অ্যাটকিনসনের হ্যাটট্রিক আর অনেক প্রাপ্তির দিনে জয়ের মঞ্চ তৈরি ইংল্যান্ডের
০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
পেসার গাস অ্যাটকিনসনের হ্যাট্টিকে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিনের শুরু। শেষ হলো ওয়ানডে ঘরোনার ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে। ব্যাটে-বলে নিউজিল্যান্ডকে হাতুড়ি পেটা করে দুই দিনেও ওয়েলিংটন টেস্টে জয়ের পথ রচনা করে ফেলেছে ইংল্যান্ড।
শনিবার দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৫৩৩ রানে এগিয়ে ইংলিশরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে অ্যাটকিনসন ও ব্রাইডন কার্সের বোলিং তোপে ১২৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করেছে ইংল্যান্ড।
প্রাপ্তিময় দিনে একটু আক্ষেপ অবশ্য আছে তাদের। একটুর জন্য সেঞ্চুরি পাননি বেন ডাকেট ও জ্যাকব বেথেলে। তবে সেঞ্চুরির সম্ভাবনা নিয়েই দিন শেষ করেছেন জো রুট। দিন শেষে তিনি অপরাজিত ৭৩ রানে। একটি ‘সেঞ্চুরি’ অবশ্য হয়ে গেছে তার। টেস্ট ক্রিকেটে পঞ্চাশছোঁয়া ইনিংস হলো তার ১০০টি!
ওয়েলিংটনে প্রথম দিনই অলআউট হয় ইংল্যান্ড। জবাবে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিলো নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিন খেলতে নেমে মাত্র ৪৫ মিনিট স্থায়ী হয় নিউজিল্যান্ডের ইনিংস। বাকী ৫ উইকেটে ৫৩ বল খেলে ৩৯ রান যোগ করতে পারে কিউইরা। ইনিংসের ৩৫তম ওভারে অ্যাটকিনসনের হ্যাট্টিকে ১২৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ওভারের তৃতীয় বলে নাথান স্মিথ চতুর্থ বলে ম্যাট হেনরি এবং পঞ্চম ডেলিভারিতে টিম সাউদিকে শিকার করে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে ৯৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম হ্যাট্টিকম্যান হলেন অ্যাটকিনসন।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে ৪৭তম এবং ইংল্যান্ডের ১৫তম বোলার হিসেবে হ্যাট্টিক করেন অ্যাটকিনসন।
নিউজিল্যান্ডের মাটিতে হ্যাট্টিক করা তৃতীয় বোলার হলেন অ্যাটকিনসন। আগের দুই হ্যাট্টিকম্যানও ছিলেন ইংল্যান্ডের বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে ডান-হাতি পেসার মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে বাঁ-হাতি পেসার রায়ান সাইডবটম হ্যাট্টিক করেছিলেন।
হ্যাট্টিক পাওয়া ইনিংসে ৮ দশমিক ৫ ওভার বল করে ৩১ রানে ৪ উইকেট নেন অ্যাটকিনসন। এছাড়াও ৪ উইকেট নেন কার্স।
১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জ্যাক ক্রলিকে (৮) হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ২২০ বলে ১৮৭ রানের জুটিতে ইংল্যান্ডের বড় লিডের পথ তৈরি করেন আরেক ওপেনার বেন ডাকেট ও জ্যাকব বেথেল। জুটি গড়ার পথে সেঞ্চুরির সম্ভাবনা জাগান তারা। কিন্তু দু’জনকেই নাভার্স-নাইন্টিতে বিদায় দেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।
৬টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে ডাকেট ৯২ এবং ১০টি চার ও ৩টি ছক্কায় ১১৮ বলে ৯৬ রান করেন বেথেল।
দলীয় ২১১ রানের মধ্যে ডাকেট ও বেথেল ফেরার পর জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় লিড এনে দেন জো রুট ও হ্যারি ব্রুক। ৫টি চারে ব্রুক ৫৫ রানে থামলেও, ৫টি বাউন্ডারিতে দিন শেষে ৭৩ রানে অপরাজিত আছেন রুট। তার সাথে ৩৫ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস।
ইংলিশদের ব্যাটের দাপটে অবিশ্বাস্যভাবে ৭৬ ওভার বল করেও একটি মেডেন নিতে পারেনি নিউ জিল্যান্ডের বোলাররা।
টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি ওভার বোলিং করে মেডেন না পাওয়ার নজির আছে আর একটি। ১৯৩৯ সালে ডারবানে ৮৮.৫ ওভার বোলিং করে মেডেন পায়নি দক্ষিণ আফ্রিকা, ৪ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের সাউদি ও হেনরি ২টি করে উইকেট নিয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে