পাকিস্তানকে উড়িয়ে শিরোপার মঞ্চে যুবারা
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
এবারও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব- টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বলেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কথা রাখার দিকেই এগোচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। তার আরেকটি ঝড়ো ফিফটিতে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবারের আসরেও ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের করা ১১৬ রান তাড়া করতে নেমে ১৬৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছে ৭ উইকেটে। গত আসরের ফাইনালে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল। টানা দ্বিতীয় শিরোপা জয়ের অভিযানে আগামীকাল একই মাঠে ফাইনালে নামবে টাইগার যুবারা।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষেও অপরাজিত ফিফটি করেন আজিজুল। দুবাইয়ে এই ম্যাচেও ৩৯ বলে ৫০ ছোঁয়া আজিজুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪২ বলে ৬১ রান করে। তবে গতকাল আসল কাজটা তো বোলাররাই করেছেন। তাতেই তো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দেওয়া গেছে। এর শুরুটা হয়েছিল বাঁহাতি পেসার মারুফ মৃধার হাত ধরে। তিনি পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও শাহজাইব খানকে ফিরিয়েছেন শূন্য রানে। শাহজাইব এবারের টুর্নামেন্টেই ভারতের বিপক্ষে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর অধিনায়ক সাদ বেগ ও ৩ নম্বরে খেলা মোহাম্মদ রিয়াজউল্লাহকে আউট করেন পেসার ইকবাল হোসেন। ৭ ওভারে ২৪ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ৬ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মারুফ।
রান তাড়ায় শুরুতে বাংলাদেশের দুই ওপেনার ছিলেন একটু নড়বড়ে। পাকিস্তানের দুই পেসারের চমৎকার বোলিংয়ে পাঁচ ওভারে কেবল চার রান তোলেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি। পরের ওভারে উমার জাইবকে চারটি চার মেরে জেগে ওঠার আভাস দেন জাওয়াদ। তবে বেশিদূর যেতে পারেননি তিনি। ১৭ রানেই শেষ হয় তার ইনিংস। কালাম তো আগেই ফেরেন ১৪ বলে কোনো রান না করেই। ছোট পুঁজি নিয়েও তখন ম্যাচ জমিয়ে তোলার আভাস দিচ্ছিল পাকিস্তান। কিন্তু আজিজুলের মনে ছিল অন্য ভাবনা। ক্রিজে যাওয়ার পরপরই বাউন্ডারিতে শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর আব্দুল সুবহানকে মারেন টানা তিনটি চার। এরপর ¯্রফে এগিয়ে যাওয়ার পালা। তাকে সঙ্গ দেন মোহাম্মদ শিহাব জেমস।
পাকিস্তানিরা এক পর্যায়ে তাদেরকে সেøজিং করেন প্রচুর। তাদের মনোযোগ নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আজিজুল জবাব দেন ব্যাট হাতে দুর্দান্ত সব শট খেলে। বাদ রাখেননি শরীরী ভাষা দিয়ে জবাব দিতেও। শিহাব (২৬) শেষ পর্যন্ত থাকতে পারেননি। তবে আজিজুল হার মানেননি। নাভিদের বলে বাউন্ডারিতে দলকে জিতিয়ে হুঙ্কার ছোড়েন বাংলাদেশ অধিনায়ক। উদযাপনে তার সঙ্গী হন দলর অন্যরাও। পরে মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা জানান তারা। যুব ওয়ানডে অভিষেকে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়ে এই আসর শুরু করেছিলেন আজিজুল। পরের ম্যাচে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন অপরাজিত ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হলেও এই ম্যাচে জ¦লে উঠলেন আবার। টুর্নামেন্টের চার ম্যাচে তার রান ২২৪, গড় ১১২।
একই দিনে অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল। যে লক্ষ্য ভারত যুব দল ছুঁয়েছে ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে। পেসার চেতান শার্মা নেন তিন উইকেট। ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন কদিন আগে আইপিএলে কোটি টাকায় দল পাওয়া ১৩ বছর বয়সী ওপেনার বৈভাব সুরিয়াভানশি। ফাইনাল হবে দুবাইয়ে, ৮ ডিসেম্বর। পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়াসহ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে একবার করে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৩৭ ওভারে ১১৬/১০ (রিয়াজউল্লাহ ২৮, ফারহান ৩২; মারুফ ২/২৩, ইকবাল ৪/২৪)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২২.১ ওভারে ১২০/৩ (আজিজুল ৬১*, শিহাব ২৬; আলী রাজা ১/৪০, সুবহান ১/২৭)। ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ইকবাল হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম