ভারতকে গুটিয়ে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া
০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। মিচেল স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুই সেশনেই গুটিয়ে গেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পরে নাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের ব্যাটে ভালো শুরু পেয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেইড ওভালে ভারতকে ১৮০ রানে গুটিয়ে ১ উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।
৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাকসুয়েনি ৯৭ বলে ৩৮ এবং লাবুশেন ৬৭ বলে ২০ রানে ব্যাট করছেন।
শেষ সেশনে ব্যাটে নেমে একাদশ ওভারে উসমান খাজাকে হারানোর পর সাবধানী ব্যাটিংয়ে এই দুজন কাটিয়ে দিয়েছেন ২২ ওভার। রান তুলেছেন ওভারপ্রতি ২.৮১ গড়ে।
তবে দুর্দান্ত বোলিংয়ে দিনের সব আলো কেছে নিয়েছেন স্টার্ক। তার গতির কোনো জবাব ছিল না ভারতের কাছে। এই বাঁহাতি পেসার একাই নিয়েছেন ৪৮ রানে ৬ উইকেট। ক্যারিয়ারে আরও চারবার সর্বোচ্চ ৬ উইকেট নিলেও এর চেয়ে কম রানে পাননি একবারও। ভারতের বিপক্ষে এটি তার প্রথম পাঁচ উইকেট, সব মিলিয়ে ১৫তম।
গোলাপি বলে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ শিকার ধরলেন স্টার্ক। দুইবারের বেশি নেই অন্য কোনো বোলারের। দিবা-রাত্রির টেস্টে তার উইকেট হলো ৭২টি। ৫০ উইকেটও নেই আর কারও।
২টি করে শিকার ধরেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
অ্যাডিলেইড ওভালের উইকেটে ছিল সবুজ ঘাসের ছোঁয়া। দিনজুড়েই সুইং, মুভমেন্ট পান পেসাররা। এদিন পড়া ১১ উইকেটের সবকটিই পেসারদের। যদিও ব্যাটিংয়ের জন্য ভয়ঙ্কর ছিল না উইকেট।
শুক্রবার টসে জিতে ব্যাটে নামা ভারত প্রথম বলেই হারায় যশস্বী জয়সোয়ালকে। দারুণ ডেলিভারিতে আগের টেস্টের সেঞ্চুরিয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন স্টার্ক।
এরপর শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও চোট কাটিয়ে ফেরা শুবমান গিল। দুজনে গড়েন ১১৩ বলে ৬৯ রানের জুটি। গালিতে ম্যাকসুয়ানির হাতে রাহুলকে ক্যাচ বানা স্টার্ক। ৬৪ বলে ৬ চারে ৩৭ রান করে পেরেন রাহুল।
এরপর টানা দুই ওভারে ফেরেন কোহলি ও গিল। রাহুলের মতো অনেকটা একই রকম আউট করেন স্টার্ক। আগের টেস্টের সেঞ্চুরিয়ান কোহলি এবার ফেরেন ৮ বলে ৭ রানে।
পরের ওভারে গিলকে এলবিডব্লিউ করেন বোল্যান্ড। রোগিতের ২৩ বেল ৩ রানের লড়াইয়েরও ইতি ঘটে বোলান্ডেরই বলে একই আউটে।
৩৫ বলে ২১ রান করা রিশাভ পান্তকে ফেরান কামিন্স, গালি মার্নাস লাবুশেনের সহজ ক্যাচ বানিয়ে। পরেপর দুটি ত্রিশোর্ধো রানে নেতৃত্ব দেন রেড্ডি। সপ্তম উইকেটে রবিচন্দ্রন আশ্বিনকে নিয়ে ৩৫ বলে ৩২ রান যোগ করেন। ২২ বলে ২২ রান করে স্টার্কের বলে এলবিডব্লিউ হন আশ্বিন।
নবম উইকেটে জাসপ্রিত বুমরাহকে নিয়ে রেড্ডি গড়েন ৩১ বলে ৩৫ রানের জুটি, যেখানে বুমরাহর অবদান ৮ বলে শূন্য।
আশ্বিনকে এলবিডব্লিউ করার পর একই ওভারে হার্ষিত রানাকে বোল্ড করে ক্যারিয়ারের ১৫তম ৫ উইকেট পূরণ করেন স্টার্ক।
স্টার্ককে হাঁকাতে গিয়ে আকাশে তুলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রেড্ডি। শেষ হয় তার ৫৪ বলে ৩টি করে ছক্কা-চারে ৪২ রানের ইনিংস।
শেষ সেশনে ভারতের সাফল্য বলতে খাজার উইকেট। শিকারটি ধরেন বুমরাহ। ১১ ওভারে ৪ মেডেনে ১৩ রানে ১ উইকেট নেন এই পেসার। অজিদের একমাত্র উইকেটটি তুলে নিয়ে চলতি পঞ্জিকাবর্ষে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
আশ্বিনকে আনা হয় দিনের একেবারে শেষ ওভারে। এর মাঝে চেষ্টা চালিয়েছেন মোহাম্মদ সিরাজ (১০-৩-২৯-০), হার্ষিত রানা (৮-২-১৮-০), রেড্ডিরাও (৩-১-১২-০)। কিন্তু আর উইকেটের দেখো মেলেনি। দ্বিতীয় দিনের শুরুতেও তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০ (জয়সওয়াল ০, রাহুল ৩৭, গিল ৩১, কোহলি ৭, পান্ত ২১, রোহিত ৩, নিতিশ ৪২, অশ্বিন ২২, হার্শিত ০, বুমরাহ ০, সিরাজ ৪*; স্টার্ক ১৪.১-২-৪৮-৬, কামিন্স ১২-৪-৪১-২, বোল্যান্ড ১৩-০-৫৪-২, লায়ন ১-০-৬-০, মার্শ ৪-০-২৬-০)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৬/১ (খাওয়াজা ১৩, ম্যাকসুয়েনি ৩৮*, লাবুশেন ২০*; বুমরাহ ১১-৪-১৩-১, সিরাজ ১০-৩-২৯-০, হার্শিত ৮-২-১৮-০, নিতিশ ৩-১-১২-০, অশ্বিন ১-১-০-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার