ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

রেকর্ড গড়েও জিততে পারল না বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

বোলারদের হতাশার দিনে প্রতিপক্ষ ফিল্ডারদের একের পর এক জীবন উপহার দেওয়ার সুযোগে ওপেনিংয়ে জুটির রেকর্ড গড়লেন দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। সম্ভাবনাও জেগেছিল দারুণ এক জয়ের। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি দল। অনেকগুলো রেকর্ড গড়ে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল টি-টোয়েন্টিতে এসে।

সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৫৭ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস।

এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল নিগার সুলতানার দল।

লক্ষ্য তাড়ায় ১২ ওভারে ১০৩ রানের দুর্দান্ত জুটি উপহার দেন দিলারা ও সোবহারা; মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। তারা ভেঙে দিয়েছেন আয়েশা রহমান ও রুমানা আহমেদের ৮১ রানের আগের রেকর্ড।

বাকি ৮ ওভারে মাত্র ৫৪ রান করতে পারেনি দল। ১১ বলের ব্যবধানে দুই ওপেনারের মাঝে বিদায় নেন নিগার সুলতানাও। মুহূর্তেই চাপে পড়ে যায় বাংলাদেশ।

প্রথমে ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে ফেরেন সোবহানা। নিগার ফেরেন ৫ বলে ৪ রান করে। ছয়বার জীবন পাওয়া দিলারা ফেরেন একই ওভারে, এক বল পরেই। তিনি এক রানের জন্য ফিফটি পাননি। আউট হন ৪১ বলে দুটি করে ছক্কা-চারে ৪৯ রানে।

দ্রুত তিন উইকেট হারিয়ে বসা দলকে পথে ফেরানোর আভাস দেন শারমিন আক্তার ও তাজ নেহার। কিন্তু দুজনের কেউই দায়িত্ব শেষ করে আসতে পারেনি। ১৪ বলে ১৯ রানে আউট হন তাজ।

শেষ দুই ওভারে রান লাগত ১৮। ওরলা প্রেনডারগাস্টের করা ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড স্বর্ণা আকতার। সেই ওভারেরই চতুর্থ বলে রিতুমনি আউট হওয়ার আগে খেলেন দুটি ডট বল। জান্নাতুল ফেরদৌস খেলেন আরও দুই ডট।

দুই ওপেনারের পর অন্যদের ব্যর্থতার ফাঁকে দলকে আশা দেখান শারমিন আক্তার। দুই বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামা ব্যাটার যখন চার মারেন অষ্টাদশ ওভারের শেষ বলে, তখনও ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের সম্ভাবনা।

শেষ পর্যন্ত ব্যাটিং করেও পেরে ওঠেননি শারমিন। তিনি অপরাজিত থেকে যান ১৩ বলে ২৩ রানে। ৪ বলে ৪ রানে অপরাজিত থাকেন নাহিদা আক্তার। জিততে পারলে এই সংস্করণে রান তাড়ার রেকর্ড গড়ত বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে ১৪৫ রান তাড়া করে জেতেছিল বাংলাদেশ।

এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে আসে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট ও আর্লিন কেলি।

এর আগে টসে জিতে ব্যাটে নেমে দারুণ ব্যাটিং উপহার দেয় আইরিশরা। গ্যাবি লুইস ও লিয়া পলের ৬৪ বলে ১০৭ রানের জুটিই তাদের বড় সংগ্রহ এনে দেয়। তৃতীয় উইকেটে যা তাদের রেকর্ড জুটি।

৭৫ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৯ রানের ইনিংসে তাদের জয়ের নায়ক লিয়া। ওপেনার ও দলপতি গ্যাবির ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস।

এদিন সবচেয়ে খরুচে চিলেন জান্নাতুল। ৪ ওভারে তিনি দেন ৪০ রান, নেন ১ উইকেট।ওভারপ্রতি আউটর উপরে রান দিয়েছেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা ও রিতু মনি। সেই তুলনায় ভালো বোলিং করেছেন নাহিদা। ৪ ওভারে ২০ রানে তিনি নেন ১ উইকেট।

একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শনিবার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা