রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে
১২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
রিচার্ড এনগাভারা বোলিং আর ব্রায়ান বেনেটের ব্যাটিংয়ে সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। ম্যাচে প্রাণ ফেরালেন মোহাম্মদ নবি ও রশিদ খান। কিন্তু শেষ রক্ষা হলো না আফগানিস্তানের। শেষ বলে গড়ানো ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাবে বুধবার তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৪৫ রানের লক্ষ্যে শেষ ওভারে তাদের দরকার ছিল ১১ রান, শেষ বলে ১। দম বন্ধ করা সেই আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে সব সমীকরণ মিলিয়ে জয়ের উল্লাসে মাতে সিকন্দার রাজার দল।
পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। দুই দলের ১৬ বারের দেখায় সব মিলিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় জয় এটি। আগের জয়টি ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে, চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৯ বলে ৯ রান করে নাভিন-উল-হকের শিকার হন তাদিওয়ানাশে মুরুমানি। এরপর ৬২ বলে ৭৫ রানের জুটিতে সহজ জয়ের পথ রচনা করেন ডিওন মেয়ার্স ও আরেক ওপেনার ব্রায়ান বেনেট।
২৯ বলে ৩২ রান করা মেয়ার্সকে কট বিহাইন্ড করে ম্যাচে প্রাণ ফেরান নবি। জিম্বাবুয়ের টানপোড়েন শুরু সেখান থেকেই। ঝড়ের আভাস দিয়ে পরের ওভারেই রাজাকে (৫ বলে ৯) ফেরান নাভিন। ১৩ বলের ওই ওভারে ৫টি ওয়াইড ও একটি নো বলে ৪ সহ ১৯ রান দেন এই পেসার।
জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার তখন ২৪ বলে ২৮ রান, হাতে ৭ উইকেট।
১৭তম ওভারে জোড়া আঘাত হানেন রশিদ খান। আবারও নড়েচড়ে বসেন আফগান সমর্থকরা। শেষ দুই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে এসে একটি উইকেট নিলেও এক বাউন্ডারিতে ১০ রান দেন নাভিন।
শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান তাশিগা মুসিকিওয়া। পরের দুই বলে নেন টানা ডাবল। চতুর্থ বলে এলবিডব্লিউর আবেদন করেও আম্পায়ারের সাড়া পাননি আজমতউল্লাহ। পঞ্চম বলে আসে দুই রান। স্নায়ুচাপ সামলে শেষ বল মিড অন দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন মুসিকিওয়া। আগেই এক রান পূর্ণ করে জয় নিশ্চিত করায় বাউন্ডারি অবশ্য গোনায় ধরা হয়নি। হারারে স্পোর্টস ক্লাব মাঠের গ্যালারিতে তখন শুধুই জয়ের উৎসব।
১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। নিজের প্রথম বলেই চার ও পরের বলে ২ রান নিয়ে ২ বলে ওয়েলিংটন মাসাজাদজার অপরাজিত ৬ রানের ইনিংসও পরিস্থিতির বিচারে ছিল মহামূল্যবান।
তবে ৪৯ বলে ৪৯ রান করে তাদের জয়ের নায়ক বেনেটই।
৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার নাভিন। ২৬ রানে ২টি শিকার ধরেন রশিদ।
এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া আফগানদের ব্যাটিংটা প্রত্যাশার দাবি মেটাতে পারেনি। পাওয়ার প্লেতে তারা স্রেফ ৩৪ রান যোগ করে হারায় ৪ উইকেট। দলীয় ফিফটি স্পর্শ করে দশম ওভারে।
সফরকারী দলটি লড়াইয়ের পুঁজি পায় মূলত করিম জানাত ও মোহাম্মদ নবির ব্যাটে। একাদশ ওভারে ৫৮ রানে ৫ উইকেট হারানোর পর এই দুজন গড়েন ৪৯ বলে ৭৯ রানের জুটি। নবি ২৭ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪৪ রানে আউট হন। ৪৯ বলে ৫ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন করিম জানাত।
৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবয়ের সেরা বোলার রিচার্ড এনগাভারা। তার দারুণ বোলিংয়েই ২৫ রানে ৩ উইকেট হারায় আফগানরা। তিনটিই নেন এই বাঁহাতি পেসার।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৪/৬ (গুরবাজ ০, সেদিকউল্লাহ ৩, জাজাই ২০, ইসহাক ১, জানাত ৫৪*, ওমারজাই ১৩, নাবি ৪৪, রাশিদ ২*; এনগারাভা ৪-০-২৮-৩, মুজারাবানি ৪-০-২৬-১, বেনেট ১-০-১২-০, গুয়ান্ডা ৪-০-৩৫-১, রাজা ৪-০-২৪-০, মাসাকাদজা ৩-০-১৮-১)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৫/৬ (বেনেট ৪৯, মারুমানি ৯, রাজা ৯, বার্ল ১০, মাধেভেরে ৪, মুসেকিওয়া ১৬*, মাসাকাদজা ৬*; নাভিন ৪-১-৩৩-৩, মুজিব ৪-০-২৩-০, ওমারজাই ৪-০-৩৪-০, রাশিদ ৪-০-২৬-২, ফারিদ ২-০-১৪-০, নাবি ২-০-১৩-১)
ফল: জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথমটির পর ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে
ম্যান অব দা ম্যাচ: ব্রায়ান বেনেট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালন
কানাডায় সহায়ক মৃত্যুর হার বৃদ্ধি, প্রতি ২০ জনের মধ্যে ১ জন
ঢাকা সফর নিয়ে বিক্রম মিশ্রিকে ভারতের এমপিদের একের পর এক প্রশ্ন
হতাশ আওয়ামী লীগ : ইনকিলাব জরিপে চট্টগ্রামে পাবলিক রিঅ্যাকশন
গাজীপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৪
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবান মন্ত্রী নিহত
নতুন বাংলাদেশ গঠনে ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে: মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার ব্রেন অপারেশনের জন্য প্রস্তুতি
'জয় বাংলা' বিতর্কে একে একে গর্ত থেকে বেরিয়ে এলো ভারতীয় সব দালাল, এখন যা করণীয়
'চঞ্চল গৃহবন্দী' শিরোনামে সংবাদ প্রচার, মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছে ভারতীয় মিডিয়া
দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের দৃঢ় অবস্থান, ‘শেষ পর্যন্ত লড়াই করব’
সৈয়দপুরে কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সকাল ও রাতে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে
ইসরায়েলকে সিরিয়ার বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান ফ্রান্সের
ফরিদগঞ্জে সবুজের সমারোহে আতিথেয়তায় মুগ্ধ সউদী নাগরিক
বিদ্রোহীদের দখলে সীমান্ত এলাকা, বাংলাদেশে প্রভাব পড়বে?
শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
আজ দূষণের শীর্ষে ঢাকা, ৮ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’
ইনকিলাব জরিপরে ২য় কিস্তি ঃ তারুণ্যের ভাবনা বিএনপির জন্য এলার্মিং
জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও ইউএনআরডব্লিউএ-এর সমর্থনে প্রস্তাব গ্রহণ
ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব, ঘোষণা এফবিআই পরিচালকের