কামরুলের দুর্দান্ত বোলিংয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল রংপুর
০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
বল হাতে দারুণ নৈপূণ্য প্রদর্শণ করলেন কামরুল হাসান। বাংলাদেশি পেসারের দুর্দান্ত বোলিংয়েই অল্প পুঁজি নিয়েও অবশেষে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
এতে ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে রংপুর। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের হিসাবও মেলাতে হবে রংপুরকে।
গায়ানায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। উপরের সারির পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা দিতে পারেননি।
যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ০, সৌম্য সরকার ২, সাইফ হাসান ৮, ইতালির ওয়েন ম্যাডসন ৪ ও মাহেদি হাসান ৩ রান করেন।
শুরুতেই চাপে পড়ে যাওয়া রংপুরকে লড়াইয়ে ফেরান পাকিস্তানের খুশদিল শাহ ও অধিনায়ক নুরুল হাসান। ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ছয় নম্বরে নামা খুশদিল।
দলীয় ৮৮ রানে খুশদিলের আউটে ষষ্ঠ উইকেট হারায় রংপুর। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন পাকিস্তানের এ ব্যাটার।
শেষ দিকে নুরুল (১৫), রিশাদ হোসেন (১০) ও যুক্তরাষ্ট্রের হারমিত সিংয়ের (১১) ছোট ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় বাংলাদেশের দলটি। বল হাতে গায়ানার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে গায়ানাও। রংপুরের মত ২৭ রানে ৫ উইকেট হারায় গায়ানাও। এর মধ্যে পেসার কামরুল ইসলাম ৩ উইকেট নেন।
শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে না পেরে শেষ পর্যন্ত ১৯ দশমিক ১ ওভারে ১০২ রানে অলআউট হয় গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন শাই হোপ। লোয়ার অর্ডারে কিমো পলের ১৮ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
রংপুরের কামরুল ৩ দশমিক ১ ওভার বল করে ১৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া হারমিত সিং ১২ রানে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন খুশদিল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রান আটটায় শুরু ভিক্টোরিয়া-হ্যাম্পশায়ার ম্যাচ। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রংপুরের ম্যাচ। ফাইনাল শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১১৭ (টেইলর ০, সৌম্য ২, সাইফ ৮, ম্যাডসেন ৪, শেখ মেহেদি ৩, খুশদিল ৫৮, সোহান ১৫, রিশাদ ১০, হারমিত ১১, চ্যাপেল ২, কামরুল ১*; প্রিটোরিয়াস ৪-০-১৫-৩, তানজিম ৪-০-২১-২, শেফার্ড ৪-০-২৭-১, তাহির ৪-০-২৪-২, মোটি ২-০-১৭-২, চেইস ১-০-৮-০, মইন ১-০-৫-০)।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৯.১ ওভারে ১০২ (মইন ৫, প্রিটোরিয়াস ১, হোপ ৩৫, হেটমায়ার ০, হেইস ৯, হাসান ১, মোটি ১৫, পল ১৮, তাহির ২, শেফার্ড ৯, তানজিম ২*; চ্যাপেল ২-০-১৩-০, কামরুল ৩.১-০-১৩-৪, হারমিত ৪-০-১২-৩, রিশাদ ৪-০-২২-১, শেখ মেহেদি ৩-০-২২-১, খুশদিল ৩-০-২২-০)।
ফল: রংপুর রাইডার্স ১৫ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: খুশদিল শাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?