বাংলাদেশকে হারিয়ে সিরিজ আয়ারল্যান্ডের
০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যাটাররা পারেননি নামের প্রতি সুবিচার করতে। দ্বিতীয় ম্যাচেও তাই হেরে গেল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল সফরকারী আয়ারল্যান্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে আইরিশরা। ১৩৫ রানের লক্ষ্যে ১৭.১ ওভারে ৮৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করল আয়াল্যান্ড।
লক্ষ্য তাড়ায় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাশে। পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ২১ বলে ২০ রান করা স্বর্ণার বিদায়ে জুটি ভাঙতেই আবারও ব্যাটিং ধ্বসে পড়ে দল। ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ইনিংস।
টানা তিন বলে শেষ তিন উইকেট হারায় বাংলাদেশ। যার শুরুটা হয়েছিল ৪৩ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করা শারমিনের বিদায়ে।
শারমিন ও স্বর্ণা ছাড়া রানের দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন আর কেবল দিলারা আক্তার। এই ওপেনার করেন ১০ বলে ১০ রান।
৩.১ ওভারে স্রেফ ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট। ব্যাট হাতেও এই অলরাউন্ডার করেন ২৫ বলে মূল্যবার ৩২ রান। লো স্কোরিং ম্যাচে ম্যাচসেরা বেছে নিতে তাই কষ্ট হয়নি।
৩ ওভারে ১০ রান দিয়ে ২টি শিকার ধরেন আর্লিন কেলি। ১৬ রানে ২টি নেন লরা ডেলানি।
এর আগে টসে জিতে ব্যাটে নেমে মিলিত প্রচেষ্টায় লড়াকু সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। তাদের প্রত্যেক জুটি থেকেই রান এসেছে কমবেশি। ৩৫ বলে সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনিং জুটিতে।
শীর্ষ পাঁচ ব্যাটারই পান রানের দেখা। ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন লরা।
৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে শিকার ধরেন জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন।
একই মাঠে আগামী সোমবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানার দল।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৫ (হান্টার ২৩, লুইস ১৪, প্রেন্ডারগাস্ট ৩২, পল ১৬, ডেলানি ৩৫, ফোর্বস ৪*, স্টোকেল ৯*; জাহানারা ৪-০-২৫-১, মেঘলা ৪-০-২৭-০, জান্নাতুল ৪-১-২৯-১, নাহিদা ৪-০-২০-২, ফাহিমা ৪-০-৩২-১)।
বাংলাদেশ: ১৭.১ ওভারে ৮৭ (দিলারা ১০, সোবহানা ১, নিগার ৬, শারমিন ৩৮, তাজ ২, স্বর্ণা ২০, ফাহিমা ৫, জাহানারা ১, জান্নাতুল ২, নাহিদা ০, মেগলা ০*; সারজেন্ট ৪-০-২১-০, প্রেন্ডারগাস্ট ৩.১-০-১৩-৩, কেলি ৩-০-১০-২, ডালজেল ২-০-১৪-১, ডেলানি ৩-০-১৬-২, ম্যাগুইয়ের ২-০-১৩-০)।
ফল: আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: ওর্লা প্রেন্ডারগাস্ট।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছে, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত