ফের বসুন্ধরার মুখোমুখি মোহামেডান
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম
এক ম্যাচের টুর্নামেন্ট ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ দিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয়। নতুন এই টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তোলে বসুন্ধরা কিংস। যাদের বিপক্ষে হার দিয়ে এবারের মৌসুম শুরু করেছে সাদাকালোরা ফের সেই দলটির মুখোমুখি হচ্ছে তারা। ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী।
১৩ দিনের ব্যবধানে মৌসুমে দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে বসুন্ধরা ও মোহামেডানের। গত ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে প্রথমবার দেখা হয়েছিল তাদের। যদিও এক ম্যাচের টুর্নামেন্টটি নানা অভিযোগ আর বিতর্ক নিয়েইশেষ হয়েছিল। কারণ প্রথমে গোল করে এগিয়ে গিয়েও চ্যালেঞ্জ কাপের ফাইনালে জিততে পারেনি মোহামেডান। যে কারণে তাদের হাতছাড়া হয় মৌসুমের প্রথম শিরোপা। আর এ জন্য সাদাকালোরা দায়ী করেছে হঠাৎই গ্যালারী থেকে ছুটে আসা চারটি স্মোক ফ্লেয়ারকে। নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় ঐ ঘটনার পরই মূলত ম্যাচে সমতা আনে বসুন্ধরা কিংস। এরপর একে একে তিন গোল করে জিতে নেয় শিরোপা। মোহামেডানের দাবী ঐ স্মোক ফ্লেয়ারগুলোর কারণেই তারা ম্যাচে মনযোগ হারিয়েছিল। সেই আক্ষেপের ম্যাচ ভুলে আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লাতে বিপিএলের ম্যাচে বসুন্ধরাকে পাচ্ছে মোহামেডান। এই ভেন্যু নিয়ে অবশ্য বসুন্ধরার রয়েছে বিস্তর অভিযোগ। তিন দিন আগেই এই ভেন্যুতে ফেডারেশন কাপের প্রথম ম্যাচটি খেলেছে তারা। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে খেলা ওই ম্যাচে কষ্টার্জিত জয় (১-০) পেলেও কুমিল্লার ফুটবল মাঠ খেলার উপযোগী নয় বলে দাবী কিংস খেলোয়াড়দের। সদ্য ক্রিকেটের পিচ তোলা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে খেলে চোট আক্রান্ত হন বসুন্ধরা কিংস তথা জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন। তার মতে কুমিল্লার মাঠ এমনিতে বেশ শক্ত। অনেকটা ধানক্ষেতের মতো। মাঝে আবার ক্রিকেট পিচের কারণে পুরোটাই ন্যাড়া। এই মাঠে আর যাই হোক ফুটবল খেলা সম্ভব নয়। এখানে খেললে নিয়মিত ইনজুরিতে পড়বেন ফুটবলাররা। তবে এই মাঠেই আজ অনেকটা বাধ্য হয়েই খেলতে হবে মৌসুমের শক্তিধর দুই ক্লাবকে। চ্যালেঞ্জ কাপে জয়ের পর বিপিএলের গত প্রথম রাউন্ডে বসুন্ধরা কিংস ৭-০ গোলে উড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনীকে। এবারের লিগে এখন পর্যন্ত এটিই সব থেকে বড় ব্যবধানের জয়। লিগে কিংসের পরই বড় জয়টি মোহামেডানের। গত রাউন্ডে তারা আরেক ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে হারায়। লিগের প্রথম রাউন্ডে কোনো ম্যাচ ড্র হয়নি। দশ দলের মধ্যে ৫টি দল ৩ পয়েন্ট করে অর্জন করেছে। তবে গোলগড়ে এগিয়ে(+৭) শীর্ষে আছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে (+৬) দ্বিতীয় স্থানে মোহামেডান। রহমতগঞ্জ ও ঢাকা আবাহনীর গোলগড় সমান (+২)। তারা আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের গোলগড় (+১)। অন্য পাঁচ দল পয়েন্ট শূন্য। এরা হলো- ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, সপ্তম স্থানে ফর্টিস এফসি, অষ্টম স্থানে ফকিরেরপুল ইংয়ংমেন্স ক্লাব, নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স ও দশম স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী।
বসুন্ধরার আজ নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ম্যাচ হলেও মোহামেডানের মধুর প্রতিশোধের ম্যাচ। চ্যালেঞ্জ কাপে হারের শোধ নিয়ে নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে মৌসুমের দ্বিতীয় সাক্ষাত স্মরণীয় করে রাখার লক্ষ্য কোচ আলফাজ আহমেদের শিষ্যদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল-শিবির, ভর্তিচ্ছুদের উচ্ছ্বাস
মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাবিতে আজ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী
ফুটেজের ব্যক্তি আর শরিফুল শেহজাদ একজন নয়,মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি পিতার
ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ বাঁধতো না : পুতিন
ক্যালিফোর্নিয়া গভর্নরের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র নতুন ত্রাণ তহবিল স্থগিত করেছে, ইসরাইল-মিসরের জন্য ব্যতিক্রম
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন
বাংলাদেশিকে লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি
বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
অভাবনীয় ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
টাই-ব্রেকিং ভোটে পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিশ্চিত
এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী
এবার মা, ছোট ভাই ও আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এই প্রথম ভারতে স্বর্ণের দাম বেড়ে ৮৩ হাজার রুপি
বিজিবি মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র