ড গড়ার পর বারোদা ক্রিকেট দলের সেলফি। ছবি: এক্স

স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ডময় এক দিন উপহার দিয়েছে রানোদা। ভানু পানিয়ার তাণ্ডবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে দলটি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি সংস্করণ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বৃহস্পতিবার সিকিমের বিপক্ষে এই তাণ্ডব চালিয়েছে বারোদা। অনেকগুলো রেকর্ড গড়ে ৫ উইকেটে ৩৪৯ রান করে বারোদা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই এক ইনিংসে সংর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

গত অক্টোবরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এতদিন সেটি ছিল সর্বোচ্চ দলীয় ইনিংস।

বিস্ময়কর এই ইনিংসের পথে ৩৭টি ছক্কা হাকিয়েছে বারোদা। চার সেই তুলনায় অনেক কম, ১৮টি। এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৭ ছক্কা।

বারোদার প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চার জনই অন্তত পঞ্চাশ ছুঁয়েছেন, অন্যজন ছাড়িয়েছেন ৪০; এবং প্রত্যেকের স্ট্রাইক রেট আড়াইশর উপরে!

দুই ওপেনার শ্বাশওয়াত রাওয়াত ও আভিমান্যুসিং রাজপুত পাঁচ ওভারেই স্কোরবোর্ডে জমা করেন ৯২ রান। একটু বেশি ভয়ঙ্কর ছিলেন আভিমান্যুসিং। ৪টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে ৫৩ রান করেন তিনি। ষষ্ঠ ওভারের প্রথম বলে তার বিদায়েই ভাঙে উদ্বোধনী জুটি।

এক বল পরেই দলীয় স্কোর ১০০ ছুঁয়ে ফেলে বারোদা। গড়ে সানরাইজার্স হায়দরাবাদের পর দ্বিতীয় ভারতীয় দল হিসেবে পাওয়ার প্লেতে দলীয় স্কোর ১০০ ছোঁয়ার কীর্তি।

গত আইপিএলে হায়দরাবাদের হয়ে আভিশেক শার্মা ও ট্রাভিস হেড ৬ ওভারে তুলেছিলেন ১২৫ রান, টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে যা সর্বোচ্চ স্কোর।

একই ওভারে আউট হন রাওয়াতও; ৪টি করে চার ও ছক্কায় ১৬ বলে ৪৩ রান করে।

দুই ওপেনার ফেরার পরও রানের গতি কমেনি একটুও। পানিয়া ও শিভালিক শার্মার ৯৪ রানের জুটি ভাঙার পর রান তোলায় যোগ দেন ভিষ্ণু সোলাঙ্কি। প্রথম কোনো ভারতীয় দল হিসেবে ১৭.২ ওভারেই বারোদার স্কোর ছাপিয়ে যায় ৩০০।

পানিয়া ২০ বলে ফিফটি ও ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৫১ বলে ১৩৪ রান করে অপরাজিত থাকেন; ইনিংসে তিনি ছক্কা হাঁকান ১৫টি, পাঁচটি ছিল চারের মার।

বারোদার হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এখন পানিয়ার। তিনি ভেঙেছেন দিপক হুদার আগের ৯ ছক্কার রেকর্ড। এছাড়া দিপকের ১০৮ ছাপিয়ে বারোদার জার্সিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও নিজের করে নিলেন পানিয়া।

শিভালিক ও সোলাঙ্কিও কম যাননি। শিভালিক ১৭ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৫ রান করেন, সর্বোচ্চ ৩২৩.৫২ স্ট্রাইক রেটে। আর সোলাঙ্কি ৩১২.৫০ স্ট্রাইক রেটে ১৬ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৫০ রান করেন।

রানের মহাসাগরের সামনে দাঁড়িয়ে দলীয় স্কোর একশ’ও ছুঁতে পারেনি সিকিম। ৭ উইকেটে ৮৬ রান পর্যন্ত যেতে পারে তারা।

২৬৩ রানের জয়ও বারোদার নতুন এক রেকর্ড। রানের হিসেবে তাদের আগের সবচেয়ে বড় জয়টি ছিল গোয়ার বিপক্ষে, ৭২ রানে।

দিনের আরেক ম্যাচে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন পাঞ্জাবের অভিষেক শর্মা।

গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্বিল প্যাটেল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু সাহিল চৌহানের। এ বছরই সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এই এস্তোনিয়ান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
আরও

আরও পড়ুন

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ

কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?

কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?

ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি

ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে

বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে

কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই

কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই

বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল

বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল

বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন

বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন

বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার

আজকে পরীর মন ভালো নেই

আজকে পরীর মন ভালো নেই

খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ

খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ

জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান

জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান

কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার

কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার

মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮

মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮

বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার

কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’