মাহমুদুল্লাহ-জাকেরের ঝড়ো জুটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ওপেনিং জুটিতে ভালো শুরুর পর দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ।দারুণ জুটিতে চাপে পড়া টাইগারদের হাল ধরলেন তানজিদ হাসান তামিমের ও মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরি পেলেন তারা দুজনেই।তবে মিরাজ একটু বেশি ধীর ছিলেন।ফলে শেষ থেকে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করানোর জন্য ঝড়ো জুটি দরকার ছিল বাংলাদেশের। সেটি আসে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলীর হাত ধরে।তাতে টাইগাররা পায় ভালো সংগ্রহ।
সেন্ট কিটসে রবিবার (৮ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেন জাকের আলী অনিক।
শুরুটা দারুণ হয় টাইগারদের।ওপেনিং জুটিতে ইতিবাচক ব্যাটিংয়ে ৪.৪ ওভারে ৩৪ রান যোগ করে সৌম্য সরকার ও তানজিদ।তবে দারুন কিছু শটে বড় ইনিংসের ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার আজহারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি।আউট হওয়ার আগে এই বাঁহাতির ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। তিনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে ফেরেন লিটন দাস।দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এরপর উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ফিরতে পারতেন রানের খাতা খোলার আগেই।মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তাঁর বিপক্ষে এলবিডব্লুর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।তবে রিভিউ বাঁচিয়ে দেয় তাকে।
শুরুতে নড়বড়ে মিরাজ এরপর তানজিদকে নিয়ে দলের হাল ধরেন।এই জুটিতে ভর করে ১৭ ওভার ৫ বলে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। এরই মাঝে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ তিনি ৪৬ বলে তুলে নেন ফিফটি। তার মধ্যে রয়েছে ৫ টি চার ও ৩ টি ছক্কা।
তবে ফিফটি তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তামিম। ৬০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে রস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ভাঙে ৯৭ বলে ৭৯ রানের জুটি।
তার বিদায়ের পর নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক মিরাজ।
ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি পেতে তার লাগে ৭২ বল। মাঝে আফিফ হোসেন ২৯ বলে ২৮
রান করে আউট হয়ে যান।
মিরাজও সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। ১০১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৪ রান করে সিলসের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলের রানকে তিনশর কাছাকাছি নিয়ে যান তারা দুজনই। ৭৪ বলে ৯৬ রানের জুটি ছিল তাদের। ৪০ বলে ৪৮ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন জাকের। ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়
সচিবালয়ে আগুন সন্দেহজনক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
টিভিতে দেখুন
কোহলির ধাক্কা সামলে কনস্টাস বীরত্ব
বিজয় দিবসের খেলা
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে চান জামিলা
২০২৬ বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বুনছে স্পেন
চ্যাম্পিয়ন্স লিগে থাকবে তো সিটি!