গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর
০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
প্রথম দুই ম্যাচ হারের পর, টানা তিন জয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময় শনিবার সকালে টুর্নামেন্টের ফাইনালে ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর ৫৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে। রংপুর ২০ ওভারে তোলে ১৭৮ রান। গোটা আসরে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
পাঁচ দলের টুর্নামেন্টে লিগ পর্বে প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিলো রংপুর। লিগ পর্বের শেষ দুই ম্যাচ জিতে ও রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে রংপুরের এটি দ্বিতীয় শিরোপা। ২০১৭ সালে বিপিএলের শিরোপা জিতেছিলো তারা।
এবারের ফাইনালের মঞ্চে ৫৪ বলে ৮৬ রান করেন সৌম্য। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এই ওপেনার।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর। উদ্বোধনী জুটিতে ৮৪ বলে ১২৪ রান যোগ করেন রংপুরের দুই ওপেনার যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ও সৌম্য সরকার।
এরমধ্যে পাওয়ার প্লেতে ৪০, অষ্টম ওভারে ৫০ এবং ১৩তম ওভারে ১শ রানে পৌঁছায় রংপুর। এসময় সৌম্য ৩৩ বলে ২০তম এবং টেইলর ৪৪ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ন করেন।
১৪তম ওভারের শেষ বলে টেইলরের আউটে উদ্বোধনী জুটি ভাঙ্গে রংপুরের। ৪টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করেন টেইলর।
টেইলর ফেরার পর মিডল অর্ডারে সাইফ হাসান ৬ ও ইতালির ওয়েনি ম্যাডসেন ১০ রানে আউট হলেও রংপুরের রানের চাকা সচল রাখেন সৌম্য। ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেন সৌম্য। করে রংপুর। এবারের টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ দলীয় রান।
৭টি চার ও ৫টি ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৮৬ রান করেন সৌম্য। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ভিক্টোরিয়ার পক্ষে তিন বোলার ১টি করে উইকেট নেন।
১৭৯ রানের জবাবে খেলতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় ভিক্টোরিয়া। ওপেনার ব্লেক ম্যাকডোনাল্ডকে ১৬ রানে বিদায় দেন রংপুরের পেসার কামরুল ইসলাম রাব্বি।
দ্বিতীয় উইকেটে জো ক্লার্ক ও সঞ্জয় কৃষ্ণমূর্তির ৩৮ রানের জুটিতে ৭ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুলে ভালো অবস্থায় ছিলো ভিক্টোরিয়া। কিন্তু এরপরই ছন্দপতন ঘটে ভিক্টোরিয়ার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ দশমিক ১ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা।
বল হাতে রংপুরের পক্ষে যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং ৩টি, মাহেদি হাসান-রিশাদ হোসেন ও সাইফ হাসান ২টি করে এবং কামরুল ইসলাম ১টি উইকেট নেন।
ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হন রংপুরের সৌম্য। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৫ ইনিংস ব্যাট করে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৮৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।
লিগ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়ার কাছে হেরেছিলো রংপুর। এরপর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সকে হারানোর পাশাপাশি রান রেটে এগিয়ে থেকে ফাইনালে উঠে রংপুর।
প্রথম গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জয়ের গৌরবের পাশাপাশি রংপুরের অর্থযোগও কম নয়। চ্যাম্পিয়ন হয়ে ৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছে তারা। প্রাথমিক পর্বের দুটি জয়ের জন্য আরও ৫০ হাজার ডলার তো আছেই।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (টেইলর ৬৮, সৌম্য ৮৬*, সাইফ ৬, ম্যাডসেন ১০, সোহান ২*; ড্রেকস ৪-১-২০-১, স্মিথ ৪-০-৩০-০, বার্থিসেল ৪-০-৩৩-১, স্টো ৪-০-৩৬-০, অ্যান্ডারসন ২-০-২৫-০, গোর ২-০-৩০-১)।
ক্রিকেট ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২ (ম্যাকডোনাল্ড ১৬, ক্লার্ক ৪০, সাঞ্জায় ১০, ওয়েলস ২, এডওয়ার্ডস ৯, অ্যান্ডারসন ৩, গোর ১৩, বার্থিসেল ৪, ড্রেকস ১২, স্টো ৭*, স্মিথ ২; শেখ মেহেদি ৪-০-২০-২, কামরুল ২-০-১৩-১, চ্যাপেল ২-০-১৯-০, হারমিত ৪-০-১৯-৩, রিশাদ ৩.১-০-২৬-২, সাইফ ৩-০-২১-২)।
ফল: রংপুর রাইডার্স ৫৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার।
ম্যান অব দা টুর্নামেন্ট: সৌম্য সরকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম