অ্যাডিলেইডে মিডল অর্ডারে খেলবেন রোহিত
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম
রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং উপহার দিয়েছিলেন লোকেশ রাহুল। রোহিত ফেরার পরও তাই ওপেনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না ভারত। অ্যাডিলেইডে তাই ভারত অধিনায়ককে দেখা যাবে মিডল অর্ডারে ব্যাটিং করতে।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির এই টেস্টে ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে অ্যাডিলেইডেও ইনিংস শুরু করবেন রাহুল। আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রোহিত।
টেস্টে ২০১৯ সাল থেকে নিয়মিত ওপেন করে আসছেন রোহিত। এর আগে খেলেছেন মিডল অর্ডারে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কারণে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। তাকে ছাড়াই ২৯৫ রানে জিতে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেছে ভারত।
ওই টেস্টে প্রায় দুই বছর পর ওপেনে নেমে প্রথম ইনিংসে রাহুল করেন ২৬ রান। অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে তাকেই মনে হচ্ছিল সবচেয়ে দৃঢ়। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭৭ রান। জয়সওয়ালের সঙ্গে গড়েন ২০১ রানের উদ্বোধনী জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে তাই ওপেনিং জুটি না ভাঙার কথা জানালেন রোহিত। এর কারণও তুলে ধরলেন তিনি।
“কেএল (রাহুল) ইনিংস শুরু করবে এবং আমি মিডল অর্ডারে কোথাও খেলব। আমার জন্য সহজ নয়, তবে দলের জন্য এটাই ভালো। কেএল ভারতের বাইরে যা পারফরম্যান্স দেখিয়েছে, জায়গাটা (ওপেনিং) তার প্রাপ্য।”
“আমরা ফলাফল চাই, আমরা সাফল্য চাই। টপ অর্ডারের দুজন (রাহুল ও জয়সওয়াল), তারা পার্থে দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি বাড়িতে বসে খেলা দেখছিলাম। রাহুলের ব্যাটিং দেখা ছিল দারুণ। এই সময়ে জায়গাটা তার প্রাপ্য। এখন পরিবর্তন করার দরকার নেই, হয়তো ভবিষ্যতে বিষয়গুলো ভিন্ন হবে।”
রোহিতের মতো পার্থে ছিলেন না শুবমান গিলও। তাদের অনুপস্থিতিতে মিডল ও লোয়ার অর্ডারে সুযোগ দেওয়া হয় দুই অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ও হার্শিত রানাকে। ৫৯ বলে ৪১ ও ২৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে একটি উইকেট নেন অলরাউন্ডার নিতিশ। প্রথম ইনিংসে তিনটির পর দ্বিতীয়টিতে একটি উইকেট নেন পেসার হার্শিত। তাদের পারফরম্যান্সেও মুগ্ধ রোহিত।
চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা আছে গিলেরও। প্রথম টেস্টে তার জায়গায় তিন নম্বরে খেলে শূন্য ও ২৫ রান করা দেবদুত পাডিক্কাল তাই বাদ পড়তে পারেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা