শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ জ্যোতিরা
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল আয়ারল্যান্ড। এবার তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করলো আইরিশ মেয়েরা। সিরিজ হাতছাড়া হওয়ার পর হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আশাও জাগিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু শেষ ওভারে আইরিশ ব্যাটার লরা ডেলানির বীরত্বে এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শেষ দিকে আইরিশদের ভালোই চাপে ফেলতে পেরেছিল বাংলাদেশ। গতকাল সিলেটে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪ রানের লক্ষ্যে সফরকারী দল ১৬ থেকে ১৯ ওভার পর্যন্ত কোনও বাউন্ডারির দেখা পায়নি। কিন্তু স্বর্ণা আক্তারের ২০তম ওভারেই ম্যাচের ভাগ্য বদলে দেন ডেলানি। শেষ ওভারে আইরিশদের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই অবশ্য কেলিকে রানআউট করে চাপ ধরে রেখেছিল স্বাগতিক দল। কিন্তু প্রান্ত আগলে থাকা ডেলানি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয় বলে ডাবল নিয়ে পরের তিন বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ১২৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশের নারীরা। মূলত টপের দুই ব্যাটারের অবদানেই এই সংগ্রহ দাঁড় করানো গেছে। ওপেনার সোবহানা মোস্তারির ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তারের ৩৩ বলে ৩৪ রান অবদান রাখে। তাছাড়া ১২ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। বাকি ব্যাটাররা সিঙ্গেল ডিজিটে শুধু আসা-যাওয়া করেছেন। আইরিশদের হয়ে সেরা বোলার ছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি নিয়েছেন অ্যাইমি ম্যাগুয়ের। জবাবে আইরিশ দল ৬ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়েছে। ওপেনিং জুটিতেই তারা যোগ করে ৫৫ রান। অ্যামি হান্টার ২৮ রানে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হলে ভাঙে জুটি। দ্রæত সময়ে অধিনায়ক গ্যাবি লুইসও ২১ রানে রাবেয়ার শিকার হয়েছেন। তার পর ওরলা প্রেন্ডারগাস্ট ১১ রান ও লিয়া পল শ‚ন্য রানে ফিরলে প্রান্ত আগলে বীরত্ব দেখিয়েছেন লরা ডেলানি। রেবেকা স্টকেলের সঙ্গে ৩৩ রানের জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে গেছেন। স্টকেল আউট হন ১৯ রানে। ম্যাচসেরা হয়েছেন ডেলানি। পুরো সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ওরলা প্রেন্ডারগাস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম