পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম
শেষ ওভারে দরকার ছিল ১২ রান। জাহানদাদ খানের প্রথম দুই বলেই একটি করে ছক্কা-চারে হিসাবটা সহজ করে নিলেন টিনোটেন্ডা মাপোসা। এক বল হাতে রেখেই রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে।
বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার পাকিস্তান লড়াই করতে পেরেছে মূলত বোলারদের কল্যাণে। শেষ পর্যন্ত তারা ম্যাচ হেরেছে ২ উইকেটে।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের এটি তৃতীয় হার।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ম্যাচ জিতে ব্যবধানটা ২-১ করল জিম্বাবুয়ে।
স্রেফ ১৩২ রানের পুঁজি নিয়েও পাকিস্তান দারুণ লড়াই করে মূলত আব্বাস আফ্রিদি, সুফিয়ান মুকিম, আরাফাত মিনহাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে।
প্রথম দিকে বোলিংয়ে আসা মোহাম্মদ হাসনাইন ও জাহানাবাদ খান ছিলেন খরুচে। ২ ওভারে ২৪ রান দেওয়ার পর তো হাসনাইন আর বোলিংয়েই আসেননি। ২ উইকেট নিলেও ১৭ বলে ৩০ রান দেন জাহানাবাদ।
আব্বাস ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রানে ১ উইকেট নেন সুফিয়ান। উইকেটের তেখা না পেলেও ৪ ওভারে স্রেফ ১৭ রান দেন আরাফাত।
টপ-অর্ডাররাই জিম্বাবুয়ের জয়ের পথ রচনা করে দেয়। এরপর দ্রুত উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। একটা সময় তাদের স্কোরবোর্ডে ছিল ৯.৩ ওভারে ১ উইকেটে ৭৩ রান। বাকি ৬০ রান করতে গিয়ে ৭ উইকেট হারিয়েছে তারা।
রান তাড়ায় জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। ৩.২ ওভারে তারা রান তোলেন ৪০ রান। তিন চারে ৬ বলে কিপার-ব্যাটসম্যান মারুমানি করেন ১৫ রান।
ডিওন মায়ার্সের সঙ্গে ৩৩ রানের আরেকটি জুটিতে দলকে দশম ওভারে ১ উইকেটে ৭৩ রানের দৃঢ় ভিত এনে দেন বেনেট। এক ছক্কা ও ছয় চারে ৩৫ বলে ৪৩ রান করা বেনেটকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম।
এরপর দ্রুত আরও ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। ১৯ রান করতে ২০ বল খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। মিডল অর্ডারে ওয়েসলি মাধেভেরে, রায়ান বার্ল, টাশিঙ্গা মুসেকিওয়া ও মাসাকাজা যেতে পারেননি দুই অঙ্কে।
একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচ তাদের হাত থেকে বেরিয়েই গেছে। শেষ ওভারের প্রথম বল মাপোসার ব্যাটের কানায় লেগে কিপারের পাশ দিয়ে মুহূর্তেই বাইন্ডারি পেরিয়ে যায়। পরের বল তো উড়িয়েই মিডউইকেট দিয়ে বাইন্ডারি ছাড়া করেন মূলত বোলার হিসেবে খেলা এই ব্যাটার। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে স্কোর লেবেল করেন তিনি। চতুর্থ বলের আউট হন তাশিঙ্গা মুসিকিওয়া। এরপর সিঙ্গেল নিয়ে সব নাটকীয়তার সমাপ্তি ঘটান নতুন ব্যাটার রিচার্ড নাগাভা।
৪ বলে ১২ রানে অপরাজিত থাকেন মাপোসা। ৬৪ ম্যাচের ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ ইনিংস।
তবে দলের জয়ের আসল নায়ক ব্রাইন বেনেট। ৩৫ বলে ৪৩ রানের ম্যাচজয়ী ইনিংসের পথে ওপেনিংয়ে মারুম্বানির সঙ্গে ২০ বলে ৪০ ও দ্বিতীয় উইকেটে ডিয়ন মেয়ার্সের সঙ্গে ৩৮ বলে ৩৩ রানের জুটি গড়েন তিনি। দলও পেয়ে যায় জয়ের শক্ত ভিত।
অবশ্য ভিতের কথা বললে প্রথমেই চলে আসে তাদের বোলারদের কথা। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন তো তারাই। ৪ ওভারে ১৯ রানের মধ্যে টপ অর্ডার হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি পাকিস্তান।
মিডল অর্ডারে লম্বা সময় উইকেটে থেকেই প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি অধিনায়ক সালমান আগা (৩২ বলে ৩২), তৈয়েব তাহির (১৪ বলে ২১), কাসিম আকরাম (১৫ বলে ২০) ও আব্বাস। সবচেয়ে ধীর ব্যাটিং করেন আরাফাত। ২৬ বলে অপরাজিত থেকে কেবল ২২ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩২/৭ (সাহিবজাদা ৪, ইউসুফ ০, উসমান ৫, সালমান ৩২, তৈয়ব ২১, আরাফাত ২২*, আব্বাস ১৫, জাহানদাদ ৬*; মাসাকাদজা ৪-০-২৪-১, মুজারাবানি ৪-০-২৫-২, এনগারাভা ৩-০-২৭-১, রাজা ৪-০-২৪-০, মাপোসা ১-০-১২-১, বার্ল ৩-০-১৫-১, বেনেট ১-০-২-০)
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১৩৩/৮ (বেনেট ৪৩, মারুমানি ১৫, মায়ার্স ১৩, রাজা ১৯, মাধেভেরে ৭, বার্ল ৬, মুসেকিওয়া ৭, মাসাকাদজা ৬, মাপোসা ১২*, এনগারাভা ১*; হাসাইন ২-০-২৪-০, জাহানদাদ ২.৫-০-৩০-২, সালমান ৩-০-১৯-১, আরাফাত ৪-০-১৭-০, মুকিম ৪-১-১৯-১, আব্বাস ৪-০-২৩-৩)
ফল: জিম্বাবুয়ে ২ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ব্রায়ান বেনেট
ম্যান অব দা সিরিজ: সুফিয়ান মুকিম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত