আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সমতায় ফেরার চ্যালেঞ্জ
০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ এএম
প্রথম ম্যাচ হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা। পক্ষান্তরে, জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য আয়ারল্যান্ডের।
সিলেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু ১২ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে হয় স্বাগতিকদের।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে রেকর্ড ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে টাইগ্রেসরা।
দুই ওপেনার দিলারা আকতার ৪৯ ও সোবহানা মোস্তারি ৪৬ রান করেন। মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় সাফল্য পায়নি বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বিসিবির পাঠানো এক ভিডিওতে দলের পেসার জাহানারা আলম বলেন, ‘আমরা খুবই আশাবাদি। আমরা দারুণ ছন্দে আছি। এই আইরিশদের বিপক্ষেই আমরা ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট পুরোপুরি ভিন্ন। আমরা সবাই জানি, এই ফরম্যাটে বল-বাই-বল আপনাকে টার্গেট করতে হয়। এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার বিশ্বাস আয়ারল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারকে দ্রুত শিকার করতে পারলে তাদের খুব অল্প রানে তাদের আটকে রাখতে পারবো। তাহলে ম্যাচ ইতিবাচক ফলাফলের দিকে যাবে এবং আমরা ট্রফি জিততে পারবো।’
তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সে বিবেচনায় আমার বিশ্বাস, সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের আছে।’
টপ অর্ডারের সাথে মিডল অর্ডার ব্যাটাররা ভালো করলে ম্যাচ জয় সম্ভব বলে মনে করেন জাহানারা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ১৭০ রানের টার্গেটে আমাদের মনে হয়েছে, আমরা যদি ভালো শুরু করতে পারি এবং পাওয়ার প্লে কাজে লাগাতে পারি, তাহলে এটি স্পর্শ করা সম্ভব। আমরা ১০ বা ১১ ওভারে ১শর বেশি রান করেছিলাম। আমরা আশাবাদি ছিলাম, কিন্তু মিডল অর্ডারে কোন ভুলের কারণে আমরা সাফল্য পাইনি। তবে আমরা আশাবাদি, যে চারজন রানের ছন্দে ফিরেছে, তার সাথে আরও কয়েকজন যুক্ত হলো। এই ব্যাটিং উইকেটে আমরা রান তাড়া করতে পারবো ও বড় স্কোরও করতে পারবো।’
পাঁচ মাসেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন জাহানারা। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট তিনি।
নিজের পারফরমেন্সের চেয়ে দলের ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন জাহানারা, ‘আবারও সুযোগ পেয়েছি, আবারও বাংলাদেশ দলের জার্সি গায়ে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য অরেক বড় গৌরবের। দলের ফেরার পারফরমেন্স সব সময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য"
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে