বিদ্রোহীদের দখলে সীমান্ত এলাকা, বাংলাদেশে প্রভাব পড়বে?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০১ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা এখন তাদের দখলে। এর পরেই নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা, যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন— এই পরিস্থিতি রোহিঙ্গা সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং সীমান্তে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে।

 

আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থু খা বলেছেন, তারা ইতোমধ্যে পশ্চিমের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল করেছে এবং তাদের নিয়ন্ত্রণে রাখাইন রাজ্যের পুরো এলাকা নিতে যুদ্ধ চালাচ্ছে।

 

আরাকান আর্মি এও ঘোষণা করেছে, তারা মিয়ানমারের অংশ নাফ নদীর মিয়ানমার সীমান্তে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির টহলও বৃদ্ধি করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, ‘সীমান্তের ওপার বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে, তাই আমরা সীমান্তে কঠোর সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে।’

 

এদিকে, প্রায় আট মাস ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকা আরাকান আর্মি, সীমান্ত এলাকা মংডু, বুথিডং এবং পালেতাওয়া দখল করার দাবি করেছে।

 

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ
আরাকান আর্মি জানিয়েছে, তারা মিয়ানমারের পশ্চিম অঞ্চলের ব্যাটেলিয়ান সদর দফতর এবং সীমান্ত চৌকিগুলো দখল করেছে। তারা জান্তা বাহিনীর ৫ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নকে দখলে নেওয়ার পর সামরিক হামলা প্রতিহত করে পাল্টা হামলা চালিয়েছে। গত ৭ ডিসেম্বর, আরাকান আর্মি জানিয়েছে, তারা রাখাইন রাজ্যের ৩০টিরও বেশি জান্তা ক্যাম্প দখল করেছে।

 

এছাড়া, ২৮ নভেম্বর এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, মাগোয়ে অঞ্চলের সামরিক বাহিনীর একটি বহরে হামলা চালাতে গিয়ে তাদের ১০০ সৈন্য নিহত হয়েছে। তারা এই সময় সশস্ত্র বাহিনীর সাপোর্ট ও রসদ সরবরাহের পথেও হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী আরাকান আর্মির এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে, বিবিসি বার্মিজের খবরে বলা হয়েছে, মিয়ানমারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করা হয়েছে।

নাফ নদীতে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ সীমান্তে সতর্কতা
আরাকান আর্মি তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে, মংডু শহর এবং আশপাশের এলাকায় হামলা অব্যাহত রেখেছে তারা। এই পরিস্থিতিতে, নিরাপত্তার জন্য নাফ নদীর মিয়ানমারের অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে, বাংলাদেশ সীমান্তের নাফ নদী এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং সেখানে ছোট নৌকাগুলোর চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশের কক্সবাজার থেকে স্থানীয় সাংবাদিক আজিম নিহাদ জানান, ‘সীমান্তে আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণের খবর আসার পর, গত দুই দিন ধরে টেকনাফ ও কক্সবাজারসহ বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে।’

জেলা প্রশাসন মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে এবং বিজিবি ও কোস্ট গার্ডকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘আমরা সীমান্তে যাতায়াত বন্ধ রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং মানুষকে সচেতন করার জন্য মাইকিংও করা হচ্ছে।’

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
আরাকান আর্মির রাখাইন রাজ্যের পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন— যেহেতু এই অঞ্চলটি আরাকান আর্মির দখলে, রোহিঙ্গা ইস্যু আরো বেশি জটিল হয়ে উঠতে পারে।

মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নিয়ে থাকায় এই সংকট আরো বাড়বে।’

বিশ্লেষকদের মতে— আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পরাজিত সশস্ত্র রোহিঙ্গা সংগঠনগুলোর বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এছাড়া বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই নতুন অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। সূত্র: বিবিসি


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী  গ্রেফতার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কসাই থেকে নদীখেকো জাফর

কসাই থেকে নদীখেকো জাফর

পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার

পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার

ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল

ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল

সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন

মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন

পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি

পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি

কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন

কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন

তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী

তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী

রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন

রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের

ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের