লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর
০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
প্রথম দুই ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও হতাশার হারে বিদায়ের ধ্বনি শুনতে পাচ্ছিল যে দল, সেই দলই পরের দুই ম্যাচে প্রত্যবর্তনের গল্প লিখে উঠে গেল গ্লোবাল সুপার লিগের ফাইনালে!
গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স।
ফাইনালে যেতে লাহোর কালান্দার্সকে জিতলেই হতো। আর রংপুরের জন্য জয়ের পাশাপাশি ছিল রান রেটের সমীকরণ। ব্যাটে-বলে সব সমীকরণ মিলিয়ে বড় জয়ে ফাইনালে উঠে গেছে নুরুল হাসান সোহানের দল।
প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে রংপুর ৯ ওভারে তোলে ৮৫ রান। এরপর বৃষ্টির কারণে তারা আর ব্যাটিং করতে পারেনি। ঝড়ো ব্যাটিং উপহার দেন ক্রিজে যাওয়া তিন ব্যাটসম্যান স্টিভেন টেইলর, সৌম্য সরকার ও সাইফ হাসান।
রংপুর স্রেফ একটি উইকেট হারানোয় ডিএলএস পদ্ধতিতে লাহোরের লক্ষ্যটা দাঁড়ায় অনেক বড়, ৯ ওভারে ১১১। কিন্তু শেখ মেহেদির হাসানের প্রথম ওভারেই বড় ধাক্কা খায় তারা তিন উইকেট হারিয়ে। পরে চেষ্টা করেও তারা যেতে পারে কেবল ৮৭ রান পর্যন্ত।
ম্যাচে বৃষ্টি হানা দেয় বারবার। ম্যাচ শুরু হয় অনেক দেরিতে। টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরে উড়ন্ত শুরু এনে দেন টেইলর ও সৌম্য। চার ওভারে রান যখন ৪৬, বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ম্যাচ নেমে আসে ১৬ ওভারে।
খেলা আবার শুরুর দ্বিতীয় বলেই বিদায় নেন সৌম্য। ১৩ বলে ২২ রান করে তিনি বোল্ড হন বাঁহাতি পেসার সালমান মির্জার বলে।
তবে রংপুরের ঝড় থামেনি। ৫ ওভারে তারা তোলে ৫৮ রান। খানিক পর বৃষ্টিতে আবার বন্ধ হয় খেলা। রংপুরের ব্যাটিং আর শুরু হতে পারেনি। টেইলর ২৭ বলে ৩২ এবং সাইফ ১৪ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচের আগে রংপুরের জন্য বড় ধাক্কা ছিল খুশদিল শাহর দেশে ফিরে যাওয়া। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি ব্যাটসম্যান ব্যাটিংয়ের অভাব অনুভূত হয়নি তাদের।
লাহোরের লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১, তবে রংপুরে ফাইনালে উঠতে হলে জিততে হতো চার বা এর বেশি রানে।
প্রথম ওভারেই লাহোর হারায় ৩ উইকেট। তৃতীয় বলে রান আউট হন অ্যাডাম রেসিংটন। এরপর টানা দুই বলে লুক ওয়েলস ও মোহাম্দ ফাইজানকে ফেরান শেখ মেহেদি হাসান। হয়ে যায় দলীয় হ্যাটট্রিক! ওভারের শেষ বলটি মির্জা তাহির বেগ ঠেকিয়ে দেওয়ায় শেখ মেহেদির হ্যাটট্রিক হয়নি।
হারমিত সিংয়ের বলে ছক্কা ও চার মেরে হাত খোলার চেষ্টা করেন মোহাম্মদ আখলাক। কিন্তু পরের ওভারেই তাকে বিদায় করেন শেখ মেহেদি।
তিন ওভারে চার উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তানের দলটি। তবে ইংলিশ ব্যাটসম্যান টম অ্যাবেল ও মির্জা বেগ চেষ্টা করেছেন।
১২ বলে ২৫ রান করা অ্যাবেলকে থামান তার স্বদেশী জ্যাক চ্যাপেল। ২০ বলে ৩১ রান করা মির্জাকে ফেরান কামরুল হাসান। বড় জয় পায় রংপুর।
ফাইনালের রংপুরের প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়া। ম্যাচ শুরু শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
প্রাথমিক পর্বে দুই দলের লড়াইয়ে ১০ রানে জিতেছিল অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।
প্রাথমিক পর্বের দুই ম্যাচ জিতে ৫০ হাজার ডলার প্রাইজমানি পেয়ে গেছে রংপুর। চ্যাম্পিয়ন হতে পারলে জিতবে ৫ লাখ ডলার। আর রানার্স আপ দলের জন্য আড়াই লাখ ডলার তো আছেই।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (টেইলর ৩২*, সৌম্য ২২, সাইফ ২৭*; সালমান ২-০-২৬-১, ফাহিম ২-০-২২-০, আফ্রিদি ২-০-১৯-০, শামসি ২-১-১০-০, ওয়েলস ১-০-৭-০)।
লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (ওয়েলস ০, রসিংটন ১, আখলাক ১১, ফাইজান ০, মির্জা ৩১, অ্যাবেল ২৫, ফাহিম ১৮*, ব্র্যাথওয়েট ০, আফ্রিদি ১*; শেখ মেহেদি ২-০-১১-৩, হারমিত ২-০-২০-০, রিশাদ , কামরুল ২-০-২২-১, চ্যাপেল ২-০-১৭-২)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: স্টিভেন টেইলর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
জিয়ার আদর্শ মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে: সিলেটে খন্দকার মুক্তাদির
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের