টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, দলে প্রথমবার রিপন
১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
দলে অনেকগুলো পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।
মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ রিপন মণ্ডল। জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এর আগে এশিয়ান গেমসে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও আদতে তা বাংলাদেশের জাতীয় দল ছিল না।
তিন সংস্করণেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক শান্ত কুঁচকির চোটে উইন্ডিজ সফরে নেই। তার অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া মেহেদি হাসান মিরাজ আছেন টি-টোয়েন্টি দলে। তবে এবার নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনকে।
২০২১ সালে নিউ জিল্যান্ডে একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। এছাড়াও একটি টেস্ট ও সাতটি ওয়ানডেতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে এই কিপার-ব্যাটারের।
কেবল নেতৃত্বে নয়, ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াড থেকে এবার পরিবর্তন এসেছে মোট ৬টি। কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও নেই তাওহিদ হৃদয়। ভারতে সিরিজের শেষ ম্যাচ খেলে টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ।
পিতৃত্বকালীন ছুটিতে মুস্তাফিজুর রহমান। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি দলে। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাদের না থাকারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।
দলে ফিরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত অক্টোবরে ভারত সিরিজের দল থেকে বাদ পড়ে যান সৌম্য। তবে সম্প্রতি গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের হয়ে চমৎকার ব্যাটিং করেন তিনি। ফাইনালে ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসসহ দুই ফিফটিতে ১৮৮ রান করে তিনিই জেতেন টুর্নামেন্ট-সেরার পুরস্কার।
সৌম্যর সঙ্গে জিএসএলে খেলেন আফিফও। দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০ রানের বেশি করতে পারেননি তিনি। গত বছরের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর বিশ ওভারের ক্রিকেটে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্সও নেই তার। তবু ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও জায়গা ফিরে পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
আফিফের মতো শামীমও গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেন। এরপর এই সংস্করণে তার পারফরম্যান্সও তেমন উল্লেখযোগ্য কিছু নয়। তবে গত বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ বলে অপরাজিত ৫৯ রান, গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২৪ বলে ৩৮ রানের ইনিংসে সামর্থ্যের ছাপ কিছুটা রাখেন শামীম। এছাড়া হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফরেও কিছু কার্যকর ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে সবশেষ টি-টোয়েন্টি খেলেন হাসান। বিশ্বকাপ ও ভারত সিরিজের পর আবার জায়গা ফিরে পেলেন ২৫ বছর বয়সী পেসার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আবার টি-টোয়েন্টি দলে এলেন বাঁহাতি স্পিনার নাসুম।
আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
প্রথবার জাতীয় দলে: রিপন মন্ডল
দলে ফিরলেন: সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ
চোট: নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়
ছুটি: মুস্তাফিজুর রহমান
বাদ: শরিফুল ইসলাম, রকিবুল হাসান
অবসরে: মাহমুদউল্লাহ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান