অ্যাডিলেইডে মিডল অর্ডারে খেলবেন রোহিত
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম
রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং উপহার দিয়েছিলেন লোকেশ রাহুল। রোহিত ফেরার পরও তাই ওপেনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না ভারত। অ্যাডিলেইডে তাই ভারত অধিনায়ককে দেখা যাবে মিডল অর্ডারে ব্যাটিং করতে।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির এই টেস্টে ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে অ্যাডিলেইডেও ইনিংস শুরু করবেন রাহুল। আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রোহিত।
টেস্টে ২০১৯ সাল থেকে নিয়মিত ওপেন করে আসছেন রোহিত। এর আগে খেলেছেন মিডল অর্ডারে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কারণে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। তাকে ছাড়াই ২৯৫ রানে জিতে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেছে ভারত।
ওই টেস্টে প্রায় দুই বছর পর ওপেনে নেমে প্রথম ইনিংসে রাহুল করেন ২৬ রান। অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে তাকেই মনে হচ্ছিল সবচেয়ে দৃঢ়। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭৭ রান। জয়সওয়ালের সঙ্গে গড়েন ২০১ রানের উদ্বোধনী জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে তাই ওপেনিং জুটি না ভাঙার কথা জানালেন রোহিত। এর কারণও তুলে ধরলেন তিনি।
“কেএল (রাহুল) ইনিংস শুরু করবে এবং আমি মিডল অর্ডারে কোথাও খেলব। আমার জন্য সহজ নয়, তবে দলের জন্য এটাই ভালো। কেএল ভারতের বাইরে যা পারফরম্যান্স দেখিয়েছে, জায়গাটা (ওপেনিং) তার প্রাপ্য।”
“আমরা ফলাফল চাই, আমরা সাফল্য চাই। টপ অর্ডারের দুজন (রাহুল ও জয়সওয়াল), তারা পার্থে দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি বাড়িতে বসে খেলা দেখছিলাম। রাহুলের ব্যাটিং দেখা ছিল দারুণ। এই সময়ে জায়গাটা তার প্রাপ্য। এখন পরিবর্তন করার দরকার নেই, হয়তো ভবিষ্যতে বিষয়গুলো ভিন্ন হবে।”
রোহিতের মতো পার্থে ছিলেন না শুবমান গিলও। তাদের অনুপস্থিতিতে মিডল ও লোয়ার অর্ডারে সুযোগ দেওয়া হয় দুই অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ও হার্শিত রানাকে। ৫৯ বলে ৪১ ও ২৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে একটি উইকেট নেন অলরাউন্ডার নিতিশ। প্রথম ইনিংসে তিনটির পর দ্বিতীয়টিতে একটি উইকেট নেন পেসার হার্শিত। তাদের পারফরম্যান্সেও মুগ্ধ রোহিত।
চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা আছে গিলেরও। প্রথম টেস্টে তার জায়গায় তিন নম্বরে খেলে শূন্য ও ২৫ রান করা দেবদুত পাডিক্কাল তাই বাদ পড়তে পারেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ