স্টার্ক আগুনে পুড়ে ছাই ভারত
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ম্যাচের প্রথম বলের জন্য দৌড় শুরু করলেন বোলার মিচেল স্টার্ক। গ্যালারিতে তখন দর্শকদের তুমুল করতালি। বাঁহাতি পেসারের ফুল লেংথ বল লেগ স্টাম্পে পড়ে সুইং করে আঘাত হানল ইয়াশাসভি জয়সওয়ালের প্যাডে। এলবিডব্লিউয়ের জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। গর্জে উঠলেন স্টার্ক। আরও একবার, টেস্টের প্রথম বলে উইকেটের স্বাদ। অ্যাডিলেইডে গতকাল দিন-রানের টেস্টের প্রথম বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে ফেরান স্টার্ক। এই নিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট পেলেন অস্ট্রেলিয়ান পেসার। টেস্ট ইতিহাসে এই নজির তার চেয়ে বেশিবার নেই আর কারও।
স্টার্কের সৌজন্যে ফিরে এলো দুই দশকের পুরোনো স্মৃতি। তার মতো তিনবার এই স্বাদ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্সও। কলিন্সের এই কীর্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন বাংলাদেশের একজনও। তিনবারই যে তার শিকার ছিলেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে জাতীয় নির্বাচক হান্নান সরকার! ২০০২ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্টের প্রথম বলে হান্নানকে বোল্ড করে দেন কলিন্স। দুই বছর পর ক্যারিবিয়ান সফরে সেন্ট লুসিয়ায় আবার টেস্টের প্রথম বলে হান্নান ফেরেন কলিন্সের বলে এলবিডব্লিউ হয়ে। ওই সিরিজে পরের টেস্টে জ্যামাইকাতেও ম্যাচের প্রথম বলে একইভাবে আউট হন হান্নান, বোলার যথারীতি কলিন্স।
অ্যাডিলেইডে প্রথম বলে উইকেটের পর স্টার্ক ফিরিয়ে দেন ভারতের আরও পাঁচ ব্যাটসম্যানকে। ভারতকে ১৮০ রানে গুটিয়ে দিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৮ রানে ৬ উইকেট নেন ৩৪ বছর বয়সী পেসার। তার আগের সেরা বোলিং ছিল ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৫০ রানে ৬ উইকেট। ভারতের বিপক্ষে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। আর ৯১ টেস্টের ক্যারিয়ারে পেলেন ১৫ বার। দিন-রাতের টেস্টে এই স্বাদ পেলেন তিনি চারবার, আর কোনো বোলারের দুবারের বেশি নেই। তার আগুন ঝরা ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুইশও করতে পারল না ভারত। দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস ¯্রফে ১৮০ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। পরে ব্যাটিংয়ে নেমে ন্যাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। ৬ চারে ৩৮ রানে খেলছেন ম্যাকসুয়েনি, ৩ চারে ২০ রানে অপরাজিত লাবুশেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬২ রানের। আর ৯৪ রানে পিছিয়ে তারা।
অ্যাডিলেইড ওভালের উইকেটে ছিল সবুজ ঘাসের ছোঁয়া। দিনজুড়েই সুইং, মুভমেন্ট পান পেসাররা। এদিন পড়া ১১ উইকেটের সবকটিই পেসারদের। যদিও ব্যাটিংয়ের জন্য ভয়ঙ্কর ছিল না উইকেট। স্টার্কের ছোবলে ব্যাটিং ধসে পড়া ভারতের ইনিংসে ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ রান আসে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে। সফরকারীদের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি কেবল একটি, দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও শুবমান গিলের ৬৯। পার্থ টেস্টে ¯্রফে ৩ উইকেট নেওয়া স্টার্ক এবার প্রথম ইনিংসেই জ্বলে উঠে ৪৮ রানে নেন ৬ উইকেট। ক্যারিয়ারে আরও চারবার সর্বোচ্চ ৬ উইকেট নিলেও এর চেয়ে কম রানে পাননি একবারও। ভারতের বিপক্ষে এটি তার প্রথম পাঁচ উইকেট, সব মিলিয়ে ১৫তম। গোলাপি বলে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ শিকার ধরলেন স্টার্ক। দুইবারের বেশি নেই অন্য কোনো বোলারের। দিবা-রাত্রির টেস্টে তার উইকেট হলো ৭২টি। ৫০ উইকেটও নেই আর কারও।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিল হিউজের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ম্যাচে নানা আয়োজন রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের ২৭ নভেম্বর পরলোকে পাড়ি জমান হিউজ। গত সপ্তাহে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ইয়ান রেডপাথও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের স্মরণে ম্যাচটি কালো ব্যান্ড পরে খেলছেন স্টার্ক-কামিন্সরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৪৪.১ ওভারে ১৮০ (জয়সওয়াল ০, রাহুল ৩৭, গিল ৩১, কোহলি ৭, পান্ত ২১, রোহিত ৩, নিতিশ ৪২, অশ্বিন ২২, হার্শিত ০, বুমরাহ ০, সিরাজ ৪*; স্টার্ক ৬/৪৮, কামিন্স ২/৪১, বোল্যান্ড ২/৫৪, লায়ন ০/৬, মার্শ ০/২৬)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৩ ওভারে ৮৬/১ (খাওয়াজা ১৩, ম্যাকসুয়েনি ৩৮*, লাবুশেন ২০*; বুমরাহ ১/১৩, সিরাজ ০/২৯, হার্শিত ০/১৮, নিতিশ ২/১২, অশ্বিন ০/০)। প্রথম দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সোনা চোরাচালানের দায়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান জব্দ
রাজশাহী বাঘায় পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে এগারো কেজি বাঘাইড় মাছ
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান
গোয়ালন্দে চুরির সন্দেহে ব্যবসায়ীর ১০টি গরু থানায়!
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে: রিজওয়ানা হাসান
দৌলতপুরে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিজয় দিবস রাগবি শনিবার
প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ