রেকর্ড গড়েও জিততে পারল না বাংলাদেশ
০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
বোলারদের হতাশার দিনে প্রতিপক্ষ ফিল্ডারদের একের পর এক জীবন উপহার দেওয়ার সুযোগে ওপেনিংয়ে জুটির রেকর্ড গড়লেন দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। সম্ভাবনাও জেগেছিল দারুণ এক জয়ের। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি দল। অনেকগুলো রেকর্ড গড়ে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল টি-টোয়েন্টিতে এসে।
সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৫৭ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস।
এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল নিগার সুলতানার দল।
লক্ষ্য তাড়ায় ১২ ওভারে ১০৩ রানের দুর্দান্ত জুটি উপহার দেন দিলারা ও সোবহারা; মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। তারা ভেঙে দিয়েছেন আয়েশা রহমান ও রুমানা আহমেদের ৮১ রানের আগের রেকর্ড।
বাকি ৮ ওভারে মাত্র ৫৪ রান করতে পারেনি দল। ১১ বলের ব্যবধানে দুই ওপেনারের মাঝে বিদায় নেন নিগার সুলতানাও। মুহূর্তেই চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথমে ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে ফেরেন সোবহানা। নিগার ফেরেন ৫ বলে ৪ রান করে। ছয়বার জীবন পাওয়া দিলারা ফেরেন একই ওভারে, এক বল পরেই। তিনি এক রানের জন্য ফিফটি পাননি। আউট হন ৪১ বলে দুটি করে ছক্কা-চারে ৪৯ রানে।
দ্রুত তিন উইকেট হারিয়ে বসা দলকে পথে ফেরানোর আভাস দেন শারমিন আক্তার ও তাজ নেহার। কিন্তু দুজনের কেউই দায়িত্ব শেষ করে আসতে পারেনি। ১৪ বলে ১৯ রানে আউট হন তাজ।
শেষ দুই ওভারে রান লাগত ১৮। ওরলা প্রেনডারগাস্টের করা ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড স্বর্ণা আকতার। সেই ওভারেরই চতুর্থ বলে রিতুমনি আউট হওয়ার আগে খেলেন দুটি ডট বল। জান্নাতুল ফেরদৌস খেলেন আরও দুই ডট।
দুই ওপেনারের পর অন্যদের ব্যর্থতার ফাঁকে দলকে আশা দেখান শারমিন আক্তার। দুই বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামা ব্যাটার যখন চার মারেন অষ্টাদশ ওভারের শেষ বলে, তখনও ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের সম্ভাবনা।
শেষ পর্যন্ত ব্যাটিং করেও পেরে ওঠেননি শারমিন। তিনি অপরাজিত থেকে যান ১৩ বলে ২৩ রানে। ৪ বলে ৪ রানে অপরাজিত থাকেন নাহিদা আক্তার। জিততে পারলে এই সংস্করণে রান তাড়ার রেকর্ড গড়ত বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে ১৪৫ রান তাড়া করে জেতেছিল বাংলাদেশ।
এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে আসে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট ও আর্লিন কেলি।
এর আগে টসে জিতে ব্যাটে নেমে দারুণ ব্যাটিং উপহার দেয় আইরিশরা। গ্যাবি লুইস ও লিয়া পলের ৬৪ বলে ১০৭ রানের জুটিই তাদের বড় সংগ্রহ এনে দেয়। তৃতীয় উইকেটে যা তাদের রেকর্ড জুটি।
৭৫ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৯ রানের ইনিংসে তাদের জয়ের নায়ক লিয়া। ওপেনার ও দলপতি গ্যাবির ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস।
এদিন সবচেয়ে খরুচে চিলেন জান্নাতুল। ৪ ওভারে তিনি দেন ৪০ রান, নেন ১ উইকেট।ওভারপ্রতি আউটর উপরে রান দিয়েছেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা ও রিতু মনি। সেই তুলনায় ভালো বোলিং করেছেন নাহিদা। ৪ ওভারে ২০ রানে তিনি নেন ১ উইকেট।
একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৬৯/৫ (হান্টার ১০, লুইস ৬০, প্রেন্ডারগাস্ট ১১, পল ৭৯*, ডেলানি ২, রেমন্ড-হোয়ি ০, ফোর্বস ০*; জাহানারা ৪-০-৩৫-১, ফারিহা ৪-০-৩২-১, জান্নাতুল ৪-০-৪০-১, নাহিদা ৪-০-২০-১, রিতু ৩-০-২৭-০, স্বর্ণা ১-০-১১-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৭/৭ (দিলারা ৪৯, সোবহানা ৪৬, নিগার ৪, শারমিন ২৩*, তাজ ১৯, স্বর্ণা ১, রিতু ০, জান্নাতুল ০, নাহিদা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-২৪-৩, ক্যানিং ২-০-২২-০, কেলি ৪-০-২২-৩, সারজেন্ট ২-০-২৬-০, ডেলানি ৪-০-৩৮-০, ম্যাগুয়েইর ৪-০-২৪-১)
ফল: আয়ারল্যান্ড ১২ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ১-০তে এগিয়ে
প্লেয়ার অব দা ম্যাচ: লিয়া পল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ